• অর্থতত্ত্ব:
ব্যাকরণের সেই অংশ যা শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করে, তাকে অর্থতত্ত্ব বা বাগার্থতত্ত্ব বলা হয়।
আলোচ্য বিষয়:
-
বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা
-
শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা
বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়,বাগধারা প্রভৃতি, ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
A
ধ্বনিতত্ত্ব
B
রূপতত্ত্ব
C
বাক্যতত্ত্ব
D
অর্থতত্ত্ব
উত্তরের বিবরণ
অর্থতত্ত্ব হলো ব্যাকরণের সেই শাখা যেখানে শব্দ, বর্গ এবং বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়। একে বাগর্থতত্ত্বও বলা হয়।
অর্থতত্ত্বের বিষয়বস্তু:
বিপরীত শব্দ, প্রতিশব্দ
শব্দজোড়
বাগধারা
শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা
অন্য ব্যাকরণের শাখা ও আলোচ্য বিষয়:
ধ্বনিতত্ত্ব:
বাগ্যন্ত্র এবং বাগ্যন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া
ধ্বনির বিন্যাস
স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য
ধ্বনিদল
রূপতত্ত্ব:
বিশেষ্য, সর্বনাম, বিশেষণ
ক্রিয়া, ক্রিয়াবিশেষণ
শব্দগঠন প্রক্রিয়া
বাক্যতত্ত্ব:
কারক বিশ্লেষণ
বাক্যের যোগ্যতা
বাক্যের উপাদান লোপ
যতিচিহ্ন
0
Updated: 18 hours ago
ব্যাকরণের আলোচ্য বিষয়গুলোর মধ্যে কোনটিকে 'বাগর্থতত্ত্ব' বলা হয়?
Created: 4 weeks ago
A
ধ্বনিতত্ত্ব
B
রূপতত্ত্ব
C
বাক্যতত্ত্ব
D
অর্থতত্ত্ব
0
Updated: 4 weeks ago
'স্বভাবের পরিবর্তন সম্ভব নয়' অর্থ প্রকাশে ব্যবহৃত প্রবাদ কোনটি?
Created: 2 days ago
A
এঁটোপাত না যায় স্বর্গে
B
এক মাঘে শীত যায় না
C
কয়লা ধুলে ময়লা যায় না
D
ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে
কয়লা ধুলে ময়লা যায় না' প্রবাদের অর্থ হলো স্বভাবের পরিবর্তন সম্ভব নয়। এর পাশাপাশি আরও কিছু প্রবাদ রয়েছে যেগুলোর ভিন্ন অর্থ প্রকাশ করে।
এঁটোপাত না যায় স্বর্গে: পরমুখাপেক্ষীর সমৃদ্ধি সম্ভর হয় না
এক মাঘে শীত যায় না: বিপদ বা প্রতিকূল অবস্থা সব সময় থাকে না
ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে: দুর্ভাগ্য সর্বত্রগামী
উৎস:
0
Updated: 2 days ago
বাক্যের ব্যঞ্জনা নিয়ে ব্যাকরণের কোন অংশে আলোচনা থাকে?
Created: 4 weeks ago
A
বাক্যতত্ত্বে
B
রূপতত্ত্বে
C
ধ্বনিতত্ত্বে
D
অর্থতত্ত্বে
0
Updated: 4 weeks ago