নেকড়েযোদ্ধা কূটনীতি চালু হয় প্রধানত কার প্রশাসনের অধীনে?
A
হু জিনতাও
B
দেং শিয়াওপিং
C
লি কিয়াং
D
শি জিনপিং
উত্তরের বিবরণ
'নেকড়ে যোদ্ধা' কূটনীতি হলো চীনের কূটনৈতিক কৌশল, যা দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং প্রথম প্রবর্তন করেন। এই কৌশলের নাম এসেছে র্যাম্বো স্টাইলের চীনা চলচ্চিত্র 'উলফ ওরিয়র-২' থেকে, যেখানে নায়ক দৃঢ় ও আগ্রাসীভাবে তার দেশের স্বার্থ রক্ষা করে। নেকড়ে যোদ্ধা কূটনীতির মূল উদ্দেশ্য হলো চীনের মর্যাদা বৃদ্ধি, ক্ষমতা সংহতকরণ এবং জাতীয়তাবাদী অনুভূতি শক্তিশালী করা।
-
কৌশলটি প্রবর্তনের মাধ্যমে শি জিনপিং নিজের মর্যাদা ও ক্ষমতা আরও পাকাপোক্ত করতে চেয়েছেন
-
নেকড়ে যোদ্ধা কূটনীতি চীনা জাতীয়তাবাদী অনুভূতি শক্তিশালী করার জন্য পরিকল্পিত
-
মার্কিন চাপ মোকাবেলা এবং জি৭ দেশগুলো নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে না পারে, তা নিশ্চিত করার জন্য চীন এই কৌশল গ্রহণ করেছে
উৎস:
0
Updated: 1 month ago
ক্যাম্প ডেভিড চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
Created: 1 month ago
A
কানাডা
B
যুক্তরাষ্ট্রে
C
জার্মানি
D
নরওয়ে
ক্যাম্প ডেভিড চুক্তি হলো ১৯৭৮ সালে ইসরায়েল ও মিশরের মধ্যে স্বাক্ষরিত একটি শান্তি চুক্তি, যা যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ক্যাম্প ডেভিড অবকাশযাপন কেন্দ্রে সম্পন্ন হয়।
-
মধ্যস্থতাকারী: সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
-
স্বাক্ষরকারী: মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাহেম বেগিন।
-
উদ্দেশ্য: মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন।
-
ফলাফল: সাময়িকভাবে মিশরকে OIC ও আরব লীগ থেকে বহিষ্কার করা হয়।
-
চুক্তির নামকরণ: চুক্তিটি ক্যাম্প ডেভিডে সম্পন্ন হওয়ায় এই নামকরণ।
0
Updated: 1 month ago
নিচের কোন দেশটি হর্ন অফ আফ্রিকার অংশ?
Created: 2 months ago
A
ইথিওপিয়া
B
ইরিত্রিয়া
C
জিবুতি
D
উপরের সবগুলো
হর্ন অফ আফ্রিকা (Horn of Africa)
-
অবস্থান: পূর্ব আফ্রিকা
-
ভূগোল: আফ্রিকার মানচিত্রে উত্তর-পূর্ব অংশে শিং-এর মতো বর্ধিত অঞ্চল
-
অংশ: জিবুতি, ইরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়া
-
উপদ্বীপ: হর্নের কিছু অংশকে সোমালি উপদ্বীপও বলা হয়
-
প্রধান ভূ-অঞ্চল:
-
ইথিওপিয়ান মালভূমি (উচ্চভূমি)
-
ওগাডেন মরুভূমি
-
ইরিত্রিয়ান ও সোমালিয়ান উপকূল
-
-
জনগোষ্ঠী: আমহারা, টাইগ্রে, ওরোমো, সোমালি
-
উপকূল: লোহিত সাগর, এডেন উপসাগর, ভারত মহাসাগর
-
ইতিহাস: দীর্ঘদিন ধরে আরব উপদ্বীপ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার সঙ্গে বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগ
তথ্যসূত্র: Britannica.com
0
Updated: 2 months ago
NPT কী? পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি
Created: 1 month ago
A
পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি
B
পারমাণবিক অস্ত্র পরীক্ষা রোধ চুক্তি
C
কৌশলগত পারমানবিক অস্ত্র হ্রাস চুক্তি
D
রাসায়নিক অস্ত্র সীমিতকরণ চুক্তি
NPT (Nuclear Non-Proliferation Treaty) হলো পারমাণবিক অস্ত্র এবং পারমাণবিক প্রযুক্তির বিস্তার রোধ করার উদ্দেশ্যে প্রণীত আন্তর্জাতিক চুক্তি।
-
পূর্ণরূপ: Nuclear Non-Proliferation Treaty
-
স্বাক্ষরিত: ১ জুলাই, ১৯৬৮
-
কার্যকর: ৫ মার্চ, ১৯৭০
-
স্বাক্ষরকারী দেশ: ১৯১টি
-
বাংলাদেশের অংশগ্রহণ: বাংলাদেশ NPT-তে স্বাক্ষর করে ২৭ সেপ্টেম্বর, ১৯৭৯ সালে
0
Updated: 1 month ago