নিচের কোনটি কাজী নজরুল ইসলাম রচিত প্রথম উপন্যাস?
A
ব্যথার দান
B
কুহেলিকা
C
মৃত্যু-ক্ষুধা
D
বাঁধন-হারা
উত্তরের বিবরণ
‘বাঁধন-হারা’ কাজী নজরুল ইসলাম রচিত প্রথম উপন্যাস, যা বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস হিসেবেও পরিচিত। এটি ধারাবাহিকভাবে মুসলিম ভারত পত্রিকায় প্রকাশিত হয় এবং ১৩৩৪ বঙ্গাব্দে গ্রন্থাকারে প্রকাশিত হয়। উপন্যাসের মূল চরিত্রগুলোর মধ্যে রয়েছে নুরু, রবিউল, রাবেয়া, সােফিয়া, মাহবুবা প্রমুখ।
কাজী নজরুল ইসলাম:
-
জন্ম: ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯), বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে।
-
ডাক নাম: দুখু মিয়া
-
বাংলা সাহিত্যের ইতিহাসে পরিচিত ‘বিদ্রোহী কবি’ হিসেবে এবং আধুনিক বাংলা গানে ‘বুলবুল’ নামে খ্যাত।
তাঁর রচিত উপন্যাস:
-
বাঁধন-হারা
-
কুহেলিকা
-
মৃত্যু-ক্ষুধা
বিখ্যাত কাব্যগ্রন্থ:
-
অগ্নিবীণা
-
বিষের বাঁশি
-
ভাঙার গান
-
সাম্যবাদী
-
সর্বহারা
-
ফণীমনসা
-
জিঞ্জির
-
প্রলয় শিখা
-
সন্ধ্যা
0
Updated: 1 month ago
কাজী নজরুল ইসলাম রচিত প্রথম নাট্যগ্রন্থ কোনটি?
Created: 5 months ago
A
ঝিলিমিলি
B
আলেয়া
C
পুতুলের বিয়ে
D
মধুমালা
ঝিলিমিলি (কাজী নজরুল ইসলাম রচিত নাট্যসংকলন)
‘ঝিলিমিলি’ হচ্ছে কাজী নজরুল ইসলামের প্রথম নাটকের সংকলন, যা ১৩৩৭ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে (১৯৩০ খ্রিস্টাব্দ) গ্রন্থাকারে প্রকাশিত হয়। এই সংকলনে তিনটি নাটক অন্তর্ভুক্ত রয়েছে:
-
ঝিলিমিলি
-
সেতুবন্ধ
-
শিল্পী
কাজী নজরুল ইসলাম রচিত অন্যান্য উল্লেখযোগ্য নাটকসমূহ:
-
আলেয়া
-
পুতুলের বিয়ে (কিশোর নাটক)
-
মধুমালা (গীতিনাট্য)
-
ঝড় (কিশোর কাব্য-নাটক)
-
পিলে পটকা পুতুলের বিয়ে (কিশোর কাব্য-নাটক)
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
0
Updated: 5 months ago
কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস?
Created: 2 months ago
A
রিক্তের বেদন
B
সর্বহারা
C
আলেয়া
D
কুহেলিকা
কাজী নজরুল ইসলাম রচিত কিছু গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম
উপন্যাস:
-
কাজী নজরুল ইসলামের উপন্যাসের মধ্যে রয়েছে ‘বাঁধনহারা’, ‘মৃত্যুক্ষুধা’ এবং ‘কুহেলিকা’।
-
‘কুহেলিকা’ উপন্যাসের মূল তথ্য:
-
প্রথম প্রকাশিত: ১৯৩৪ বঙ্গাব্দে নওরোজ পত্রিকায় ধারাবাহিকভাবে।
-
গ্রন্থাকারে প্রকাশ: ১৩৩৮ বঙ্গাব্দ (১৯৩১ খ্রিস্টাব্দ)।
-
রাজনৈতিক ও সামাজিক প্রসঙ্গের ওপর বড় ক্যানভাসে লেখা।
-
নায়ক: জাহাঙ্গীর।
-
প্রসিদ্ধ উক্তি:
“ইহারা মায়াবিনীর জাত। ইহারা সকল কল্যাণের পথে মায়াজাল পাতিয়া রাখিয়াছে। ইহারা গহন পথের কণ্টক, রাজপথের দস্যু।”
-
অন্যান্য সাহিত্যকর্ম:
-
‘আলেয়া’ – কাজী নজরুল ইসলামের গীতিনাট্য।
-
‘সর্বহারা’ – ১৯২৬ সালে প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
-
‘রিক্তের বেদন’ – নজরুলের দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
0
Updated: 2 months ago
কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ কোনটি?
Created: 1 month ago
A
পদ্মাবতী
B
যুগবাণী
C
পঞ্চভূত
D
কালান্তর
‘যুগবাণী’ হলো কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সংকলন, যা মূলত ‘নবযুগ’ পত্রিকায় প্রকাশিত কয়েকটি প্রবন্ধের সমাহার। এই প্রবন্ধগ্রন্থ বাজেয়াপ্ত হয় ২৩ নভেম্বর ১৯২২ সালে এবং একই দিনে নজরুলকে কুমিল্লা থেকে গ্রেফতার করে কলকাতায় আনা হয়। বিচারাধীন বন্দি হিসেবে ১৯২৩ সালের ৭ জানুয়ারি নজরুল চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট সুইনহোর আদালতে আত্মপক্ষ সমর্থন করে জবানবন্দী প্রদান করেন, যা ‘রাজবন্দীর জবানবন্দী’ নামে বাংলা সাহিত্যে ইতিহাস এবং সাহিত্যিক মর্যাদা লাভ করেছে। ১৬ জানুয়ারি বিচারের রায়ে তিনি এক বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন।
কাজী নজরুল ইসলামের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত:
-
জন্ম: ১১ই জ্যৈষ্ঠ ১৩০৬, চুরুলিয়া গ্রাম, আসানসোল, ভারত।
-
ছেলেবেলায় লেটো গানের দলে যোগদান।
-
বর্ধমান ও ময়মনসিংহের ত্রিশাল থানার দরিরামপুর হাই স্কুলে লেখাপড়া।
-
১৯১৭ সালে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান ও করাচিতে কর্মরত।
-
বিদ্রোহী কবি হিসেবে পরিচিত।
-
চল্লিশ বছর বয়সে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারান।
-
বাংলাদেশ প্রতিষ্ঠার পর অসুস্থ কবিকে ঢাকায় আনা হয় এবং তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়।
-
স্বাধীন বাংলাদেশের জাতীয় কবি হিসেবে মর্যাদা লাভ।
কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য প্রবন্ধ-গ্রন্থসমূহ:
-
তুর্কমহিলার ঘোমটা খোলা
-
রাজবন্দীর জবানবন্দী
-
যুগবাণী
-
রুদ্রমঙ্গল
-
দুর্দিনের যাত্রী
অন্যান্য প্রবন্ধকার:
-
রবীন্দ্রনাথ ঠাকুর: কালান্তর, পঞ্চভূত
-
আবদুল করিম সাহিত্য বিশারদ: পদ্মাবতী
0
Updated: 1 month ago