শিখা পত্রিকার প্রথম সংখ্যার সম্পাদক ছিলেন-
A
কাজী মোতাহার হোসেন
B
আবুল হুসেন
C
আবুল ফজল
D
মুন্সি আহমদ আলী
উত্তরের বিবরণ
শিখা ছিল মুসলিম সাহিত্য-সমাজের একটি গুরুত্বপূর্ণ মুখপত্র, যা বাংলা সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য।
-
শিখা প্রতিষ্ঠিত হয় ১৯২৬ সালে ঢাকায়, মুসলিম সাহিত্য-সমাজের মুখপত্র হিসেবে।
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও বাণিজ্য বিভাগের অধ্যাপক আবুল হুসেন ছিলেন এর প্রথম সংখ্যার সম্পাদক।
-
এটি বছরে একবার প্রকাশিত হতো।
-
প্রথম সংখ্যা প্রকাশিত হয় চৈত্র ১৩৩৩ (৮ এপ্রিল ১৯২৭ খ্রি.)।
-
পত্রিকাটি মুসলিম সাহিত্য-সমাজের পক্ষে আবদুল কাদির কর্তৃক মুসলিম হল থেকে প্রকাশিত হয় এবং মুন্সি আহমদ আলী কর্তৃক সাত রওজার (ঢাকা) ইসলামিয়া প্রেস থেকে মুদ্রিত হয়।
-
শিখার মোট পাঁচটি সংখ্যা প্রকাশিত হয়েছিল।
-
দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার সম্পাদক ছিলেন কাজী মোতাহার হোসেন।
-
প্রকাশকাল: আশ্বিন ১৩৩৫ (অক্টোবর ১৯২৮) ও ১৩৩৬ (১৯২৯)।
-
-
চতুর্থ ও পঞ্চম সংখ্যার সম্পাদক ছিলেন যথাক্রমে মোহাম্মদ আবদুর রশিদ ও আবুল ফজল।
-
প্রকাশকাল: ১৩৩৭ (১৯৩০) ও ১৩৩৮ (১৯৩১) বঙ্গাব্দ।
-
-
দ্বিতীয় থেকে পঞ্চম সংখ্যা প্রকাশ করেছিলেন সৈয়দ ইমামুল হোসেন, নবাবপুর (ঢাকা)-এর মডার্ন লাইব্রেরি থেকে।

0
Updated: 19 hours ago
কার সম্পাদনায় 'সংবাদ প্রভাকর' প্রথম প্রকাশিত হয়?
Created: 4 months ago
A
প্রমথনাথ চৌধুরী
B
ঈশ্বরচন্দ্র গুপ্ত
C
প্যারীচাঁদ মিত্র
D
দীনবন্ধু মিত্র
‘সংবাদ প্রভাকর’ ছিল বাংলা ভাষার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ পত্রিকা, যার প্রতিষ্ঠাতা ও প্রথম সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। তিনি ১৮৩১ সালে এটি সাপ্তাহিক পত্রিকা হিসেবে শুরু করেন।
যদিও এটি কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে গিয়েছিল, ১৮৩৬ সালে আবারও প্রকাশ শুরু হয় এবং ১৮৩৯ সালে এটি বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে।
এই পত্রিকাটি শুধু সংবাদ প্রচারের মাধ্যমেই সীমাবদ্ধ ছিল না; এর মাধ্যমে সাহিত্যচর্চার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রও গড়ে ওঠে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও দীনবন্ধু মিত্রের প্রাথমিক রচনাগুলি এই পত্রিকাতেই প্রথম প্রকাশিত হয়।
ঈশ্বরচন্দ্র গুপ্ত সংবাদ প্রভাকর ছাড়াও সংবাদ রত্নাবলী, পাষণ্ডপীড়ন এবং সংবাদ সাধুরঞ্জন নামক আরও কয়েকটি পত্রিকার সম্পাদনার কাজ করেছিলেন।
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
-
বাংলাপিডিয়া

0
Updated: 4 months ago
‘সওগাত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Created: 3 months ago
A
কাজী নজরুল ইসলাম
B
আবুল কালাম আজাদ
C
খান মুহাম্মদ মঈনুদ্দিন
D
মোহাম্মদ নাসিরুদ্দিন
‘সওগাত’ পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন
‘সওগাত’ পত্রিকা ১৩২৫ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে (১৯১৮ সালে) মোহাম্মদ নাসির উদ্দিনের সম্পাদনায় কলকাতা থেকে প্রকাশিত হতে শুরু করে। পত্রিকার অন্যতম প্রধান লেখক ছিলেন কাজী নজরুল ইসলাম। করাচিতে বেঙ্গল রেজিমেন্টে কর্মরত থাকাকালীন তিনি ‘বাউন্ডেলের আত্মকাহিনী’ শিরোনামে একটি ছোটগল্প সওগাতে পাঠান, যা তাঁর সওগাতে প্রকাশিত প্রথম লেখাটি ছিল।
‘সওগাত’-এর অন্যান্য উল্লেখযোগ্য লেখকরা হলেন:
-
বেগম রোকেয়া,
-
কাজী আবদুল ওদুদ,
-
আবুল কালাম শামসুদ্দীন,
-
আবুল মনসুর আহমদ এবং
-
আবুল ফজল।
এছাড়া, রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর ও সত্যেন্দ্রনাথ ঠাকুরও এই পত্রিকায় তাদের লেখনী প্রকাশ করেছেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

0
Updated: 3 months ago
হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম-
Created: 1 month ago
A
অবকাশ রঞ্জিকা
B
বিবিধার্য সংগ্রহ
C
কাব্য প্রকাশ
D
গ্রামবার্তা প্রকাশিকা
‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকা ও সম্পাদক কাঙাল হরিনাথ মজুমদার
-
সম্পাদক: কাঙাল হরিনাথ মজুমদার
-
প্রকাশকাল: উনিশ শতকের একটি গুরুত্বপূর্ণ মাসিক পত্রিকা
-
প্রথম প্রকাশ: ১৮৬৩ সালের এপ্রিল, কাঙাল হরিনাথ মজুমদারের সম্পাদনায়
-
প্রকাশের রূপান্তর:
-
প্রকাশের পরের বছর থেকে পাক্ষিক
-
১৮৭১ সাল থেকে সাপ্তাহিক
-
-
প্রকাশস্থান:
-
প্রথমে কলকাতার গিরিশ বিদ্যারত্ন প্রেস
-
১৮৬৪ সালে কুমারখালি থেকে প্রকাশিত
-
-
বিষয়বস্তু: সাহিত্য, দর্শন ও বিজ্ঞান সম্পর্কিত প্রবন্ধ
-
পরবর্তীতে: ১৮ বছর সম্পাদনার পর হরিনাথ সাংবাদিকতা ত্যাগ করে ধর্মচর্চায় মনোনিবেশ করেন
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago