INF চুক্তির মাধ্যমে কোন ধরনের মিসাইল নিষিদ্ধ করা হয়েছিল?
A
ভূমিতে স্থাপিত ব্যালিস্টিক মিসাইল
B
আকাশে ব্যবহৃত মিসাইল
C
সমুদ্রে ব্যবহৃত মিসাইল
D
দূরপাল্লার পারমাণবিক মিসাইল
উত্তরের বিবরণ
'INF' চুক্তি হলো মাঝারি পাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি, যা ১৯৮৭ সালের ৮ ডিসেম্বর ওয়াশিংটন, যুক্তরাষ্ট্রে স্বাক্ষরিত হয়। এই চুক্তি মূলত যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, যার মাধ্যমে ভূমিতে স্থাপিত ব্যালিস্টিক মিসাইল ও ক্রুজ মিসাইল নিষিদ্ধ করা হয়। চুক্তিটি স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান এবং সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ।
-
INF-এর পূর্ণরূপ: The Intermediate-Range Nuclear Forces
-
চুক্তির মাধ্যমে ভূমিতে স্থাপিত ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল নিষিদ্ধ করা হয়
-
সমুদ্র ও আকাশে ব্যবহৃত মিসাইল এই চুক্তিতে অন্তর্ভুক্ত হয়নি
-
চুক্তি বাস্তবায়নের সময়সীমার মধ্যে, ১ জুন, ১৯৯১ তারিখে দেশ দুটি প্রায় ২৬৯২টি মিসাইল ধ্বংস করে
-
২০১৮ সালের ২০ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করলে চুক্তিটি কার্যকরী না থাকে
-
২ আগস্ট, ২০১৯ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে INF চুক্তি থেকে প্রত্যাহার করে
উৎস:

0
Updated: 19 hours ago
আল উদেইদ সামরিক ঘাঁটি কোন দেশে অবস্থিত?
Created: 1 month ago
A
বাহারাইন
B
কুয়েত
C
কাতার
D
ওমান
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি হলো আল উদেইদ (Al Udeid) সামরিক ঘাঁটি, যা কাতারে অবস্থিত।
মূল তথ্য:
-
অবস্থান: দোহার দক্ষিণ-পশ্চিম, কাতার
-
গড়ে তোলা: ১৯৯৬ সালে, মরুভূমি অঞ্চলে ২৪ হেক্টর এলাকা
-
কাজের ভূমিকা: যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (CENTCOM) সদর দপ্তর
-
গুরুত্বপূর্ণ ঘটনা: আল উদেইদ ঘাঁটিতে মার্কিন সামরিক বাহিনী ইরানবিরোধী অভিযান পরিচালনা করে
-
তাৎপর্য: মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির অন্যতম কেন্দ্র
উৎস: সিএনএন নিউজ

0
Updated: 1 month ago
’সাত পাহাড়ের শহর’ নামে পরিচিত-
Created: 1 month ago
A
রোম
B
ইস্তাম্বুল
C
লিসবন
D
ভিয়েনা
রোমের ভৌগলিক উপনাম
-
রাজধানী: রোম, ইতালি
-
উপনাম: “সাত পাহাড়ের শহর”
-
কারণ: প্রাচীন রোম শহরটি গঠিত হয়েছিল সাতটি ছোট পাহাড় বা টিলার উপর
-
সাতটি পাহাড়:
-
Aventine Hill
-
Caelian Hill
-
Capitoline Hill
-
Esquiline Hill
-
Palatine Hill
-
Quirinal Hill
-
Viminal Hill
-
উৎস: ঐতিহাসিক ও ভৌগলিক তথ্য

0
Updated: 1 month ago
কোন দেশে সর্ব প্রথম ‘ওরেশনিক ক্ষেপণাস্ত্র’ ব্যবহার করা হয়?
Created: 1 week ago
A
ফিলিস্তিন
B
রাশিয়া
C
ইউক্রেন
D
উপরের কোনটি নয়
ক্ষেপণাস্ত্র:
- ওরেশনিক, রাশিয়ায় যার অর্থ ‘হ্যাজেল ট্রি’ (বিশেষ ধরনের একটি বৃক্ষ) এক নতুন মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
- ‘আরএস–২৬ রুবেজ’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) ওপর ভিত্তি করে তৈরি করা হয় ওরেশনিক।
- ওরেশনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ১০ গুণ গতিতে যেতে পারে।
- এ ক্ষেপণাস্ত্রের তিন থেকে ছয়টি ওয়ারহেড (ক্ষেপণাস্ত্রের মুখ বা যে অংশ বিস্ফোরক থাকে) রয়েছে।
- ইউক্রেনের নিপ্রোতে ওরেশনিক ক্ষেপণাস্ত্র প্রথম ব্যবহার করে রাশিয়া।

0
Updated: 1 week ago