ন্যাটোর কোন অনুচ্ছেদে 'Open Door Policy' সম্পর্কে বর্ণনা করা হয়েছে?
A
অনুচ্ছেদ - ৬
B
অনুচ্ছেদ - ৮
C
অনুচ্ছেদ - ১০
D
অনুচ্ছেদ - ১২
উত্তরের বিবরণ
ন্যাটো (NATO) হলো একটি সামরিক ও প্রতিরক্ষা জোট, যার প্রতিষ্ঠার চুক্তিটি ১৪টি অনুচ্ছেদে বিন্যস্ত। ন্যাটোর সদস্য হওয়ার জন্য দেশকে ইউরোপীয় হওয়ার শর্ত পূরণ করতে হয়, এবং নতুন সদস্য অন্তর্ভুক্তি করা হয় অনুচ্ছেদ ১০: Open Door Policy অনুযায়ী।
-
অনুচ্ছেদ ১: শান্তিপূর্ণ সমাধান
-
অনুচ্ছেদ ২: বন্ধুত্বপূর্ণ সম্পর্ক
-
অনুচ্ছেদ ৩: প্রতিরক্ষা সক্ষমতা
-
অনুচ্ছেদ ৪: পরামর্শ
-
অনুচ্ছেদ ৫: সম্মিলিত প্রতিরক্ষা
-
অনুচ্ছেদ ৬: আক্রমণের সংজ্ঞা
-
অনুচ্ছেদ ৭: জাতিসংঘ সনদের বাধ্যবাধকতা
-
অনুচ্ছেদ ৮: অ-দ্বন্দ্বমূলক সম্পৃক্ততা
-
অনুচ্ছেদ ৯: বাস্তবায়ন পরিষদ
-
অনুচ্ছেদ ১০: অতিরিক্ত পক্ষসমূহ / নতুন সদস্য দেশ অন্তর্ভুক্তি (Open Door Policy)
-
অনুচ্ছেদ ১১: চুক্তি অনুমোদন এবং প্রয়োগ
-
অনুচ্ছেদ ১২: চুক্তি পর্যালোচনা
-
অনুচ্ছেদ ১৩: জোটের সদস্যতা ত্যাগ
-
অনুচ্ছেদ ১৪: চুক্তির অন্যান্য সংস্করণের গ্রহণযোগ্যতা
উৎস:
0
Updated: 1 month ago
'UNWTO' জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে কত সালে?
Created: 1 month ago
A
২০০০ সালে
B
২০০৩ সালে
C
২০০৬ সালে
D
২০০৮ সালে
UNWTO (United Nations World Tourism Organization) হলো জাতিসংঘের পর্যটন বিষয়ক বিশেষ সংস্থা।
UNWTO সম্পর্কিত তথ্য:
-
প্রতিষ্ঠা: ১৯৪৬ সালে, সদর দপ্তর: মাদ্রিদ, স্পেন
-
জাতিসংঘের বিশেষ সংস্থা হিসেবে মর্যাদা প্রাপ্ত: ২০০৩ সালে
-
বর্তমান সদস্য: ১৬০টি দেশ (সেপ্টেম্বর, ২০২৫)
-
কার্যক্রম: পর্যটকদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক কোড চালু করা
-
বিশেষ দিন: বিশ্ব পর্যটন দিবস পালিত হয় ২৭ সেপ্টেম্বর
0
Updated: 1 month ago
জি-৭ এর এশিয়ার সদস্য দেশ- [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
দক্ষিণ কোরিয়া
B
জাপান
C
চীন
D
ভারত
জি-৭ মূলত বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর সমন্বয়ে গঠিত একটি জোট, যেখানে একমাত্র এশীয় সদস্য দেশ হলো জাপান।
-
প্রকৃতি: শিল্পোন্নত ৭টি দেশের সরকারপ্রধানদের জোট
-
পূর্ববর্তী নাম: G-8
-
প্রতিষ্ঠাকাল: ১৯৭৫ সাল
-
প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র (মোট ৬টি)
-
পরবর্তী সদস্যপদ: কানাডা (এক বছর পর যুক্ত হয়)
-
বর্তমান সদস্য রাষ্ট্র: কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র (মোট ৭টি)
সম্মেলন সংক্রান্ত তথ্য
-
সর্বশেষ শীর্ষ সম্মেলন: ১৬–১৭ জুন, ২০২৫, আলবার্টা, কানাডা
-
পরবর্তী (৫২তম) শীর্ষ সম্মেলন: ২০২৬ সালে ফ্রান্সে অনুষ্ঠিত হবে
ঐতিহাসিক প্রেক্ষাপট
-
১৯৯৮ সালে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আহ্বানে রাশিয়া পূর্ণ সদস্য হিসেবে যুক্ত হয়ে G-7 থেকে G-8 হয়
-
২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের ক্রাইমিয়া অঞ্চল দখল করলে অন্য সদস্যরা তাকে বহিষ্কার করে
-
এর ফলে সংগঠনটি আবার G-7 নামে পরিচিত হয়
উৎস:
0
Updated: 1 month ago
Ping Pong Diplomacy'র সাথে জড়িত কোন দুটি দেশ?
Created: 1 month ago
A
যুক্তরাষ্ট্র ও চীন
B
উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
C
চীন ও জাপান
D
তাইওয়ান ও জাপান
Ping Pong Diplomacy হলো মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য টেবিল টেনিসের ব্যবহার, যা ইতিহাসে পরিচিত Shuttle Diplomacy নামে। এটি মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলা ২০ বছরের বৈরি সম্পর্কের সমাপ্তি ঘটায় এবং দুই দেশের কূটনৈতিক সংযোগের নতুন দ্বার উন্মুক্ত করে।
-
১৯৪৯ সালে মাও সেতুং নেতৃত্বে চীনে কমিউনিজম প্রতিষ্ঠার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে
-
১৯৭১ সালে জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত ৩১তম বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে যুক্তরাষ্ট্রের টীমকে চীনে আমন্ত্রণ জানানো হয়; এটি ১৯৪৯ সালের পর মার্কিন প্রতিনিধির প্রথম চীন সফর ছিল
-
ঐতিহাসিক সফরের পর চীন-মার্কিন সম্পর্কের নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়
-
১৯৭১ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার গোপন সফরে চীন যান
-
১৯৭২ সালে চীন তাদের টেবিল টেনিস টীম যুক্তরাষ্ট্র সফরে পাঠায়
-
১৯৭১ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন চীন সফর করেন, এরপর থেকে চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক হয়
-
টেবিল টেনিস খেলাটি ২০ শতকের প্রথম দিকে ইংল্যান্ডে উদ্ভাবিত হয় এবং নামটি ১৯২১-২২ সালে গৃহীত হয়
-
প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপ ১৯২৬ সালে লন্ডনে অনুষ্ঠিত হয়; ১৯৩৯ পর্যন্ত খেলায় মধ্য ইউরোপের খেলোয়াড়দের আধিপত্য ছিল
উৎস:
0
Updated: 1 month ago