‘অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি'।-পঙ্ক্তিটির রচয়িতা কে?
A
আল মাহমুদ
B
সুকান্ত ভট্টাচার্য
C
নির্মলেন্দু গুণ
D
মাইকেল মধুসূদন দত্ত
উত্তরের বিবরণ
উক্ত পঙক্তিটি কবি সুকান্ত ভট্টাচার্য রচনা করেছেন। তাঁর কবিতায় দেশপ্রেম, শোষিত মানুষের দুঃখ-কষ্ট, বিদ্রোহ ও মানবতার বাণী বারবার প্রকাশ পেয়েছে।
-
সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালে জন্মগ্রহণ করেন।
-
তিনি পরিচিত কিশোর কবি, মার্কসবাদী কবি এবং মানবতার কবি হিসেবে।
-
তাঁর কাব্যে পৃথিবীর শোষিত মানুষের জীবনযন্ত্রণা, বিক্ষোভ ও বিদ্রোহের চিত্র ফুটে উঠেছে।
-
নজরুল ইসলাম-এর পর সুকান্তের কবিতায় সবচেয়ে স্পষ্টভাবে বিদ্রোহের বাণী লক্ষ্য করা যায়।
তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো:
-
পূর্বাভাস
-
হরতাল
-
ঘুম নেই
-
ছাড়পত্র
-
অভিযান

0
Updated: 19 hours ago
হিন্দী 'পদুমাবৎ' -এর অবলম্বনে 'পদ্মাবতী' কাব্যের রচয়িতা-
Created: 3 months ago
A
দৌলত উজীর বাহরাম খান
B
সৈয়দ সুলতান
C
আব্দুল করিম সাহিত্য বিশারদ
D
আলাওল
পদ্মাবতী আলাওল রচিত একটি প্রখ্যাত প্রণয়কাব্য, যা মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রচনা হিসেবে বিবেচিত। এটি হিন্দি ভাষার খ্যাতিমান কবি মালিক মুহাম্মদ জায়সির ‘পদুমাবৎ’ কাব্যের বাংলা অনুবাদ।
এই কাব্যটি ১৬৫১ খ্রিষ্টাব্দে রচিত হয় আরাকান রাজ্যের রাজা সাদ থদোমিন্তারের রাজত্বকালে। রাজ্যের মন্ত্রী মাগন ঠাকুরের আদেশে আলাওল এটি অনুবাদ করেন।
‘পদ্মাবতী’ কাব্য দুই পর্বে বিভক্ত:
-
প্রথম পর্বে চিতোরের রাজা রত্নসেন কীভাবে সিংহলের রাজকন্যা পদ্মাবতীকে লাভ করেন, তা বর্ণিত হয়েছে।
-
দ্বিতীয় পর্বে দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি কীভাবে ব্যর্থভাবে পদ্মাবতীকে দখল করার চেষ্টা করেন, তার বর্ণনা রয়েছে।
উল্লেখ্য, একই নামের নাটক ‘পদ্মাবতী’ মাইকেল মধুসূদন দত্ত-ও রচনা করেছিলেন, তবে সেটি আলাওলের কাব্যের সঙ্গে সম্পর্কিত নয়।
আলাওল ছিলেন মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি। তাঁর রচনায় ধর্মীয়, ঐতিহাসিক ও প্রণয়কাহিনির অপূর্ব সমন্বয় লক্ষ্য করা যায়।
বিখ্যাত রচনাসমূহ:
-
পদ্মাবতী
-
তোহফা
-
সপ্তপয়কার
-
সিকান্দারনামা
-
সয়ফুল্মুলুক বদিউজ্জামাল
-
সতীময়না
-
রাগতালনামা
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 3 months ago
'আলবেরুনী' - গ্রন্থটি রচনা করেন কে?
Created: 1 day ago
A
সমর সেন
B
শামসুজ্জামান খান
C
সত্যেন সেন
D
সত্যেন্দ্রনাথ দত্ত
সত্যেন সেন ছিলেন একজন সাহিত্যিক ও রাজনীতিবিদ। তিনি ১৯০৭ সালে বিক্রমপুরের সোনারঙ গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৮ সালে তিনি ‘উদীচী’ নামের একটি সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা করেন এবং ১৯৭০ সালে উপন্যাস রচনার জন্য বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
তাঁর রচিত উপন্যাসসমূহ:
-
ভোরের বিহঙ্গী
-
রুদ্ধদ্বার মুক্তপ্রাণ
-
পদচিহ্ন
-
আলবেরুনী
-
সাত নম্বর ওয়ার্ড

0
Updated: 1 day ago
'নীলাঞ্জনার খাতা' উপন্যাসের রচয়িতা কে?
Created: 4 weeks ago
A
জীবনানন্দ দাশ
B
বুদ্ধদেব বসু
C
বিষ্ণু দে
D
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
বুদ্ধদেব বসু:
-
তিনি তিরিশের দশকের একজন সাহিত্যিক, সমালোচক ও সম্পাদক ছিলেন।
-
জন্ম: ১৯০৮ সালের ৩০ নভেম্বর, কুমিল্লায়।
-
তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের মালখানগরে।
বুদ্ধদেব বসুর রচিত গল্পগ্রন্থ:
-
অভিনয়, অভিনয় নয়
-
রেখাচিত্র
-
হাওয়া বদল ইত্যাদি
বুদ্ধদেব বসুর রচিত উপন্যাস:
-
তিথিডোর
-
সাড়া
-
সানন্দা
-
লালমেঘ
-
পরিক্রমা
-
কালো হাওয়া
-
নির্জন স্বাক্ষর
-
নীলাঞ্জনার খাতা ইত্যাদি
বুদ্ধদেব বসুর রচিত কাব্যগ্রন্থ:
-
কঙ্কাবতী
-
দময়ন্তী
-
মর্মবাণী
-
যে আঁধার আলোর অধিক
বুদ্ধদেব বসুর রচিত নাটক:
-
মায়া মালঞ্চ
-
তপস্বী ও তরঙ্গিনী
-
কলকাতার ইলেক্টা ও সত্যসন্ধ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

0
Updated: 4 weeks ago