”নীল উপাধ্যায়” কোন লেখকের ছদ্মনাম?
A
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
B
সুনীল গঙ্গোপাধ্যায়
C
প্রমেন্দ্র মিত্র
D
দক্ষিনারঞ্জন মিত্রমজুমদার
উত্তরের বিবরণ
বাংলা সাহিত্যে অনেক লেখক বিভিন্ন কারণে ছদ্মনাম ব্যবহার করেছেন। ছদ্মনাম লেখকের স্বতন্ত্র পরিচয় বা নির্দিষ্ট সাহিত্যধারার জন্য প্রকাশিত রচনার সঙ্গে যুক্ত থাকে।
-
সুনীল গঙ্গোপাধ্যায় এর ছদ্মনাম: নীল উপাধ্যায়
-
তিনি আরও কয়েকটি ছদ্মনামে সাহিত্য রচনা করেছেন:
-
নীল লোহিত
-
নীল উপাধ্যায়
-
সনাতন পাঠক
-
অন্য লেখকদের ছদ্মনাম:
-
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় → কমলাকান্ত
-
প্রমেন্দ্র মিত্র → কৃত্তিবাস ভদ্র
-
হরিনাথ মজুমদার → কাঙাল হরিনাথ
-
দক্ষিনারঞ্জন মিত্রমজুমদার → দৃষ্টিহীন
0
Updated: 1 month ago
‘বীরবল' নিম্নোক্ত একজন লেখকের ছদ্মনাম-
Created: 4 months ago
A
প্রমথ চৌধুরী
B
ধূর্জটি প্রসাদ মুখোপাধ্যায়
C
সুধীন্দ্রনাথ দত্ত
D
নবীনচন্দ্র সেন
বাংলা সাহিত্যের অন্যতম পথিকৃৎ প্রমথ চৌধুরী ১৮৬৮ সালের ৭ আগস্ট ব্রিটিশ ভারতের যশোর জেলায় জন্মগ্রহণ করেন। সাহিত্যজগতে তিনি ‘বীরবল’ ছদ্মনামে লেখালেখি করতেন।
চলিত রীতির প্রবর্তন:
বাংলা গদ্যরীতিতে এক নতুন ধারা আনয়নকারী হিসেবে প্রমথ চৌধুরীর নাম চিরস্মরণীয়। ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রকাশিত ‘বীরবলের হালখাতা’ প্রবন্ধের মাধ্যমে তিনি প্রথমবারের মতো বাংলা গদ্যে চলিত রীতির সফল প্রয়োগ ঘটান।
সম্পাদনা কার্য:
তিনি বাংলা সাহিত্যের অন্যতম প্রভাবশালী পত্রিকা ‘সবুজপত্র’ সম্পাদনা করেন, যা তৎকালীন সাহিত্যজগতে এক বিপ্লব সৃষ্টি করেছিল।
কবিতায় অবদান:
প্রমথ চৌধুরী বাংলা কাব্য সাহিত্যে ইতালীয় সনেট ধারার সূচনা করেন। তার কবিতা সরলতা, সংযম ও বুদ্ধিদীপ্ততার অনন্য সংমিশ্রণ।
রচিত কাব্যগ্রন্থ:
-
সনেট পঞ্চাশৎ
-
পদচারণ
রচিত প্রবন্ধগ্রন্থ:
-
তেল নুন লকড়ি
-
বীরবলের হালখাতা
-
নানাকথা
-
আমাদের শিক্ষা
-
রায়তের কথা
-
নানাচর্চা
-
আত্মকথা
-
প্রবন্ধসংগ্রহ
📙 রচিত গল্পগ্রন্থ:
-
চার ইয়ারী কথা
-
আহুতি
-
নীল্লোহিত
উল্লেখযোগ্য দিক:
প্রমথ চৌধুরীর সাহিত্যকর্মে যেমন রয়েছে ভাষার স্বচ্ছন্দ ব্যবহার, তেমনি রয়েছে চিন্তার আধুনিকতা ও যুক্তিবাদিতা। তিনি বাংলা গদ্যের ভাষাশৈলীতে আধুনিকতার বাতিঘর হয়ে আজও দীপ্তিমান।
তথ্যসূত্র:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর
-
বাংলাপিডিয়া
0
Updated: 4 months ago
'বীরবল' ছদ্মনামে কে লিখতেন?
Created: 2 months ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
মুনীর চৌধুরী
C
সমরেশ বসু
D
প্রমথ চৌধুরী
প্রমথ চৌধুরী ‘বীরবল’ ছদ্মনামে লিখতেন।
প্রমথ চৌধুরী বাংলা ভাষা ও সাহিত্যে বিশেষ অবদান রেখেছেন। তিনি বাংলা ভাষার সাধু ও চলিত রূপের তুলনামূলক গবেষণা করেছেন এবং বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ছিলেন। তিনি বিদ্রূপাত্মক প্রবন্ধের মাধ্যমে সাহিত্যকে নতুন দিশা দেখিয়েছেন।
-
তাঁর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল।
-
‘বীরবলের হালখাতা’ প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয় ১৯০২ সালে ভারতী পত্রিকা-তে। এ রচনায় প্রথমবার চলিত গদ্যের রীতি ব্যবহার করা হয়।
-
বাংলা কাব্য সাহিত্যে তিনিই প্রথম ইতালীয় সনেট প্রবর্তন করেন।
-
তাঁর পরিচিত প্রবন্ধগ্রন্থের মধ্যে রয়েছে: নানা কথা, আমাদের শিক্ষা, রায়তের কথা, প্রবন্ধ সংগ্রহ, বীরবলের হালখাতা, তেল-নুন-লকড়ি।
-
গল্পগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য: চার ইয়ারী কথা, নীললোহিত, আহুতি।
সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
'সুনন্দ' কার ছদ্মনাম ছিল?
Created: 2 months ago
A
বিমল ঘোষ
B
রাজশেখর বসু
C
মোহিতলাল মজুমদার
D
নারায়ণ গঙ্গোপাধ্যায়
'সুনন্দ' হল নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম।
- জীবনের শেষ সময়ে তিনি সাপ্তাহিক দেশ পত্রিকায় 'সুনন্দ' ছদ্মনামে লিখতেন।
অন্যদের ছদ্মনাম:
-
রাজশেখর বসু – পরশুরাম
-
বিমল ঘোষ – মৌমাছি
-
মোহিতলাল মজুমদার – সত্যসুন্দর দাস
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago