নেকড়েযোদ্ধা কূটনীতি চালু হয় প্রধানত কার প্রশাসনের অধীনে?
A
হু জিনতাও
B
দেং শিয়াওপিং
C
লি কিয়াং
D
শি জিনপিং
উত্তরের বিবরণ
'নেকড়ে যোদ্ধা' কূটনীতি হলো চীনের কূটনৈতিক কৌশল, যা দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং প্রথম প্রবর্তন করেন। এই কৌশলের নাম এসেছে র্যাম্বো স্টাইলের চীনা চলচ্চিত্র 'উলফ ওরিয়র-২' থেকে, যেখানে নায়ক দৃঢ় ও আগ্রাসীভাবে তার দেশের স্বার্থ রক্ষা করে। নেকড়ে যোদ্ধা কূটনীতির মূল উদ্দেশ্য হলো চীনের মর্যাদা বৃদ্ধি, ক্ষমতা সংহতকরণ এবং জাতীয়তাবাদী অনুভূতি শক্তিশালী করা।
-
কৌশলটি প্রবর্তনের মাধ্যমে শি জিনপিং নিজের মর্যাদা ও ক্ষমতা আরও পাকাপোক্ত করতে চেয়েছেন
-
নেকড়ে যোদ্ধা কূটনীতি চীনা জাতীয়তাবাদী অনুভূতি শক্তিশালী করার জন্য পরিকল্পিত
-
মার্কিন চাপ মোকাবেলা এবং জি৭ দেশগুলো নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে না পারে, তা নিশ্চিত করার জন্য চীন এই কৌশল গ্রহণ করেছে
উৎস:

0
Updated: 19 hours ago
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' এর মেয়াদ কত বছর?
Created: 1 month ago
A
২ বছর
B
৩ বছর
C
৪ বছর
D
৫ বছর
মার্কিন কংগ্রেস সম্পর্কিত তথ্য
-
সংজ্ঞা:
-
মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইনসভা কংগ্রেস নামে পরিচিত।
-
প্রধান কাজ: আইন প্রণয়ন।
-
কংগ্রেস দ্বি-কক্ষ বিশিষ্ট (bicameral)।
-
-
নিম্নকক্ষ (House of Representatives / প্রতিনিধি সভা):
-
আসন সংখ্যা: ৪৩৫টি
-
মেয়াদ: ২ বছর
-
সদস্য নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স: ২৫ বছর
-
জনগণের প্রতিনিধিত্বমূলক কক্ষ
-
-
উচ্চকক্ষ (Senate / সিনেট):
-
আসন সংখ্যা: ১০০টি
-
মেয়াদ: ৬ বছর
-
সদস্য নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স: ৩০ বছর
-
অঙ্গরাজ্যগুলোর প্রতিনিধিত্বমূলক কক্ষ
-
-
নির্বাচন ও দল:
-
হাউস ও সিনেটের সদস্যরা জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন।
-
বর্তমানে মার্কিন কংগ্রেসে প্রধান দুটি দল: ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি।
-
তথ্যসূত্র: যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট

0
Updated: 1 month ago
শতবর্ষব্যাপী যুদ্ধের (Hundred Years’ War) কে জয় লাভ করে?
Created: 1 week ago
A
যুক্তরাষ্ট্র
B
ইংল্যান্ড
C
ফ্রান্স
D
জার্মানি
শতবর্ষব্যাপী যুদ্ধ:
- ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে শতবর্ষব্যাপী যুদ্ধ সংঘটিত হয়েছিল।
- এই যুদ্ধের স্থায়িত্বকাল ছিল ১৩৩৭ সাল থেকে ১৪৫৩ সাল পর্যন্ত।
- ১৩৩৭ সালে ইংল্যান্ডের রাজা তৃতীয় অ্যাডওয়ার্ড অবৈধভাবে ফ্রান্সের সিংহাসন দাবি করেন।
- এতে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে যুদ্ধ লেগে যায়, যা ১৪৫৩ সাল পর্যন্ত চলে।
- ইতিহাসে এটি শতবর্ষব্যাপী যুদ্ধ নামে পরিচিত।
- 'জোয়ান অব আর্ক' ছিলেন ফ্রান্সের সেনাপতি।
- ব্রিটিশ আগ্রাসনের বিরুদ্ধে ফ্রান্সকে বিজয়ী করতে অগ্রণী ভূমিকা রেখেছিলেন এই বীর কন্যা।
- এই যুদ্ধে বিজয়ী হয় ফ্রান্স।

0
Updated: 1 week ago
জেনেভা কনভেনশনে কতটি চুক্তি রয়েছে?
Created: 9 hours ago
A
৭টি
B
৩টি
C
৪টি
D
২টি
জেনেভা কনভেনশন:
- জেনেভা কনভেনশন হলো আন্তর্জাতিক আইন যা যুদ্ধকালীন মানবাধিকার এবং মানবিক আচরণ সংক্রান্ত কিছু মৌলিক নীতি নির্ধারণ করে।
- সুইজারল্যান্ডের জেনেভায় 'জেনেভা কনভেনশন' স্বাক্ষরিত হয়।
- এর আওতায় ৪টি চুক্তি ও ৩টি প্রটোকল রয়েছে।
- এই চুক্তিকে 'চারটি রেডক্রস কনভেনশন' বলা হয়।
• প্রথম কনভেনশন:
- আহত ও অসুস্থ সেনা সদস্যদের সুরক্ষা এবং তাদের চিকিৎসার ব্যবস্থা সম্পর্কে।
• দ্বিতীয় কনভেনশন:
- সমুদ্রে যুদ্ধরত সেনাদের সুরক্ষা ও তাদের চিকিৎসা সংক্রান্ত। ১৯০৭ সালে 'হেগ চুক্তি' সংশোধন করে এটি স্বাক্ষরিত হয়।
• তৃতীয় কনভেনশন:
- যুদ্ধবন্দীদের সুরক্ষা এবং তাদের প্রতি মানবিক আচরণ।
• চতুর্থ কনভেনশন:
- সাধারণ নাগরিকদের সুরক্ষা, বিশেষত যুদ্ধক্ষেত্র বা দখলদারিত্বের সময়।

0
Updated: 9 hours ago