কোন দেশ CTBT-তে স্বাক্ষর করেছে কিন্তু অনুমোদন করেনি?
A
চীন
B
যুক্তরাষ্ট্র
C
ইরান
D
বর্ণিত সবগুলো
উত্তরের বিবরণ
CTBT হলো Comprehensive Nuclear Test Ban Treaty, যা সামরিক ও বেসামরিক সকল পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ করে। চুক্তিটি জাতিসংঘ সাধারণ পরিষদে ১০ সেপ্টেম্বর, ১৯৯৬-এ গ্রহণ করা হয় এবং স্বাক্ষরিত হয় ২৪ সেপ্টেম্বর, ১৯৯৬-এ। বর্তমানে ১৮৭টি দেশ স্বাক্ষর করেছে এবং এর মধ্যে ১৭৮টি দেশ অনুমোদন দিয়েছে। চুক্তির বাস্তবায়ন সংস্থা হলো CTBTO (Comprehensive Nuclear-Test-Ban Treaty Organization), যার সদর দপ্তর ভিয়েনা, অস্ট্রিয়া-তে অবস্থিত।
-
৯টি দেশ চুক্তিতে স্বাক্ষর করেছে কিন্তু অনুমোদন দেননি: চীন, মিশর, ইরান, ইসরায়েল, নেপাল, রাশিয়া, সোমালিয়া, যুক্তরাষ্ট্র, ইয়েমেন
উৎস:
0
Updated: 1 month ago
কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডেটন শান্তি চুক্তির মধ্যস্থতাকারী ছিলেন?
Created: 1 month ago
A
বিল ক্লিনটন
B
রোনাল্ড রিগ্যান
C
জিমি কার্টার
D
জর্জ এইচ. ডব্লিউ. বুশ
ডেটন শান্তি চুক্তি (Dayton Peace Agreement) হলো বসনিয়া সংকট সমাধানের উদ্দেশ্যে স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক চুক্তি, যা বসনিয়া ও হার্জেগোভিনার শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ডেটন শান্তি চুক্তি সম্পর্কিত তথ্য:
-
পূর্ণনাম: General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina
-
খসড়া প্রস্তুত: ২১ নভেম্বর, ১৯৯৫, যুক্তরাষ্ট্রের ওহায়ো অঙ্গরাজ্যের ডেটন শহরের বিমানঘাটিতে।
-
চুক্তি স্বাক্ষরের তারিখ: ১৪ ডিসেম্বর, ১৯৯৫, স্থান: প্যারিস, ফ্রান্স।
-
চুক্তির পক্ষসমূহ: বসনিয়া, ক্রোয়েশিয়া ও সার্বিয়া
-
চুক্তি স্বাক্ষরকারী নেতৃবৃন্দ:
১. বসনিয়ার পক্ষে: প্রেসিডেন্ট আলিজা ইজটবেগোভিচ
২. ক্রোয়েশিয়ার পক্ষে: প্রেসিডেন্ট ফ্রাঞ্জো টুডম্যান
৩. সার্বিয়ার পক্ষে: স্লোভাদান মিলোসোভিচ -
মধ্যস্থতাকারী: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়ারেন ক্রিস্টোফার
-
প্রধান শান্তি আলোচক: রিচার্ড হলব্রোক
-
চুক্তি স্বাক্ষরের স্থান ও নামকরণ: চুক্তি ডেটনে খসড়া প্রণীত হওয়ায় এটিকে ডেটন শান্তি চুক্তি বলা হয়।
0
Updated: 1 month ago
আয়তনে দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম দেশ কোনটি?
