”নীল উপাধ্যায়” কোন লেখকের ছদ্মনাম?
A
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
B
সুনীল গঙ্গোপাধ্যায়
C
প্রমেন্দ্র মিত্র
D
দক্ষিনারঞ্জন মিত্রমজুমদার
উত্তরের বিবরণ
বাংলা সাহিত্যে অনেক লেখক বিভিন্ন কারণে ছদ্মনাম ব্যবহার করেছেন। ছদ্মনাম লেখকের স্বতন্ত্র পরিচয় বা নির্দিষ্ট সাহিত্যধারার জন্য প্রকাশিত রচনার সঙ্গে যুক্ত থাকে।
-
সুনীল গঙ্গোপাধ্যায় এর ছদ্মনাম: নীল উপাধ্যায়
-
তিনি আরও কয়েকটি ছদ্মনামে সাহিত্য রচনা করেছেন:
-
নীল লোহিত
-
নীল উপাধ্যায়
-
সনাতন পাঠক
-
অন্য লেখকদের ছদ্মনাম:
-
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় → কমলাকান্ত
-
প্রমেন্দ্র মিত্র → কৃত্তিবাস ভদ্র
-
হরিনাথ মজুমদার → কাঙাল হরিনাথ
-
দক্ষিনারঞ্জন মিত্রমজুমদার → দৃষ্টিহীন

0
Updated: 18 hours ago
’হাবু শর্মা’ কার সাহিত্যিক ছদ্মনাম?
Created: 1 month ago
A
সৈয়দ মুজতবা আলী
B
সুভাষ মুখোপাধ্যায়
C
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
D
নারায়ণ গঙ্গোপাধ্যায়
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
-
সাহিত্যিক ছদ্মনাম: হাবু শর্মা
-
জন্ম: ২৩ জুলাই ১৮৯৮, বীরভূম জেলার লাভপুরে
-
তিনি ছিলেন কথাসাহিত্যিক ও রাজনীতিবিদ
-
প্রথম গল্প: ‘রসকলি’ (কল্লোল পত্রিকায় প্রকাশিত)
-
তাঁর লেখা প্রকাশিত হয়েছে কালিকলম, বঙ্গশ্রী, শনিবারের চিঠি, প্রবাসী, পরিচয় ইত্যাদি পত্রিকায়
-
শরৎচন্দ্রের পর অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক
-
গ্রন্থসংখ্যা: প্রায় ২০০
উল্লেখযোগ্য রচনা: চৈতালী ঘূর্ণি, জলসাঘর, ধাত্রীদেবতা, কালিন্দী, গণদেবতা, পঞ্চগ্রাম, কবি, হাঁসুলি বাঁকের উপকথা, আরোগ্য নিকেতন।

0
Updated: 1 month ago
'মজলুম আদিব' ছদ্মনামে লিখতেন কোন সাহিত্যিক?
Created: 2 weeks ago
A
শামসুদ্দীন আবুল কালাম
B
শওকত আলী
C
সৈয়দ শামসুল হক
D
শামসুর রাহমান
শামসুর রাহমান
-
জন্ম: ১৯২৯, পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলী। পৈত্রিক বাড়ি – ঢাকা জেলার রায়পুর থানার পাড়াতলী গ্রামে।
-
পিতৃনাম ও ডাকনাম: ডাক নাম ‘বাচ্চু’। মুক্তিযুদ্ধকালে লিখতেন ‘মজলুম আদিব’ ছদ্মনামে।
-
প্রারম্ভিক সাহিত্য জীবন:
-
আঠারো বছর বয়সে প্রথম কবিতা লেখা শুরু।
-
প্রথম কবিতা: উনিশ শ’উনপঞ্চাশ, প্রকাশিত নলিনীকিশোরগুহ সম্পাদিত সোনার বাংলা পত্রিকায়।
-
-
প্রকাশিত কাব্যগ্রন্থ:
-
১৯৬০: প্রথম কাব্য প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে।
-
কলকাতা থেকে বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় রূপালি স্নান প্রকাশিত, যা শামসুর রাহমানের আগমনী কবিতা হিসেবে বিবেচিত।
-
দ্বিতীয় কাব্যগ্রন্থ: রৌদ্র করোটিতে; এ জন্য আদমজী পুরস্কার পান, যা প্রদান করেন প্রেসিডেন্ট আইয়ুব খান।
-
-
সাংবাদিকতা জীবন:
-
১৯৫৭ সালে ইংরেজী দৈনিক মর্নিং নিউজ-এ সহসম্পাদক হিসেবে শুরু।
-
-
সামাজিক ও রাজনৈতিক প্রতিফলন:
-
১৯৭০ সালে প্রকাশিত কাব্য নিজ বাসভূমে, শহীদদের উদ্দেশ্যে উৎসর্গ।
-
উল্লেখযোগ্য কবিতা: বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা, ফেব্রুয়ারি ১৯৬৯, পুলিশ রিপোর্ট, হরতাল, এ লাশ আমরা রাখব কোথায়।
-
কবিতাগুলোর ছত্রে ছত্রে প্রতিফলিত আছে এক বিক্ষুব্ধ সময়ের ছাপ।
-
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago
কায়কোবাদের উপাধি কোনটি?
Created: 4 months ago
A
কাব্যভূষণ
B
হাবু শর্মা
C
কবিকঙ্কন
D
কবিকণ্ঠহার
কাজেম আল কোরায়েশী (ছদ্মনাম: কায়কোবাদ) এর উপাধি — কাব্যভূষণ
-
কায়কোবাদ ১৮৫৭ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে জন্মগ্রহণ করেন।
-
তাঁর প্রকৃত নাম মোহাম্মদ কাজেম আল কোরায়েশী।
-
'কায়কোবাদ' ছিল তার সাহিত্যিক ছদ্মনাম।
-
তিনি বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম সনেট ও মহাকাব্য রচয়িতা হিসেবে পরিচিত।
-
মাত্র তেরো বছর বয়সে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘বিরহবিলাপ’ প্রকাশিত হয়।
-
নিখিল ভারত সাহিত্য সংঘ কর্তৃক কায়কোবাদকে কাব্যভূষণ, বিদ্যাভূষণ ও সাহিত্যরত্ন উপাধিতে সম্মানিত করা হয়।
কায়কোবাদ-এর কাব্যগ্রন্থসমূহ:
-
কুসুমকানন
-
অশ্রুমালা
-
মহাশ্মশান
-
শিবমন্দির
-
অমিয়ধারা
-
শ্মশানভস্ম
-
মহরম শরীফ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 4 months ago