P5+1 দেশগুলো ইরানের সঙ্গে যে চুক্তি করে তার নাম কী?
A
CWC
B
BWC
C
JCPOA
D
START-II
উত্তরের বিবরণ
Joint Comprehensive Plan of Action (JCPOA), যা সাধারণভাবে ‘ইরান ডিল’ নামে পরিচিত, হলো একটি পারমাণবিক সমঝোতা চুক্তি ইরান ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য দেশ (যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স) এবং জার্মানির মধ্যে, যাকে সমন্বিতভাবে ‘পি৫ + ১’ বলা হয়। চুক্তিটি স্বাক্ষরিত হয় ১৪ জুলাই, ২০১৫ সালে এবং কার্যকর হয় ১৬ জানুয়ারি, ২০১৬ সালে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নেতৃত্বে।
-
চুক্তি অনুযায়ী, ইরান পরবর্তী ১৫ বছর পর্যন্ত ৩.৬৭% এর বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না
-
ইতিমধ্যেই সমৃদ্ধকৃত ১০ হাজার কেজি ইউরেনিয়াম এর মধ্যে মাত্র ৩০০ কেজি ইরানের কাছে রাখা যাবে, বাকি পারমাণবিক সক্ষম ইউরেনিয়াম অন্য কোনো দেশের (যেমন রাশিয়া) কাছে হস্তান্তর করতে হবে
-
ইরান পরবর্তী ১৫ বছর পর্যন্ত এই ৩০০ কেজির চেয়ে বেশি আংশিক সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রাখতে পারবে না
-
ইরানের ২০ হাজার পারমাণবিক কেন্দ্রের মধ্যে মাত্র ৫,৬০০টি কেন্দ্র পরবর্তী ১০ বছর পর্যন্ত সক্রিয় রাখা যাবে
-
সীমিত পারমাণবিক চুল্লির জন্য প্রয়োজনীয় ভারি পানি রেখে বাকি সব পানি আন্তর্জাতিক বাজারে বিক্রি করতে হবে, এবং পরবর্তী ১৫ বছর নতুন কোনো ভারি পানি উৎপাদন করা যাবে না
-
২০১৮ সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বের হয়
-
২০২০ সালের শুরুতে ইরানও পরমাণু চুক্তি থেকে সরে আসে
উৎস:
0
Updated: 1 month ago
যুক্তরাজ্য কখন ইউরোপীয় ইউনিয়ন (EU) ত্যাগ করে?
Created: 1 month ago
A
২৩ জুন, ২০১৬
B
৩১ জানুয়ারি, ২০২০
C
১ জানুয়ারি, ২০১৯
D
১ মে, ২০১৬
ব্রেক্সিট (Brexit) হলো “Britain” এবং “Exit” শব্দের সংমিশ্রণ, যা যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (EU) থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া বোঝায়।
-
জনমত জরিপ (Referendum): ২৩ জুন, ২০১৬
-
যুক্তরাজ্য EU ত্যাগের তারিখ: ৩১ জানুয়ারি, ২০২০
ইউরোপীয় ইউনিয়ন (EU)
-
প্রতিষ্ঠাকাল: ১ নভেম্বার, ১৯৯৩ (ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে)
-
সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম
-
সদস্য দেশ সংখ্যা: ২৭টি
-
সর্বশেষ সদস্য দেশ: ক্রোয়েশিয়া
-
সর্বশেষ ত্যাগকারী দেশ: যুক্তরাজ্য (৩১ জানুয়ারি, ২০২০)
-
-
একক মুদ্রা: ইউরো
-
ইউরো মুদ্রার জনক: রবার্ট মুন্ডেল
-
ইউরোপীয় ইউনিয়নে ইউরো প্রচলন শুরু: ১ জানুয়ারি, ১৯৯৯
-
উৎস:
0
Updated: 1 month ago
M-19 কোন দেশ ভিত্তিক গেরিলা সংগঠন?
Created: 1 month ago
A
রাশিয়া
B
নিকারাগুয়া
C
পেরু
D
কলম্বিয়া
এম-১৯ (M-19) হলো কলম্বিয়ার একটি নগরমুখী মার্কসবাদী গেরিলা সংগঠন, যা দেশের নিজস্ব সমাজতান্ত্রিক মতাদর্শ অনুসরণ করতো।
-
প্রতিষ্ঠা: ১৯৭৩–৭৪, ভিন্নমতাবলম্বী আনাপো সদস্য, অসন্তুষ্ট কমিউনিস্ট ও FARC গেরিলাদের মাধ্যমে।
-
নামকরণ: ১৯৭০ সালের রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ থেকে দলটির নাম নেওয়া হয়।
-
বৈশিষ্ট্য: আন্তর্জাতিক মডেল অনুসরণ না করে কলম্বিয়ার ইতিহাসভিত্তিক সমাজতান্ত্রিক আদর্শ গ্রহণ।
-
উল্লেখযোগ্য কর্মকাণ্ড:
-
সিমন বলিভারের তরবারি চুরি।
-
১৯৭৮ সালে বোগোটা অস্ত্রাগারে সুড়ঙ্গ খনন করে অস্ত্র লুণ্ঠন।
-
১৯৮০ সালে ডোমিনিকান প্রজাতন্ত্রের দূতাবাসে অতিথি অপহরণ।
-
-
শান্তি ও রাজনৈতিক রূপান্তর: ১৯৯০ সালের মার্চে শান্তি চুক্তি স্বাক্ষর, এপ্রিল মাসে বৈধ রাজনৈতিক দল আলিয়াঞ্জা ডেমোক্র্যাটিকা এম-১৯ এ রূপান্তর।
0
Updated: 1 month ago
জেনেভা কনভেনশনের কোন চুক্তিটির বিষয়বস্তু ‘যুদ্ধ-বন্দিদের প্রতি আচরণ সংক্রান্ত বিধানাবলি নির্দেশ করে?
Created: 1 month ago
A
দ্বিতীয় চুক্তি
B
তৃতীয় চুক্তি
C
চতুর্থ চুক্তি
D
প্রথম চুক্তি
জেনেভা কনভেনশন ১৯৪৯ সালে সুইজারল্যান্ডের জেনেভায় স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক চুক্তি, যা যুদ্ধকালীন পরিস্থিতিতে সৈন্য এবং বেসামরিকদের সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে গঠিত। এই কনভেনশনের আওতায় মোট চারটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
-
প্রথম জেনেভা কনভেনশন চুক্তি: যুদ্ধকালীন সময়ে ভূমি বা স্থল যুদ্ধে আহত ও অসুস্থ সৈন্যদের প্রতি আচরণ ও সুরক্ষা সংক্রান্ত।
-
দ্বিতীয় জেনেভা কনভেনশন চুক্তি: সমুদ্র বা জলের যুদ্ধে আহত, অসুস্থ এবং জাহাজডুবির শিকার সৈন্যদের প্রতি আচরণ ও সুরক্ষা সংক্রান্ত। এটি ১৯০৭ সালের "হেগ চুক্তি" সংশোধন করে স্বাক্ষরিত হয়েছে।
-
তৃতীয় জেনেভা কনভেনশন চুক্তি: যুদ্ধ-বন্দিদের প্রতি আচরণ সংক্রান্ত।
-
চতুর্থ জেনেভা কনভেনশন চুক্তি: যুদ্ধক্ষেত্র বা অবরুদ্ধ অঞ্চলের বেসামরিক নাগরিকদের সুরক্ষা সংক্রান্ত।
0
Updated: 1 month ago