গুড ফ্রাইডে চুক্তির প্রধান উদ্দেশ্য কী ছিল?
A
বেলফাস্টে আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন
B
পারমাণবিক অস্ত্র সীমিত করা
C
উত্তর আয়ারল্যান্ডে শান্তি প্রতিষ্ঠা
D
ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ন্ত্রণ
উত্তরের বিবরণ
বেলফাস্ট চুক্তি, যা সাধারণভাবে ‘গুড ফ্রাইডে’ চুক্তি (Good Friday Agreement, GFA) নামে পরিচিত, হলো উত্তর আয়ারল্যান্ডে শান্তি প্রতিষ্ঠার জন্য স্বাক্ষরিত একটি সমঝোতা চুক্তি। এটি স্বাক্ষরিত হয় ১০ এপ্রিল, ১৯৯৮ সালে এবং কার্যকর হয় ডিসেম্বর, ১৯৯৯-এ, স্বাক্ষরের স্থান ছিল বেলফাস্ট, উত্তর আয়ারল্যান্ড। চুক্তির পক্ষ ছিল ব্রিটিশ সরকার, আয়ারল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডের বিভিন্ন রাজনৈতিক দল, এবং এর মধ্যস্থতাকারী ছিলেন লর্ড ট্রিম্বল।
-
চুক্তি শুক্রবারে স্বাক্ষর হওয়ায় এটি গুড ফ্রাইডে চুক্তি নামে পরিচিত
-
উত্তর আয়ারল্যান্ডে সরকার পরিচালনায় প্রোটেস্ট্যান্ট ও ক্যাথলিকদের মধ্যে অংশীদারিত্ব ভিত্তিক ক্ষমতা ভাগাভাগি করার বিধান অন্তর্ভুক্ত
-
যুক্তরাজ্যের অংশ হিসেবে উত্তর আয়ারল্যান্ডের সাংবিধানিক মর্যাদা স্বীকৃতি দেওয়া হয়
-
সংযুক্ত আয়ারল্যান্ড গঠনের নীতিও চুক্তিতে স্বীকৃত
উল্লেখযোগ্য তথ্য:
-
১৯২১ সালে যুক্তরাজ্যের অংশ হিসেবে নর্দার্ন আয়ারল্যান্ড গঠিত হয়, বাকি আয়ারল্যান্ড স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়
-
জনগণ দুই ভাগে বিভক্ত: এক দল আয়ারল্যান্ডের সঙ্গে একত্রিত হতে চায়, অন্য দল যুক্তরাজ্যের অংশ হিসেবে থাকতে চায়
-
এই বিভাজন ও রাজনৈতিক সহিংস সংঘর্ষের অবসান ঘটে গুড ফ্রাইডে চুক্তির মাধ্যমে, যা প্রায় ৩,৫০০ মানুষের প্রাণহানির পরিণতি ঘটানো সংঘর্ষের সমাপ্তি আনে
উৎস:

0
Updated: 19 hours ago
নিচের কোন দেশটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র নয়?
Created: 1 month ago
A
ফ্রান্স
B
ভারত
C
জার্মানি
D
পাকিস্তান
জার্মানির পারমাণবিক অবস্থান:
-
জার্মানি পারমাণবিক অস্ত্রধারী দেশ নয়।
-
এটি NPT (Non-Proliferation Treaty) এর সদস্য এবং তার নিরাপত্তা নির্ভর করে NATO ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক ছাউনি/নিরাপত্তার ওপর।
-
জার্মান ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের কিছু পারমাণবিক অস্ত্র মোতায়েন আছে, তবে নিয়ন্ত্রণ সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের হাতে।
পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের উদাহরণ:
-
চীন (১৯৬৪)
-
ভারত (১৯৭৪, "Smiling Buddha")
-
পাকিস্তান (১৯৯৮)
উৎস: Britannica, The Daily Star।

0
Updated: 1 month ago
COMESA কোন ধরণের সংগঠন?
Created: 9 hours ago
A
পরিবেশবাদী সংস্থা
B
মানবাধিকার সংগঠন
C
সাংস্কৃতিক জোট
D
আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চল
- COMESA একটি
আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চল জোট।
COMESA:
- এর পূর্ণরূপ: The Common Market
for Eastern and Southern Africa.
- একটি আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চল।
- যা পূর্ব ও দক্ষিণ আফ্রিকার
২১টি দেশ নিয়ে গঠিত।
- COMESA- এর পূর্বসূরি ছিল Preferential Trade Area
(PTA)।
- যা ১৯৮১ সালে প্রতিষ্ঠিত
হয়।
- ১৯৯৪ সালে COMESA প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: লুসাকা, জাম্বিয়ায়।
- এর লক্ষ্য: পূর্ব ও দক্ষিণ আফ্রিকার
দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সংহতি ও উন্নয়ন করা।

0
Updated: 9 hours ago
’হিউম্যান রাইটস ওয়াচ‘ কোন দেশভিত্তিক মানবাধিকার সংগঠন?
Created: 1 week ago
A
ইটালি
B
জার্মানি
C
যুক্তরাষ্ট্র
D
ফ্রান্স
Human Rights Watch (HRW) হলো যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, যা বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘন পর্যবেক্ষণ ও প্রতিবেদন করে।
-
প্রতিষ্ঠা ও ইতিহাস: ১৯৭৮ সালে "Helsinki Watch" নামে প্রতিষ্ঠিত, যা ১৯৮৮ সালে Human Rights Watch নামে পরিচিতি লাভ করে।
-
সদর দপ্তর: নিউ ইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র
-
প্রাথমিক লক্ষ্য ছিল সোভিয়েত ইউনিয়নের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা
-
পরবর্তীতে কার্যক্রম বিশ্বব্যাপী সম্প্রসারিত হয়
-
১৯৯৭ সালে International Campaign to Ban Landmines-এর সাথে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করে
উৎস:

0
Updated: 1 week ago