কোনটি Nuclear Non- Proliferation Treaty চুক্তি দ্বারা স্বীকৃত পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র নয়?
A
যুক্তরাজ্য
B
ফ্রান্স
C
ভারত
D
চীন
উত্তরের বিবরণ
NPT চুক্তি হলো Nuclear Non-Proliferation Treaty, যা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের জন্য আন্তর্জাতিক চুক্তি। এটি স্বাক্ষরিত হয় ১ জুলাই, ১৯৬৮ এবং কার্যকর হয় ৫ মার্চ, ১৯৭০ থেকে। বর্তমানে ১৯১টি দেশ চুক্তির স্বাক্ষরকারী।
-
পারমাণবিক অস্ত্র উৎপাদক রাষ্ট্রের সংখ্যা: ৫টি — চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র
-
এই ৫টি রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে NPT দ্বারা পারমাণবিক অস্ত্রের অধিকারী (Nuclear Weapon States, NWS) হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে
-
চুক্তি এই দেশগুলোর পারমাণবিক অস্ত্রাগারকে স্বীকৃতি দেয়, তবে NPT-এর অনুচ্ছেদ ৬-এর অধীনে চিরস্থায়ীভাবে অস্ত্র তৈরি ও বজায় রাখার নির্দেশ নেই
অন্যদিকে:
-
ভারত, পাকিস্তান এবং ইসরায়েল NPT-এ কখনো যোগ দেয়নি, কিন্তু তারা পারমাণবিক অস্ত্রের অধিকারী
-
উত্তর কোরিয়া NPT-এ যোগ দিয়েছিল, কিন্তু ২০০৩ সালে চুক্তি থেকে প্রত্যাহারের ঘোষণা দেয়
উৎস:
0
Updated: 1 month ago
২০২৫ সালে আয়োজিত BRICS শীর্ষ সম্মেলনটি কততম ছিল?
Created: 1 month ago
A
১৩তম
B
১৫তম
C
১৭তম
D
১৮তম
২০২৫ সালে আয়োজিত BRICS শীর্ষ সম্মেলন ছিল ১৭তম সম্মেলন, যা ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়।
১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলন, ২০২৫:
-
তারিখ: ৬ থেকে ৭ জুলাই, ২০২৫
-
মূল আলোচ্য বিষয়: যুক্তরাষ্ট্রের শুল্কনীতি, মধ্যপ্রাচ্য সংকট, কৃত্রিম বুদ্ধিমত্তা, বৈশ্বিক স্বাস্থ্যনীতি, জলবায়ু পরিবর্তন।
-
সম্মেলনে যুক্তরাষ্ট্রের পাল্টা আমদানি শুল্ক এবং সম্প্রতি ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্র যৌথ হামলার কঠোর সমালোচনা করা হয়।
উল্লেখযোগ্য দিক:
-
নেতারা যৌথভাবে “Strengthening Global South Cooperation for More Inclusive and Sustainable Governance” শীর্ষক ঘোষণা স্বাক্ষর করেন।
-
তারা মাল্টিল্যাটারালিজম, আন্তর্জাতিক আইন রক্ষা এবং ন্যায়সঙ্গত বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠাতে প্রতিশ্রুতিবদ্ধ হন।
0
Updated: 1 month ago
'মোসাদ' কোন দেশের গোয়েন্দা সংস্থা?
Created: 1 month ago
A
ফিলিস্তিন
B
ইসরাইল
C
ইরান
D
জার্মানি
মোসাদ হলো ইসরায়েলের প্রধান জাতীয় গোয়েন্দা সংস্থা, যা তথ্য সংগ্রহ, গোপন অভিযান এবং সন্ত্রাসবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম গুপ্তচরবৃত্তি সংস্থার মধ্যে গণ্য।
-
গঠন: ১৩ ডিসেম্বর, ১৯৪৯
-
প্রতিষ্ঠাতা: ডেভিড বেন গুরিয়ন
-
সদরদপ্তর: তেলআবিব, ইসরাইল
-
মূল কার্যক্রম: তথ্য সংগ্রহ, গোপন অভিযান, সন্ত্রাসবাদ দমন
-
প্রশাসনিক কাঠামো: এর পরিচালক সরাসরি প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করেন
-
বিশ্বে স্থান: বিশ্বের বৃহত্তম গুপ্তচরবৃত্তি সংস্থাগুলির মধ্যে অন্যতম
0
Updated: 1 month ago
'কার্বন ক্রেডিট’ এর ধারণাটি সর্বপ্রথম কোন সংগঠন দেয়?
Created: 1 month ago
A
UNFCCC
B
IUCN
C
IPCC
D
UNEP
• ১৯৯৭ সালের কিয়োটো প্রোটোকল-এর অধীনে কার্বন ক্রেডিট চালু হয়, যার তত্ত্বাবধানে রয়েছে UNFCCC।
• কিয়োটো প্রোটোকল:
- কিয়োটো প্রোটোকল একটি বহুরাষ্ট্রীয় আন্তর্জাতিক চুক্তি।
- এটি পরিবেশের সাথে সম্পর্কিত।
- ‘কার্বন ক্রেডিট’ এর ধারণা দেয় কিয়োটা প্রোটোকল।
- এই চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলিকে গ্রীনহাউজ গ্যাস নির্গমন হ্রাসের জন্য দায়বদ্ধ করে।
- এই চুক্তির মূল বিষয়: গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ হ্রাস।
- ১৯৯৭ খ্রিষ্টাব্দের ১১ই ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে এই চুক্তি প্রথম গৃহীত হয়।
- ২০০৫ খ্রিষ্টাব্দের ১৬ই ফেব্রুয়ারি কার্যকরী হয়।
0
Updated: 1 month ago