যুদ্ধবন্দীদের সুরক্ষা সম্পর্কিত জেনেভা কনভেনশন কোনটি?
A
১ম জেনেভা কনভেনশন
B
২য় জেনেভা কনভেনশন
C
৩য় জেনেভা কনভেনশন
D
৪র্থ জেনেভা কনভেনশন
উত্তরের বিবরণ
জেনেভা কনভেনশন হলো একটি আন্তর্জাতিক আইন, যা যুদ্ধকালীন মানবাধিকার এবং মানবিক আচরণ সংক্রান্ত মৌলিক নীতি নির্ধারণ করে। এটি মূলত যুদ্ধবন্দী, আহত বা অসুস্থ সেনা সদস্য এবং সাধারণ নাগরিকদের সুরক্ষা ও মর্যাদা রক্ষার জন্য প্রতিষ্ঠিত। চুক্তিটি স্বাক্ষরিত হয় সুইজারল্যান্ডের জেনেভায় এবং এর আওতায় ৪টি চুক্তি ও ৩টি প্রটোকল রয়েছে। এই চুক্তিগুলোকে সাধারণভাবে ‘চারটি রেডক্রস কনভেনশন’ বলা হয়।
-
প্রথম কনভেনশন (১৮৬৪): আহত ও অসুস্থ সেনা সদস্যদের সুরক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা
-
দ্বিতীয় কনভেনশন (১৯০৬): সমুদ্রে যুদ্ধরত সেনাদের সুরক্ষা এবং চিকিৎসা; ১৯০৭ সালে ‘হেগ চুক্তি’ সংশোধন করে স্বাক্ষরিত
-
তৃতীয় কনভেনশন (১৯২৯): যুদ্ধবন্দীদের সুরক্ষা এবং তাদের প্রতি মানবিক আচরণ
-
চতুর্থ কনভেনশন (১৯৪৯): সাধারণ নাগরিকদের সুরক্ষা, বিশেষত যুদ্ধক্ষেত্র বা দখলদারিত্বের সময়
উল্লেখ্য, কনভেনশনগুলোর সংশোধন ও আধুনিকায়ন:
-
১৯৪৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কনভেনশনগুলো উন্নত ও আধুনিক করা হয়
-
১৯৭৭ ও ২০০৫ সালে আরও প্রটোকল যুক্ত করা হয়
-
এর মাধ্যমে যুদ্ধের সময় মানবাধিকার রক্ষা নিশ্চিত করার প্রচেষ্টা আরও জোরদার হয়েছে
উৎস:

0
Updated: 18 hours ago
নিচের কোন শহরটি 'পিংক সিটি' নামে পরিচিত?
Created: 1 week ago
A
অসলো
B
বোগোটা
C
জয়পুর
D
বেইজিং
জয়পুর ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী শহর এবং এটি ঐতিহ্য ও সংস্কৃতির জন্য বিখ্যাত। শহরটি বিশেষভাবে ‘পিংক সিটি’ নামে পরিচিত।
-
জয়পুর রাজস্থানের সবচেয়ে জনবহুল শহর
-
শহরটি ১৭২৭ সালে মহারাজা সওয়াই জয় সিং দ্বারা জয়পুর রাজ্যের রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয়
-
এখানে হিন্দু ও মুসলিমের মিশ্র জনসংখ্যা রয়েছে
-
জয়পুর একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র
-
জয়পুরের বিখ্যাত শিল্প ও কারুশিল্পের মধ্যে রয়েছে—
-
গয়না
-
এনামেল কাজ
-
ধাতুর কাজ
-
মুদ্রিত কাপড়
-
পাথর, মার্বেল ও হাতির দাঁতের খোদাই
-
তথ্যসূত্র:

0
Updated: 1 week ago
’বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক‘ প্রকাশ করে কোন সংস্থা?
Created: 1 month ago
A
Earth Watch
B
World Watch
C
German watch
D
Green Watch
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন
বৈশ্বিক উষ্ণতা মোকাবেলায়
Germanwatch
-
ধরন: অলাভজনক বেসরকারি সংস্থা (NGO)
-
কার্যক্রম: পরিবেশ এবং বাণিজ্য সম্পর্কিত বিষয়গুলোতে কাজ করে, বিশেষ করে উন্নত দেশ ও উন্নয়নশীল দেশের মধ্যে সম্পর্ক স্থাপন।
-
উল্লেখযোগ্য প্রকাশনা: Global Climate Risk Index (বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক) প্রতি বছর প্রকাশিত হয়।
-
সদর দপ্তর: বন, জার্মানি
-
প্রতিষ্ঠা: ১৯৯১
উৎস: Germanwatch ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
কোন দেশে 'ভেলভেট বিপ্লব' (Velvet Revolution) সংঘটিত হয়েছিল?
Created: 2 days ago
A
তিউনিশিয়া
B
স্লোভারিয়া
C
জর্জিয়া
D
স্লোভাকিয়া
ভেলভেট বিপ্লব (Velvet Revolution) সংঘটিত হয় ১৯৮৯ সালের নভেম্বর-ডিসেম্বরে চেকোস্লোভাকিয়ায় (বর্তমানে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া) এবং এটি ৪০ বছরের বেশি সময় ধরে চলা কমিউনিস্ট শাসনের অবসান ঘটায়। এই বিপ্লবকে Gentle Revolution ও বলা হয়।
মূল তথ্য:
-
১৬ নভেম্বর: ব্রাটিস্লাভায় ছাত্ররা শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেয়
-
১৭ নভেম্বর: প্রাগে ছাত্র মিছিল, যা ৫০ বছর আগে জার্মান অধিকৃত প্রাগের ছাত্র বিক্ষোভকে স্মরণে অনুষ্ঠিত হয়; পুলিশ ছাত্রদের নৃশংসভাবে দমন করে
-
আন্দোলনের নেতৃত্ব দেয় "সিভিক ফোরাম"
-
২৭ নভেম্বর: সাধারণ ধর্মঘটের মাধ্যমে জনগণ মুক্ত নির্বাচন এবং একদলীয় শাসনের অবসান দাবি করে
-
১০ ডিসেম্বর ১৯৮৯: প্রেসিডেন্ট গুস্তাভ হুসাক পদত্যাগ করেন
-
২৯ ডিসেম্বর ১৯৮৯: ভ্যাক্লাভ হাভেল (Václav Havel) অন্তর্বর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হন
-
জুলাই ১৯৯০: হাভেল চেকোস্লোভাকিয়ার প্রথম noncommunist নেতা হন
অন্যান্য শান্তিপূর্ণ বা জনপ্রতিবাদী বিপ্লবের উদাহরণ:
-
রোজ বিপ্লব: জর্জিয়া, ২০০৩, নির্বাচনী কারচুপির প্রতিবাদে
-
জেসমিন বিপ্লব: তিউনিশিয়া, ২০১১, স্বৈরশাসনের বিরুদ্ধে
-
টিউলিপ বিপ্লব: কিরগিজস্তান, ২০০৫, নির্বাচনী কারচুপির প্রতিবাদে
উৎস:

0
Updated: 2 days ago