Antarctic Treaty কত সালে স্বাক্ষরিত হয়েছিল?
A
১৯৫৯ সালে
B
১৯৬০ সালে
C
১৯৬১ সালে
D
১৯৬২ সালে
উত্তরের বিবরণ
এন্টার্কটিক ট্রিটি (Antarctic Treaty) হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা অ্যান্টার্কটিকা মহাদেশকে শান্তিপূর্ণ এবং বৈজ্ঞানিক গবেষণার জন্য সংরক্ষণ করার উদ্দেশ্যে গৃহীত। চুক্তিটি স্বাক্ষরিত হয় ১ ডিসেম্বর ১৯৫৯ সালে, কার্যকর হয় ১৯৬১-এ, এবং স্বাক্ষরের স্থান ছিল ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র। প্রাথমিকভাবে ১২টি দেশ স্বাক্ষর করেছিল, যা বর্তমানে বৃদ্ধি পেয়ে ৫৮টি দেশে পৌঁছেছে।
-
১৯৫৭-৫৮ সালের আন্তর্জাতিক ভূ-পদার্থিক বছর (IGY) চলাকালীন অ্যান্টার্কটিকায় এবং তার আশেপাশের দেশগুলোতে বিজ্ঞানীরা চুক্তিতে স্বাক্ষর করেছিলেন
-
চুক্তির মূল বিধানসমূহ:
-
শান্তিপূর্ণ ব্যবহার (আর্টিকেল I): অ্যান্টার্কটিকা শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার হবে
-
বৈজ্ঞানিক গবেষণা (আর্টিকেল II ও III): বৈজ্ঞানিক তদন্তের স্বাধীনতা থাকবে এবং গবেষণার ফলাফল বিনিময় করা হবে
-
আঞ্চলিক দাবি নিষিদ্ধ (আর্টিকেল IV): নতুন সার্বভৌমত্ব দাবি বা পুরনো দাবির প্রসারণ নিষিদ্ধ
-
সামরিক কার্যকলাপ নিষিদ্ধ: অ্যান্টার্কটিকায় কোনো সামরিক কার্যকলাপ বা পারমাণবিক পরীক্ষা করা যাবে না
-
উৎস:
0
Updated: 1 month ago
চে গুয়েভেরা কোন দেশে জন্মগ্রহন করেন?
Created: 1 month ago
A
আর্জেন্টিনা
B
কিউবা
C
মেক্সিকো
D
ভেনেজুয়েলা
চে গুয়েভারা (পূর্ণ নাম: আর্নেস্তো গুয়েভারা দে লা সেরনা) ছিলেন দক্ষিণ আমেরিকার একজন প্রভাবশালী বিপ্লবী ও কমিউনিস্ট নেতা, যিনি কিউবার সমাজতান্ত্রিক বিপ্লবের নায়ক হিসেবে খ্যাতি লাভ করেন।
চে গুয়েভারা সম্পর্কিত তথ্য:
-
জন্ম: ১৪ জুন ১৯২৮, রোজারিও, আর্জেন্টিনা।
-
কিউবান বিপ্লবের একজন বিশিষ্ট কমিউনিস্ট ব্যক্তিত্ব।
-
দক্ষিণ আমেরিকার গেরিলা নেতা, যিনি বিপ্লবী কর্মকাণ্ডের প্রতীক হয়ে ওঠেন।
-
কিউবায় কমিউনিস্ট বিপ্লবের পর তিনি কঙ্গো ও বলিভিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য গেরিলা তৎপরতা চালান।
-
মৃত্যু: অক্টোবর ১৯৬৭, বলিভিয়া।
0
Updated: 1 month ago
কোন দেশ থেকে 'আরব বসন্ত'-এর সূচনা হয়?
