Biological Weapons Convention (BWC) কত সালে কার্যকর হয়?
A
১৯৭২ সালে
B
১৯৭৩ সালে
C
১৯৭৪ সালে
D
১৯৭৫ সালে
উত্তরের বিবরণ
Biological Weapons Convention (BWC) হলো একটি আইনত বাধ্যতামূলক চুক্তি, যা জৈবিক অস্ত্রের উন্নয়ন, উৎপাদন, মজুদ এবং ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে। চুক্তিটি স্বাক্ষরের জন্য উন্মুক্ত হয় ১০ এপ্রিল, ১৯৭২ সালে এবং কার্যকর হয় ২৬ মার্চ, ১৯৭৫ থেকে। বর্তমানে এর মাধ্যমে ১৯০টি দেশ সদস্য হিসেবে অংশগ্রহণ করছে।
-
চুক্তির মূল বিষয়বস্তু হলো সব ধরনের জীবাণু ও বিষাক্ত অস্ত্রের উৎপাদন, মজুদ এবং ধ্বংস নিষিদ্ধ করা
-
BWC জৈবিক অস্ত্র ব্যবহার ও হুমকি প্রতিরোধে আন্তর্জাতিক আইনগত কাঠামো প্রদান করে
উৎস:
0
Updated: 1 month ago
মাদাগাস্কার দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত?
Created: 2 months ago
A
আটলান্টিক মহাসাগরে
B
ভারত মহাসাগরে
C
চীন মহাসাগরে
D
উত্তর মহাসাগরে
মাদাগাস্কার (Madagascar)
-
অবস্থান: পূর্ব আফ্রিকার উপকূলের পাশে, ভারত মহাসাগরে
-
প্রকার: দ্বীপদেশ
-
বিশ্বে স্থান: দ্বিতীয় বৃহত্তম দ্বীপদেশ
-
আয়তন: প্রায় ৫৯২,৮০০ বর্গকিলোমিটার
-
ভৌগোলিক বিভাগ: দেশটি তিনটি সমান্তরাল অক্ষাংশীয় অঞ্চলে বিভক্ত
উৎস: World Atlas
0
Updated: 2 months ago
নাসাকা কোন দেশের সীমান্তরক্ষী বাহিনী?
Created: 1 month ago
A
নেপাল
B
মিয়ানমার
C
পাকিস্তান
D
ভারত
মিয়ানমার হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ।
মূল তথ্য:
-
অবস্থান: দক্ষিণে বঙ্গোপসাগর, পশ্চিমে বাংলাদেশ ও ভারত, উত্তরে চীন, পূর্বে চীন, লাওস ও থাইল্যান্ড
-
রাজধানী: ইয়াঙ্গুন
-
সরকারী ভাষা: বর্মী
-
মুদ্রা: কিয়াট
উল্লেখযোগ্য:
-
নাসাকা মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী
-
২০১৩ সালের পূর্বে নাসাকা সীমান্তরক্ষী বাহিনী হিসেবে দায়িত্ব পালন করত
উৎস:
0
Updated: 1 month ago
বেনিতো মুসোলিনী কোন রাজনৈতিক মতাদর্শের নেতা ছিলেন?
Created: 2 months ago
A
রাজতন্ত্র
B
ফ্যাসিবাদ
C
কমিউনিজম
D
সমাজতন্ত্র
বেনিতো মুসোলিনী (Benito Mussolini)
-
পূর্ণ নাম: Benito Amilcare Andrea Mussolini
-
জন্মস্থান: ইতালি
-
রাজনৈতিক পরিচয়: ফ্যাসিবাদ নেতা
-
রাজনৈতিক আদর্শ: ফ্যাসিবাদ (Fascism) – একনায়কতান্ত্রিক, সামরিকতান্ত্রিক ও জাতীয়তাবাদী
-
প্রতিষ্ঠাতা: ইতালির ফ্যাসিস্ট পার্টি, ১৯১৯
-
ক্ষমতায় অধিষ্ঠিত: ইতালির প্রধানমন্ত্রী, ১৯২২–১৯৪৩
-
শাসনব্যবস্থা: একদলীয় একনায়কতন্ত্র; সংসদীয় গণতন্ত্র ধ্বংস করে ফ্যাসিস্ট একনায়ক হিসেবে আত্মপ্রকাশ
-
মূল দর্শন: রাষ্ট্রের ঊর্ধ্বে কিছু নেই, সবকিছু রাষ্ট্রের অধীনে
-
আন্তর্জাতিক জোট: অ্যাডলফ হিটলারের নাৎসি জার্মানির সাথে মিত্রতা
-
যুদ্ধ অংশগ্রহণ: দ্বিতীয় বিশ্বযুদ্ধ (১৯৩৯–১৯৪৫) – ফ্যাসিস্ট জোটের পক্ষে ইতালিকে নেতৃত্ব দেন
-
পতন: ১৯৪৩, মিত্রবাহিনীর আক্রমণের মুখে সরকার পতন
-
মৃত্যু: ২৮ এপ্রিল ১৯৪৫, ইতালির উত্তরাঞ্চলে গণবিক্ষোভের মধ্যে, প্রেমিকা ক্লারেতার সাথে
উৎস: Britannica.com
0
Updated: 2 months ago