CWC-এর লক্ষ্য কোন ধরনের অস্ত্র প্রতিরোধ করা?
A
পারমাণবিক অস্ত্র
B
রাসায়নিক অস্ত্র
C
জৈবিক অস্ত্র
D
স্থলমাইন
উত্তরের বিবরণ
Chemical Weapons Convention হলো একটি আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ চুক্তি, যা রাসায়নিক অস্ত্র নির্মাণ, মজুদ ও ব্যবহারের সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করে। চুক্তিটি স্বাক্ষরিত হয় ১৩ জানুয়ারি, ১৯৯৩ (প্যারিসে) এবং কার্যকর হয় ২৯ এপ্রিল, ১৯৯৭ থেকে। বর্তমানে এর মাধ্যমে ১৯৩টি দেশ সদস্য হিসেবে অংশগ্রহণ করছে।
-
চুক্তির নিয়ন্ত্রণকারী সংস্থা হলো Organisation for the Prohibition of Chemical Weapons (OPCW)
-
OPCW-এর সদর দপ্তর: দ্য হেগ, নেদারল্যান্ডস
-
মূল উদ্দেশ্য:
-
রাসায়নিক অস্ত্র নির্মাণ ও মজুদ নিষিদ্ধ করা
-
বিদ্যমান রাসায়নিক অস্ত্র ধ্বংস নিশ্চিত করা
-
রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রতিরোধ করা
-
শিল্পখাতে রাসায়নিকের শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা
-
উৎস:

0
Updated: 19 hours ago
কোন যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ডমিনো তত্ত্ব প্রয়োগ করেছিল?
Created: 2 days ago
A
উপসাগরীয় যুদ্ধ
B
আফগান যুদ্ধ
C
ভিয়েতনাম যুদ্ধ
D
কোরীয় যুদ্ধ
ডমিনো তত্ত্ব (Domino Theory)
-
প্রবর্তক: মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার
-
প্রথম ঘোষণা: ১৯৫৪ সালের ৭ এপ্রিল, এক সংবাদ সম্মেলনে
-
সারসংক্ষেপ: কোনো একটি রাষ্ট্রে যদি সমাজতন্ত্রীরা ক্ষমতাসীন হয়, তবে পাশের রাষ্ট্রগুলোও দ্রুত সমাজতন্ত্রীদের দখলে চলে যেতে পারে; অর্থাৎ রাষ্ট্রগুলো “ডমিনো শৈলীতে” পতিত হবে।
-
প্রয়োগ ক্ষেত্র: দক্ষিণ-পূর্ব এশিয়া, বিশেষ করে ভিয়েতনাম যুদ্ধ এবং শীতল যুদ্ধের সময়
-
যুক্তরাষ্ট্রের ভূমিকা: এন্টি-কমিউনিস্ট দক্ষিণ ভিয়েতনাম সরকারকে সহায়তা প্রদান
-
প্রচলনের সময়কাল: ১৯৫০–১৯৮৯ সাল পর্যন্ত
সূত্র:

0
Updated: 2 days ago
নিম্নোক্ত কোন শহরে ICSID এর সদর দপ্তর অবস্থিত?
Created: 1 day ago
A
নিউ ইয়র্ক
B
রোম
C
লিও
D
ওয়াশিংটন ডিসি
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ও কৃষির টেকসই উন্নয়নে কাজ করে। ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি কৃষি, খাদ্য উৎপাদন এবং পুষ্টি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
-
প্রতিষ্ঠা সাল: ১৯৪৫
-
সদরদপ্তর: ইতালির রাজধানী রোম
-
বর্তমান মহাপরিচালক: চীনের কু ডংগিউ
-
সদস্য সংখ্যা: বর্তমানে ১৯৪টি দেশ
-
বিশেষ সদস্য: সংগঠন হিসেবে ইউরোপীয়ান ইউনিয়ন
-
বিশ্ব খাদ্য দিবস: সংস্থার প্রতিষ্ঠা দিবস ১৬ অক্টোবর প্রতি বছর বিশ্ব খাদ্য দিবস হিসেবে পালিত হয়
-
বাংলাদেশের সদস্যপদ: বাংলাদেশ ১৯৭৩ সালে FAO এর সদস্যপদ লাভ করে

0
Updated: 1 day ago
বিশ্বের সবচেয়ে গভীরতম হ্রদ-
Created: 9 hours ago
A
টাঙ্গানিকা হ্রদ
B
সুপিরিয়র হ্রদ
C
বৈকাল হ্রদ
D
ভিক্টোরিয়া হ্রদ
বৈকাল
হ্রদ:
- যা দক্ষিণ সাইবেরিয়ার বুরিয়াত প্রজাতন্ত্র ও ইরকুতস্ক ওব্লাস্ট-এর মধ্যবর্তী এলাকায়
অবস্থিত।
- বিশ্বের বৃহত্তম মিঠা পানির হ্রদ
হিসেবে এটি খ্যাত।
- যা আয়তনের দিক থেকে নয়
বরং পানির পরিমাণ বা আয়তন (volume) অনুসারে
প্রথম।
- পৃথিবীর মোট ভূপৃষ্ঠের কমপক্ষে
২২% মিঠা পানি এই
হ্রদে সংরক্ষিত।
- উত্তর আমেরিকার সমস্ত গ্রেট লেকসের পানির পরিমাণ একত্র করলেও তা লেক বাইকাল
পূর্ণ করতে পারে -
- বৈকাল হ্রদ সবচেয়ে গভীরতম হ্রদ।
- এটি বিশ্বের অন্যতম স্বচ্ছ (clearest) হ্রদ হিসেবেও পরিচিত।
অপরদিকে,
- ভিক্টোরিয়া হ্রদ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বিশুদ্ধ পানির আধার।
- টাঙ্গানিকা হ্রদ: এটি বিশ্বের দীর্ঘতম স্বাদু পানির হ্রদ।
- সুপিরিয়র হ্রদ উত্তর আমেরিকার সর্ববৃহৎ হ্রদ।

0
Updated: 9 hours ago