Created: 23 hours ago
A
মিশর
B
তিউনিশিয়া
C
লিবিয়া
D
সিরিয়া
আরব বসন্ত (Arab Spring):
২০১০ সালের ডিসেম্বরে তিউনিশিয়া থেকে সূচনা হয়। ফেরিওয়ালা মোহাম্মদ বুয়াজিজি সরকারী নিপীড়ন ও বেকারত্বের প্রতিবাদে আত্মাহুতি দিলে আন্দোলন শুরু হয়। এর ফলে প্রেসিডেন্ট জিন এল আবেদিন বেন আলি (শাসনকাল: ১৯৮৭–২০১১) ক্ষমতাচ্যুত হন। পরবর্তীতে আন্দোলনটি মিশর, লিবিয়া, সিরিয়া, ইয়েমেনসহ বহু আরব দেশে ছড়িয়ে পড়ে।
ইসলামি বিপ্লব (১৯৭৯):
ইরানে ১৯৭৯ সালে সংঘটিত এই বিপ্লবে দেশটি ইসলামী প্রজাতন্ত্রে রূপান্তরিত হয়। নেতৃত্বে ছিলেন ইমাম আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনী। ইরানের শেষ বাদশাহ ছিলেন শাহ মোহাম্মদ রেজা পাহলাবি।
ভেলভেট বিপ্লব (১৯৮৯):
চেকোস্লোভাকিয়ায় সংঘটিত শান্তিপূর্ণ গণআন্দোলন, যা Gentle Revolution নামেও পরিচিত। এর মাধ্যমে একদলীয় কমিউনিস্ট শাসনের অবসান ঘটে এবং গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়।
রোজ বিপ্লব (২০০৩):
জর্জিয়ায় ২০০৩ সালে সংঘটিত হয়। এই আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তনের সূচনা ঘটে।
অরেঞ্জ বিপ্লব (২০০৪):
ইউক্রেনে ২০০৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগে শুরু হওয়া গণআন্দোলন। পুনঃনির্বাচনে ভিক্টর ইউশচেঙ্কো (Viktor Yushchenko) বিজয়ী হন।
টিউলিপ বিপ্লব (২০০৫):
কিরগিজস্তানে ২০০৫ সালে সংসদ নির্বাচনে কারচুপি ও কর্তৃত্ববাদী শাসনের প্রতিবাদে আন্দোলন শুরু হয়। এর ফলে প্রেসিডেন্ট এসকার আকায়েভ পদত্যাগে বাধ্য হন। এই ঘটনাটি ইতিহাসে টিউলিপ বিপ্লব বা প্রথম কিরগিজ বিপ্লব নামে পরিচিত।
চতুর্থ শিল্প বিপ্লব (Fourth Industrial Revolution):
ধারণাটি দেন ক্লাউস শোয়াব (Schwab), ২০১৫ সালে Foreign Affairs পত্রিকায় প্রকাশিত প্রবন্ধ এবং The Fourth Industrial Revolution গ্রন্থে। মূল লক্ষ্য ডিজিটাল প্রযুক্তির উদ্ভাবনের মাধ্যমে উৎপাদন ব্যবস্থার আধুনিকায়ন।
ব্যবহৃত প্রযুক্তি: স্মার্টফোন, রোবটিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ন্যানো-টেকনোলজি, ৫জি ইত্যাদি।
অন্য নাম: ডিজিটাল বিপ্লব।
বাংলাদেশে অংশগ্রহণের প্রতীক হিসেবে ১২ ডিসেম্বর “ডিজিটাল বাংলাদেশ দিবস” পালিত হয়।
0
Updated: 23 hours ago
’বেলফোর ঘোষণা’ কোন বিষয়টির সাথে সম্পর্কযুক্ত?
Created: 1 month ago
A
আয়ারল্যান্ড রাষ্ট্র প্রতিষ্ঠা
B
ইহুদিদের জন্য একটি জাতীয় আবাস প্রতিষ্ঠা
C
ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠা
D
জাতিসংঘ সদস্য পদ লাভ করা
বেলফোর ঘোষণা (১৯১৭)
-
তারিখ: ২ নভেম্বর, ১৯১৭
-
প্রেক্ষাপট: ব্রিটিশ পররাষ্ট্র সচিব আর্থার জেমস বেলফোর লিওনেল ওয়াল্টার রথসচাইল্ড (অ্যাংলো-ইহুদি সম্প্রদায়ের নেতা)কে চিঠি প্রেরণ করেন
-
উদ্দেশ্য: প্যালেস্টাইনে ইহুদিদের জন্য একটি জাতীয় আবাস প্রতিষ্ঠার প্রতি ব্রিটিশ সরকারের সমর্থন
-
প্রভাব:
-
ইহুদি জনগণের জন্য জাতীয় আবাসের প্রতিশ্রুতি দিলেও এর সুনির্দিষ্ট অর্থ বিতর্কিত
-
সাইকস-পিকট চুক্তি ও হুসেইন-ম্যাকমোহন পত্রাচারের সঙ্গে সাংঘর্ষিক
-
১৯৪৮ সালের ১৪ মে ইসরাইল রাষ্ট্রের জন্মের ভিত্তি হিসেবে প্রভাব ফেলে
-
-
মূল নথি: ব্রিটিশ লাইব্রেরিতে সংরক্ষিত
0
Updated: 1 month ago