Created: 2 months ago
A
সুরিনাম
B
চিলি
C
পেরু
D
বলিভিয়া
দক্ষিণ আমেরিকা (South America) সম্পর্কে তথ্য
-
আয়তন ও আকৃতি:
-
দক্ষিণ আমেরিকা হলো চতুর্থ বৃহত্তম মহাদেশ।
-
মহাদেশের আকৃতি ত্রিকোণাকৃতি।
-
-
প্রধান শিখর ও নদী:
-
সর্বোচ্চ স্থান: আকাঙ্কাগুয়া
-
দীর্ঘতম ও পৃথিবীর প্রশস্ততম নদী: আমাজান
-
-
দেশ ও দ্বীপপুঞ্জ:
-
মোট ১২টি স্বাধীন দেশ রয়েছে।
-
আয়তনে বৃহত্তম দেশ: ব্রাজিল
-
আয়তনে ক্ষুদ্রতম দেশ: সুরিনাম
-
ফকল্যান্ড দ্বীপ মহাদেশের অন্তর্গত।
-
-
অন্যান্য বৈশিষ্ট্য:
-
ইকুয়েডরকে ‘চির বসন্তের দেশ’ বলা হয়।
-
নিরক্ষরেখা মহাদেশটির উপর দিয়ে অতিক্রম করেছে।
-
তথ্যসূত্র: Worldatlas.com & Britannica.com
0
Updated: 2 months ago
মার্কিন গৃহযুদ্ধের সময় কে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন?
Created: 2 months ago
A
ইউলিসিস এস. গ্রান্ট
B
জন টাইলার
C
আব্রাহাম লিংকন
D
টমাস জেফারসন
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আব্রাহাম লিংকন
মার্কিন যুক্তরাষ্ট্র
সাম্রাজ্যের পতন
মার্কিন গৃহযুদ্ধ (American Civil War)
-
সংজ্ঞা: যুক্তরাষ্ট্রের দক্ষিণের ১১টি রাজ্য ও বাকি যুক্তরাষ্ট্রের রাজ্যগুলোর মধ্যে সংঘটিত যুদ্ধ ইতিহাসে "আমেরিকার গৃহযুদ্ধ" নামে পরিচিত।
-
সময়কাল: ১২ এপ্রিল, ১৮৬১ – ২৬ মে, ১৮৬৫ (মোট প্রায় ৪ বছর)।
-
রাষ্ট্রপতি: আব্রাহাম লিংকন (১৬তম রাষ্ট্রপতি, দায়িত্বকাল: ১৮৬১ – ১৮৬৫, মৃত্যুর আগ পর্যন্ত)।
যুদ্ধের মূল কারণ
-
দাসপ্রথা নিয়ে উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যে তীব্র মতবিরোধ।
-
উত্তরাঞ্চল: দাসপ্রথা বিলোপের পক্ষে।
-
দক্ষিণাঞ্চল: অর্থনীতির জন্য দাসপ্রথার উপর নির্ভরশীল।
-
১৮৬০ সালে দাসপ্রথাবিরোধী রিপাবলিকান নেতা আব্রাহাম লিংকনের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর দক্ষিণের ১১টি রাজ্য যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়।
-
প্রশ্ন ছিল—দক্ষিণাঞ্চল কি স্বাধীনভাবে দাসপ্রথা চালিয়ে যেতে পারবে, নাকি কেন্দ্রীয় সরকারের নীতি মানতে বাধ্য হবে।
গুরুত্বপূর্ণ ঘটনা
-
১৮৬১: সাউথ ক্যারোলিনার ফোর্ট সামটার (Fort Sumter) আক্রমণের মাধ্যমে গৃহযুদ্ধের সূচনা।
-
১৮৬৩: আব্রাহাম লিংকনের Emancipation Proclamation—কনফেডারেট রাজ্যগুলোতে দাসদের মুক্ত ঘোষণা করা হয়। এর ফলে যুদ্ধের লক্ষ্য দাসপ্রথা বিলোপের দিকে মোড় নেয়।
-
১৮৬৫ (এপ্রিল): ভার্জিনিয়ার Appomattox Court House-এ কনফেডারেট জেনারেল রবার্ট ই. লি ইউনিয়ন জেনারেল ইউলিসিস এস. গ্রান্টের কাছে আত্মসমর্পণ করেন। এর মাধ্যমে যুদ্ধ কার্যত সমাপ্ত হয়।
উৎস:
i) Encyclopaedia Britannica
ii) BBC
0
Updated: 2 months ago