A
নিউট্রন ও প্রোটন
B
ইলেক্ট্রন ও প্রোটন
C
নিউট্রন ও পজিট্রন
D
ইলেক্ট্রন ও পজিট্রন
উত্তরের বিবরণ
মৌলিক কণিকা
পরমাণু গঠনের জন্য যেসব অতিক্ষুদ্র কণিকা দায়ী, তাদেরকে মৌলিক কণিকা বলা হয়। প্রতিটি পরমাণু প্রধানত তিনটি মৌলিক কণিকা দ্বারা গঠিত—
১। ইলেকট্রন
২। প্রোটন
৩। নিউট্রন
পরমাণুর কেন্দ্রীয় অংশকে নিউক্লিয়াস বলা হয়, যেখানে প্রোটন ও নিউট্রন অবস্থান করে। অন্যদিকে, ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘূর্ণায়মান থাকে।
উৎস: রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়.

0
Updated: 2 weeks ago