গুমবিরোধী আন্তর্জাতিক সনদ (ICPPED)-এ কয়টি অনুচ্ছেদ রয়েছে?
A
১১টি
B
৩৩টি
C
৪০টি
D
৪৫টি
উত্তরের বিবরণ
গুমবিরোধী আন্তর্জাতিক সনদ (ICPPED) হলো International Convention for the Protection of All Persons from Enforced Disappearance, যা গুম বন্ধ, দায়মুক্তি প্রতিরোধ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা নিশ্চিত করার জন্য গৃহীত। এটি জাতিসংঘের আওতাধীন একমাত্র কনভেনশন যা এনফোর্সড ডিসএপিয়ারেন্সকে কেন্দ্র করে তৈরি। চুক্তিটি স্বাক্ষরিত হয় ২০ ডিসেম্বর, ২০০৬ এবং কার্যকর হয় ২৩ ডিসেম্বর, ২০১০। সনদে মোট ৪৫টি অনুচ্ছেদ অন্তর্ভুক্ত।
-
আগস্ট ২৯, ২০২৪ তারিখে বাংলাদেশ ICPPED-এ স্বাক্ষর করেছে
-
৩০ আগস্টকে আন্তর্জাতিক গুমবিরোধী দিবস হিসেবে পালন করা হয়
উৎস:
0
Updated: 1 month ago
এঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত?
Created: 2 months ago
A
ভেনিজুয়েলা
B
আর্জেন্টিনা
C
জিম্বাবুয়ে
D
যুক্তরাষ্ট্র
এঞ্জেল জলপ্রপাত (Angel Falls)
-
অবস্থান: বলিভার রাজ্য, ভেনেজুয়েলা; কানাইমা ন্যাশনাল পার্কে
-
উচ্চতা: ৩,২১২ ফুট (৯৭৯ মিটার) – পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত
-
প্রশস্ততা: ৫০০ ফুট (১৫০ মিটার)
-
নদী: রিও কারোনি নদীর উপর অবস্থিত
-
বিশেষত্ব: পৃথিবীর উচ্চতম জলপ্রপাত
-
ইতিহাস: ১৯৩০ সালে আমেরিকান অভিযাত্রিক জেমস অ্যাঞ্জেল প্রথম বহিরাগত হিসেবে দেখেন
-
নতুন নাম: ২০০৯ সালে প্রেসিডেন্ট হুগো চাভেজ আদিবাসী ভাষায় ‘কেরেপাকুপাই মেরু’ নামকরণের প্রস্তাব দেন
তথ্যসূত্র: Britannica.com
0
Updated: 2 months ago
কোন দেশ বিশ্বব্যাংকের কাছ থেকে প্রথম ঋণ গ্রহণ করে?
Created: 1 month ago
A
ভারত
B
ব্রাজিল
C
ফ্রান্স
D
কোনটি নয়
ফ্রান্স বিশ্ব ব্যাংক থেকে প্রথম ঋণ গ্রহণ করে, যা ১৯৪৭ সালের ৯ মে ঘটে। এই দিন বিশ্ব ব্যাংক ফ্রান্সকে ২৫০ মিলিয়ন ইউএস ডলার ঋণ প্রদানের চুক্তিতে সই করে।
বিশ্ব ব্যাংক:
-
প্রতিষ্ঠিত: ১৯৪৪ সালে, কার্যক্রম শুরু: ১৯৪৬ সালে।
-
সদস্য সংখ্যা: বর্তমানে ১৮৯টি দেশ।
-
ধরণ: একটি আন্তর্জাতিক আর্থিক সহায়তা সংস্থা।
-
কার্যক্রম: উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান।
-
সদর দপ্তর: ওয়াশিংটন, ডি.সি., যুক্তরাষ্ট্র।
বিশ্ব ব্যাংক পাঁচটি সংস্থার সমন্বয়ে গঠিত:
-
IBRD (International Bank for Reconstruction and Development)
-
IFC (International Finance Corporation)
-
IDA (International Development Association)
-
ICSID (International Centre for Settlement of Investment Disputes)
-
MIGA (Multilateral Investment Guarantee Agency)
0
Updated: 1 month ago
গুড ফ্রাইডে চুক্তির প্রধান উদ্দেশ্য কী ছিল?
Created: 1 month ago
A
বেলফাস্টে আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন
B
পারমাণবিক অস্ত্র সীমিত করা
C
উত্তর আয়ারল্যান্ডে শান্তি প্রতিষ্ঠা
D
ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ন্ত্রণ
বেলফাস্ট চুক্তি, যা সাধারণভাবে ‘গুড ফ্রাইডে’ চুক্তি (Good Friday Agreement, GFA) নামে পরিচিত, হলো উত্তর আয়ারল্যান্ডে শান্তি প্রতিষ্ঠার জন্য স্বাক্ষরিত একটি সমঝোতা চুক্তি। এটি স্বাক্ষরিত হয় ১০ এপ্রিল, ১৯৯৮ সালে এবং কার্যকর হয় ডিসেম্বর, ১৯৯৯-এ, স্বাক্ষরের স্থান ছিল বেলফাস্ট, উত্তর আয়ারল্যান্ড। চুক্তির পক্ষ ছিল ব্রিটিশ সরকার, আয়ারল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডের বিভিন্ন রাজনৈতিক দল, এবং এর মধ্যস্থতাকারী ছিলেন লর্ড ট্রিম্বল।
-
চুক্তি শুক্রবারে স্বাক্ষর হওয়ায় এটি গুড ফ্রাইডে চুক্তি নামে পরিচিত
-
উত্তর আয়ারল্যান্ডে সরকার পরিচালনায় প্রোটেস্ট্যান্ট ও ক্যাথলিকদের মধ্যে অংশীদারিত্ব ভিত্তিক ক্ষমতা ভাগাভাগি করার বিধান অন্তর্ভুক্ত
-
যুক্তরাজ্যের অংশ হিসেবে উত্তর আয়ারল্যান্ডের সাংবিধানিক মর্যাদা স্বীকৃতি দেওয়া হয়
-
সংযুক্ত আয়ারল্যান্ড গঠনের নীতিও চুক্তিতে স্বীকৃত
উল্লেখযোগ্য তথ্য:
-
১৯২১ সালে যুক্তরাজ্যের অংশ হিসেবে নর্দার্ন আয়ারল্যান্ড গঠিত হয়, বাকি আয়ারল্যান্ড স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়
-
জনগণ দুই ভাগে বিভক্ত: এক দল আয়ারল্যান্ডের সঙ্গে একত্রিত হতে চায়, অন্য দল যুক্তরাজ্যের অংশ হিসেবে থাকতে চায়
-
এই বিভাজন ও রাজনৈতিক সহিংস সংঘর্ষের অবসান ঘটে গুড ফ্রাইডে চুক্তির মাধ্যমে, যা প্রায় ৩,৫০০ মানুষের প্রাণহানির পরিণতি ঘটানো সংঘর্ষের সমাপ্তি আনে
উৎস:
0
Updated: 1 month ago