Biological Weapons Convention (BWC) কত সালে কার্যকর হয়?
A
১৯৭২ সালে
B
১৯৭৩ সালে
C
১৯৭৪ সালে
D
১৯৭৫ সালে
উত্তরের বিবরণ
Biological Weapons Convention (BWC) হলো একটি আইনত বাধ্যতামূলক চুক্তি, যা জৈবিক অস্ত্রের উন্নয়ন, উৎপাদন, মজুদ এবং ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে। চুক্তিটি স্বাক্ষরের জন্য উন্মুক্ত হয় ১০ এপ্রিল, ১৯৭২ সালে এবং কার্যকর হয় ২৬ মার্চ, ১৯৭৫ থেকে। বর্তমানে এর মাধ্যমে ১৯০টি দেশ সদস্য হিসেবে অংশগ্রহণ করছে।
-
চুক্তির মূল বিষয়বস্তু হলো সব ধরনের জীবাণু ও বিষাক্ত অস্ত্রের উৎপাদন, মজুদ এবং ধ্বংস নিষিদ্ধ করা
-
BWC জৈবিক অস্ত্র ব্যবহার ও হুমকি প্রতিরোধে আন্তর্জাতিক আইনগত কাঠামো প্রদান করে
উৎস:

0
Updated: 19 hours ago
নিচের কোন সংস্থাটির সদর দপ্তর 'সুইজারল্যান্ডের জেনেভায়' অবস্থিত?
Created: 1 week ago
A
UNDP
B
UNFPA
C
UNEP
D
UNAIDS
• UNAIDS:
- এটি ১৯৯৬ সালে কার্যক্রম শুরু করে।
- UNAIDS এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত।
- বিশ্বের ৭০ টি দেশে এর কার্যালয় রয়েছে।
- UNAIDS টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে এইডসকে জনস্বাস্থ্যের হুমকি হিসেবে শেষ করার জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে।
• অপরদিকে:
- UNDP এর সদর দপ্তর - নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- UNEP এর সদর দপ্তর- নাইরোবি, কেনিয়া।
- UNFPA এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।

0
Updated: 1 week ago
’বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক‘ প্রকাশ করে কোন সংস্থা?
Created: 1 month ago
A
Earth Watch
B
World Watch
C
German watch
D
Green Watch
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন
বৈশ্বিক উষ্ণতা মোকাবেলায়
Germanwatch
-
ধরন: অলাভজনক বেসরকারি সংস্থা (NGO)
-
কার্যক্রম: পরিবেশ এবং বাণিজ্য সম্পর্কিত বিষয়গুলোতে কাজ করে, বিশেষ করে উন্নত দেশ ও উন্নয়নশীল দেশের মধ্যে সম্পর্ক স্থাপন।
-
উল্লেখযোগ্য প্রকাশনা: Global Climate Risk Index (বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক) প্রতি বছর প্রকাশিত হয়।
-
সদর দপ্তর: বন, জার্মানি
-
প্রতিষ্ঠা: ১৯৯১
উৎস: Germanwatch ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
ক্রিমিয়ার যুদ্ধে বিজয়ী হয় -
Created: 2 days ago
A
অটোমান সাম্রাজ্য
B
ফ্রান্স
C
ব্রিটেন
D
উপরের সবগুলো
ক্রিমিয়ার যুদ্ধ চলেছিল ১৮৫৩ থেকে ১৮৫৬ সাল পর্যন্ত। এই যুদ্ধ রাশিয়ার এবং তুরস্ক (অটোমান সাম্রাজ্য)-এর মিত্রশক্তি ব্রিটেন, ফ্রান্স ও সারডিনিয়া-এর মধ্যে সংঘটিত হয়।
যুদ্ধের মূল তথ্য:
-
১৮৫৩ সালে রাশিয়া ইউরোপের তুর্কি এলাকায় আক্রমণ চালায়, যা যুদ্ধের সূচনা।
-
রাশিয়ার উদ্দেশ্য ছিল দারদানেলিস প্রণালীতে যুদ্ধ জাহাজ চলাচলের অধিকার প্রতিষ্ঠা এবং তুরস্কের খ্রিস্টানদের রক্ষা করার অজুহাত দেখানো।
-
তুরস্কের সহায়তায় ব্রিটেন ও ফ্রান্স যুদ্ধের মধ্যে প্রবেশ করে।
-
যুদ্ধের সমাপ্তি ঘটে ১৮৫৬ সালে প্যারিস চুক্তি স্বাক্ষরের মাধ্যমে।
-
এই যুদ্ধে রাশিয়া পরাজিত হয় এবং বিজয়ী হয় ফ্রান্স, ব্রিটেন ও অটোমান সাম্রাজ্য।
উৎস:

0
Updated: 2 days ago