নিচের কোনটি কাজী নজরুল ইসলাম রচিত প্রথম উপন্যাস?
A
ব্যথার দান
B
কুহেলিকা
C
মৃত্যু-ক্ষুধা
D
বাঁধন-হারা
উত্তরের বিবরণ
‘বাঁধন-হারা’ কাজী নজরুল ইসলাম রচিত প্রথম উপন্যাস, যা বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস হিসেবেও পরিচিত। এটি ধারাবাহিকভাবে মুসলিম ভারত পত্রিকায় প্রকাশিত হয় এবং ১৩৩৪ বঙ্গাব্দে গ্রন্থাকারে প্রকাশিত হয়। উপন্যাসের মূল চরিত্রগুলোর মধ্যে রয়েছে নুরু, রবিউল, রাবেয়া, সােফিয়া, মাহবুবা প্রমুখ।
কাজী নজরুল ইসলাম:
-
জন্ম: ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯), বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে।
-
ডাক নাম: দুখু মিয়া
-
বাংলা সাহিত্যের ইতিহাসে পরিচিত ‘বিদ্রোহী কবি’ হিসেবে এবং আধুনিক বাংলা গানে ‘বুলবুল’ নামে খ্যাত।
তাঁর রচিত উপন্যাস:
-
বাঁধন-হারা
-
কুহেলিকা
-
মৃত্যু-ক্ষুধা
বিখ্যাত কাব্যগ্রন্থ:
-
অগ্নিবীণা
-
বিষের বাঁশি
-
ভাঙার গান
-
সাম্যবাদী
-
সর্বহারা
-
ফণীমনসা
-
জিঞ্জির
-
প্রলয় শিখা
-
সন্ধ্যা

0
Updated: 19 hours ago
বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস কোনটি?
Created: 1 week ago
A
যোগাযোগ
B
বাঁধন-হারা
C
ছিন্নপত্র
D
প্রিয়তমাসু
‘বাঁধন-হারা’ হলো বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস, রচিত কাজী নজরুল ইসলামের দ্বারা।
উপন্যাস সম্পর্কে তথ্য:
-
রচনার সাল: ১৯২৭
-
প্রথম পত্রোপন্যাস হিসেবে পরিচিত
-
উপন্যাসে মোট ১৮টি পত্র রয়েছে
-
রচনা শুরু হয় কাজী নজরুল ইসলামের করাচী অবস্থানের সময়
-
ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ‘মোসলেম ভারত’ পত্রিকায়
-
নায়ক: নুরুল হুদা
-
অন্যান্য চরিত্র: রবিউল, রাবেয়া, সোফিয়া, মাহবুবা প্রমুখ
অন্য সাহিত্যকর্ম:
-
‘বীরাঙ্গনা কাব্য’: মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্রকাব্য
-
‘ছিন্নপত্র’: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পত্র সংকলন
-
রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস: যোগাযোগ

0
Updated: 1 week ago
'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের সংকলিত কবিতা নয় কোনটি?
Created: 3 weeks ago
A
প্রলয়োল্লাস
B
ধূমকেতু
C
বিদ্রোহী
D
অগ্রপথিক
বাখ্যা:
-
‘অগ্নিবীণা’ হলো কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
-
এই কাব্যের জনপ্রিয় কবিতা হলো ‘বিদ্রোহী’, যার জন্য তিনি ‘বিদ্রোহী কবি’ হিসেবে খ্যাত হন।
-
কাব্যগ্রন্থটির প্রথম কবিতা: প্রলয়োল্লাস।
-
অগ্নিবীণা কাব্যগ্রন্থটি উৎসর্গ করা হয়েছে বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ-কে।
কাব্যের কবিতাসমূহ (মোট ১২টি):
১. প্রলয়োল্লাস
২. বিদ্রোহী
৩. রক্তাম্বর-ধারিণী মা
৪. আগমণী
৫. ধূমকেতু
৬. কামাল পাশা
৭. আনোয়ার
৮. রণভেরী
৯. শাত-ইল-আরব
১০. খেয়াপারের তরণী
১১. কোরবানী
১২. মহররম
-
অন্যদিকে, ‘অগ্রপথিক’ কবিতা কাজী নজরুল ইসলামের ‘জিঞ্জির’ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
কাজী নজরুল ইসলাম:
-
বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতির অন্যতম প্রধান ব্যক্তিত্ব।
-
জন্ম: ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯), চুরুলিয়া, বর্ধমান।
-
ডাক নাম: ‘দুখু মিয়া’।
-
বাংলা সাহিত্যে খ্যাত: ‘বিদ্রোহী কবি’।
-
আধুনিক বাংলা গানের জগতে পরিচিত: ‘বুলবুল’।
সুতরাং, অগ্নিবীণা কাব্যগ্রন্থের মাধ্যমে নজরুল ইসলামের বিদ্রোহী ও বিপ্লবী সাহিত্যিক প্রতিভা প্রকাশ পায়।

0
Updated: 3 weeks ago
কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন -
Created: 1 month ago
A
২৪ মে, ১৮৯৯
B
২০ মার্চ, ১৮৮৯
C
২৬ সেপ্টেম্বর, ১৮৯৯
D
১৫ ডিসেম্বর, ১৮৯৯
কাজী নজরুল ইসলাম
-
জাতীয় পরিচয়: বাংলাদেশের জাতীয় কবি; অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতিতে প্রধান ব্যক্তিত্ব
-
জন্ম: ১৩০৬ বঙ্গাব্দ, ১১ জ্যৈষ্ঠ (২৪ মে, ১৮৯৯), চুরুলিয়া, বর্ধমান, পশ্চিমবঙ্গ
-
খ্যাতি:
-
সাহিত্যে: ‘বিদ্রোহী কবি’
-
সঙ্গীতে: ‘বুলবুল’
-
-
বাংলাদেশে আসা ও নাগরিকত্ব:
-
১৯৭২ সালের ২৪ মে বাংলাদেশে সপরিবারে আনা হয়
-
১৯৭৬ সালের জানুয়ারিতে বাংলাদেশ সরকার নাগরিকত্ব প্রদান এবং ২১ ফেব্রুয়ারি ‘একুশে পদক’ প্রদান
-
-
মৃত্যু: ২৯ আগস্ট ১৯৭৬ (১২ ভাদ্র ১৩৮৩), পিজি হাসপাতাল, ঢাকা
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago