ন্যাটোর কোন অনুচ্ছেদে 'Open Door Policy' সম্পর্কে বর্ণনা করা হয়েছে?
A
অনুচ্ছেদ - ৬
B
অনুচ্ছেদ - ৮
C
অনুচ্ছেদ - ১০
D
অনুচ্ছেদ - ১২
উত্তরের বিবরণ
ন্যাটো (NATO) হলো একটি সামরিক ও প্রতিরক্ষা জোট, যার প্রতিষ্ঠার চুক্তিটি ১৪টি অনুচ্ছেদে বিন্যস্ত। ন্যাটোর সদস্য হওয়ার জন্য দেশকে ইউরোপীয় হওয়ার শর্ত পূরণ করতে হয়, এবং নতুন সদস্য অন্তর্ভুক্তি করা হয় অনুচ্ছেদ ১০: Open Door Policy অনুযায়ী।
-
অনুচ্ছেদ ১: শান্তিপূর্ণ সমাধান
-
অনুচ্ছেদ ২: বন্ধুত্বপূর্ণ সম্পর্ক
-
অনুচ্ছেদ ৩: প্রতিরক্ষা সক্ষমতা
-
অনুচ্ছেদ ৪: পরামর্শ
-
অনুচ্ছেদ ৫: সম্মিলিত প্রতিরক্ষা
-
অনুচ্ছেদ ৬: আক্রমণের সংজ্ঞা
-
অনুচ্ছেদ ৭: জাতিসংঘ সনদের বাধ্যবাধকতা
-
অনুচ্ছেদ ৮: অ-দ্বন্দ্বমূলক সম্পৃক্ততা
-
অনুচ্ছেদ ৯: বাস্তবায়ন পরিষদ
-
অনুচ্ছেদ ১০: অতিরিক্ত পক্ষসমূহ / নতুন সদস্য দেশ অন্তর্ভুক্তি (Open Door Policy)
-
অনুচ্ছেদ ১১: চুক্তি অনুমোদন এবং প্রয়োগ
-
অনুচ্ছেদ ১২: চুক্তি পর্যালোচনা
-
অনুচ্ছেদ ১৩: জোটের সদস্যতা ত্যাগ
-
অনুচ্ছেদ ১৪: চুক্তির অন্যান্য সংস্করণের গ্রহণযোগ্যতা
উৎস:

0
Updated: 19 hours ago
IMF এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হার হবে-
Created: 1 month ago
A
৩ শতাংশ
B
৪ শতাংশ
C
২ শতাংশ।
D
২.৫ শতাংশ।
বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি (২০২৫-২০২৬)
-
সংস্থা: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)
-
২০২৫ সালের পূর্বাভাস: ৩% (আগের পূর্বাভাস: ২.৮%)
-
২০২৬ সালের পূর্বাভাস: ৩.১%
-
ট্রেন্ড: প্রবৃদ্ধি করোনাপূর্ব গড় (৩.৭%) এর নিচে রয়ে গেছে
-
বিশ্লেষণ: ২০২৫ সালে প্রবৃদ্ধি আগের তুলনায় ০.২%-পয়েন্ট বৃদ্ধি পেতে পারে
উৎস: দৈনিক প্রথম আলো

0
Updated: 1 month ago
কোন দেশে সর্ব প্রথম ‘ওরেশনিক ক্ষেপণাস্ত্র’ ব্যবহার করা হয়?
Created: 1 week ago
A
ফিলিস্তিন
B
রাশিয়া
C
ইউক্রেন
D
উপরের কোনটি নয়
ক্ষেপণাস্ত্র:
- ওরেশনিক, রাশিয়ায় যার অর্থ ‘হ্যাজেল ট্রি’ (বিশেষ ধরনের একটি বৃক্ষ) এক নতুন মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
- ‘আরএস–২৬ রুবেজ’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) ওপর ভিত্তি করে তৈরি করা হয় ওরেশনিক।
- ওরেশনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ১০ গুণ গতিতে যেতে পারে।
- এ ক্ষেপণাস্ত্রের তিন থেকে ছয়টি ওয়ারহেড (ক্ষেপণাস্ত্রের মুখ বা যে অংশ বিস্ফোরক থাকে) রয়েছে।
- ইউক্রেনের নিপ্রোতে ওরেশনিক ক্ষেপণাস্ত্র প্রথম ব্যবহার করে রাশিয়া।

0
Updated: 1 week ago
গুয়ান্তানামো বে কী?
Created: 1 month ago
A
নাট্যশালা
B
বন্দিশালা
C
পর্যটনকেন্দ্র
D
• গুয়ান্তানামো বে আটক শিবির (Guantanamo Bay Detention Camp / Gitmo)
-
এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সেনা আটক কেন্দ্র, যা কিউবার গুয়ান্তানামো বে নৌঘাঁটিতে অবস্থিত।
-
প্রতিষ্ঠিত: ২০০২ সালে, মূলত আফগানিস্তান, ইরাক এবং অন্যান্য অঞ্চলে আটক করা সন্দেহভাজন সন্ত্রাসবাদীদের রাখার জন্য।
-
এই শিবিরে বন্দীদের আইনি অধিকার নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে।
-
জেনেভা কনভেনশন অনুযায়ী বন্দীদের ন্যায্য বিচার ও মানবিক আচরণের অধিকার থাকা উচিত।
-
কিন্তু গুয়ান্তানামোতে নির্যাতন, অবমাননাকর আচরণ ও দীর্ঘমেয়াদী আটক (প্রায়শই বিচার ছাড়া) এর অভিযোগ উঠেছে।
-
-
বিশ্বব্যাপী মানবাধিকার সংস্থা ও মার্কিন আদালত ও প্রশাসন এই শিবির বন্ধের জন্য বিভিন্ন সময় বিতর্ক ও আইনি লড়াই চালাচ্ছে।
উৎস: Britannica ✅

0
Updated: 1 month ago