CWC-এর লক্ষ্য কোন ধরনের অস্ত্র প্রতিরোধ করা?
A
পারমাণবিক অস্ত্র
B
রাসায়নিক অস্ত্র
C
জৈবিক অস্ত্র
D
স্থলমাইন
উত্তরের বিবরণ
Chemical Weapons Convention হলো একটি আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ চুক্তি, যা রাসায়নিক অস্ত্র নির্মাণ, মজুদ ও ব্যবহারের সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করে। চুক্তিটি স্বাক্ষরিত হয় ১৩ জানুয়ারি, ১৯৯৩ (প্যারিসে) এবং কার্যকর হয় ২৯ এপ্রিল, ১৯৯৭ থেকে। বর্তমানে এর মাধ্যমে ১৯৩টি দেশ সদস্য হিসেবে অংশগ্রহণ করছে।
-
চুক্তির নিয়ন্ত্রণকারী সংস্থা হলো Organisation for the Prohibition of Chemical Weapons (OPCW)
-
OPCW-এর সদর দপ্তর: দ্য হেগ, নেদারল্যান্ডস
-
মূল উদ্দেশ্য:
-
রাসায়নিক অস্ত্র নির্মাণ ও মজুদ নিষিদ্ধ করা
-
বিদ্যমান রাসায়নিক অস্ত্র ধ্বংস নিশ্চিত করা
-
রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রতিরোধ করা
-
শিল্পখাতে রাসায়নিকের শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা
-
উৎস:
0
Updated: 1 month ago
’সাদা হাতির দেশ’ বলা হয়-
Created: 2 months ago
A
শ্রীলঙ্কা
B
থাইল্যান্ড
C
নিউজিল্যান্ড
D
বাহারাইন
ভৌগলিক উপনাম ও তাদের দেশসমূহ
সাদা হাতির দেশ: থাইল্যান্ড
সাদা হাতি থাইল্যান্ডে পবিত্র, রাজকীয় ও সৌভাগ্যের প্রতীক।
ধর্ম, ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক।
সোনালী প্যাগোডার দেশ: মিয়ানমার
লিলি ফুলের দেশ: কানাডা
ক্যাঙ্গারুর দেশ: অস্ট্রেলিয়া
সিল্ক রুটের দেশ: ইরান
মার্বেলের দেশ: ইতালি
উৎস: Britannica
0
Updated: 2 months ago
BENELUX এর সদর দপ্তর-
Created: 2 months ago
A
ব্রাসেলস, বেলজিয়াম
B
লুক্সেমবার্গ সিটি, লুক্সেমবার্গ
C
আমস্টারডাম, নেদারল্যান্ডস
D
জেনেভা, সুইজারল্যান্ড
BENELUX
-
পূর্ণরূপ: Belgium, Netherlands and Luxembourg
-
প্রকার: পশ্চিম ইউরোপের তিনটি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগী সংগঠন
-
চুক্তি স্বাক্ষরিত: ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮
-
চুক্তি কার্যকর: ১৯৬০
-
লক্ষ্য ও বৈশিষ্ট্য:
-
প্রথম সম্পূর্ণ বিনামূল্যে আন্তর্জাতিক শ্রমবাজারের প্রবর্তক
-
অর্থনৈতিক ও রাজনৈতিক সমন্বয় বৃদ্ধি
-
-
সদস্য দেশ:
-
বেলজিয়াম
-
নেদারল্যান্ডস
-
লুক্সেমবার্গ
-
-
সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম
উৎস: BENELUX ওয়েবসাইট
0
Updated: 2 months ago
ক্রিমিয়ার যুদ্ধে বিজয়ী হয় -
Created: 1 month ago
A
অটোমান সাম্রাজ্য
B
ফ্রান্স
C
ব্রিটেন
D
উপরের সবগুলো
ক্রিমিয়ার যুদ্ধ চলেছিল ১৮৫৩ থেকে ১৮৫৬ সাল পর্যন্ত। এই যুদ্ধ রাশিয়ার এবং তুরস্ক (অটোমান সাম্রাজ্য)-এর মিত্রশক্তি ব্রিটেন, ফ্রান্স ও সারডিনিয়া-এর মধ্যে সংঘটিত হয়।
যুদ্ধের মূল তথ্য:
-
১৮৫৩ সালে রাশিয়া ইউরোপের তুর্কি এলাকায় আক্রমণ চালায়, যা যুদ্ধের সূচনা।
-
রাশিয়ার উদ্দেশ্য ছিল দারদানেলিস প্রণালীতে যুদ্ধ জাহাজ চলাচলের অধিকার প্রতিষ্ঠা এবং তুরস্কের খ্রিস্টানদের রক্ষা করার অজুহাত দেখানো।
-
তুরস্কের সহায়তায় ব্রিটেন ও ফ্রান্স যুদ্ধের মধ্যে প্রবেশ করে।
-
যুদ্ধের সমাপ্তি ঘটে ১৮৫৬ সালে প্যারিস চুক্তি স্বাক্ষরের মাধ্যমে।
-
এই যুদ্ধে রাশিয়া পরাজিত হয় এবং বিজয়ী হয় ফ্রান্স, ব্রিটেন ও অটোমান সাম্রাজ্য।
উৎস:
0
Updated: 1 month ago