প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্যে সময়ের পার্থক্য কত মিনিট?
A
১ মিনিট
B
২ মিনিট
C
৩ মিনিট
D
৪ মিনিট
উত্তরের বিবরণ
গ্রিনিচ মান সময় বা GMT পৃথিবীর সময় নির্ধারণের মূল কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় এবং বাংলাদেশের সাথে এর সময় পার্থক্য ৬ ঘণ্টা। অর্থাৎ, বাংলাদেশ সময় GMT-এর থেকে ৬ ঘণ্টা এগিয়ে।
-
পৃথিবীতে প্রতি ১ ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় ৪ মিনিট।
-
তাই ২০ ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য দাঁড়ায় ৮০ মিনিট।
-
বাংলাদেশ গ্রিনিচ মানমন্দির থেকে প্রায় ৯০ ডিগ্রি পূর্বে অবস্থিত, তাই বাংলাদেশের সময়ের সাথে গ্রিনিচের সময়ের পার্থক্য ৯০ × ৪ = ৩৬০ মিনিট বা ৬ ঘণ্টা।
-
গ্রীনিচের পূর্বদিকে যে সকল স্থান রয়েছে, তাদের সময় গ্রীনিচের সময়ের থেকে এগিয়ে থাকে।
-
বিপরীতে, গ্রীনিচের পশ্চিমে অবস্থিত স্থানগুলোর সময় গ্রীনিচ মান সময়ের থেকে পিছিয়ে থাকে।

0
Updated: 19 hours ago