What type of literary work is A Christmas Carol?
A
Epic
B
Play
C
Ballad
D
Short Novel
উত্তরের বিবরণ
A Christmas Carol
-
এটি Charles Dickens রচিত একটি Novella/Short Novel।
-
প্রকাশিত হয় 1843 সালে।
-
Novella হলো ছোট গল্পের চেয়ে বড় কিন্তু পূর্ণাঙ্গ উপন্যাসের চেয়ে ছোট সাহিত্যকর্ম।
মূল বিষয়বস্তু:
-
গল্পের কেন্দ্রীয় চরিত্র Ebenezer Scrooge, একজন বৃদ্ধ ও কৃপণ মানুষ।
-
বড়দিনের আগের রাতে, তার সামনে কয়েকজন ভূতের আবির্ভাব ঘটে।
-
প্রথমে আসে মৃত ব্যবসায়িক অংশীদার Jacob Marley এর আত্মা।
-
এরপর আসে তিনটি আত্মা, যারা স্ক্রুজকে দেখায় তার কৃপণতা ও নির্মম আচরণের প্রভাব এবং মানুষের কষ্ট।
-
-
গল্পের শেষে, স্ক্রুজ নিজেকে বদলে উদার, দয়ালু ও সহানুভূতিশীল মানুষ হয়ে ওঠে।
Charles Dickens (1812–1870)
-
ইংরেজ novelist, Victorian যুগের অন্যতম শ্রেষ্ঠ লেখক।
-
তার সাহিত্য সাধারণ মানুষ থেকে অভিজাত সব ধরনের পাঠকের কাছে আকর্ষণীয়।
Best Works:
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
Source:
0
Updated: 1 month ago
Midnight’s Children is written by
Created: 1 month ago
A
Arundhati Roy
B
Vikram Seth
C
Jhumpa Lahiri
D
Salman Rushdie
Midnight’s Children হলো Salman Rushdie-এর লেখা একটি allegorical novel, যা ১৯৮১ সালে প্রকাশিত হয়। এটি একটি ঐতিহাসিক উপন্যাস, যেখানে ১৯৪৭ সালের ভারতীয় স্বাধীনতা ও দেশভাগ প্রধান প্রেক্ষাপট হিসেবে ব্যবহৃত হয়েছে।
উপন্যাসটির মূল চরিত্র সেলিম সানাই, যিনি ভারতের স্বাধীনতার ঠিক মুহূর্তে জন্মগ্রহণ করেন। তার জীবন ও অতিপ্রাকৃত ক্ষমতাগুলি ভারতের জাতীয় ইতিহাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। সেলিমের জন্মের সময় মুম্বাইয়ের একটি হাসপাতালে দুইটি শিশুর জন্ম হয়—একজন উচ্চবংশীয় মুসলিম পরিবারে এবং অন্যজন নিম্নবর্ণের হিন্দু পরিবারে। কিন্তু এক নার্স তাদের স্থান পরিবর্তন করে দেয়, ফলে সেলিম প্রকৃতপক্ষে এক নিম্নবর্ণের হিন্দু নারীর অবৈধ সন্তান।
Salman Rushdie:
-
পূর্ণ নাম: Sir Ahmed Salman Rushdie
-
জন্ম: June 19, 1947, Bombay (বর্তমান মুম্বাই), India
-
পরিচিতি: Indian-born British writer
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
-
Midnight's Children
-
Shame
-
The Satanic Verses
Source:
0
Updated: 1 month ago
To her surprise, though, Julius has changed and has stopped ______ to the rich and powerful.
Created: 1 month ago
A
disdaining
B
challenging
C
scorning
D
kowtowing
• Complete sentence:
To her surprise, though, Julius has changed and has stopped kowtowing to the rich and powerful.
-
Bangla meaning: তার বিস্ময়ের বিষয়, তবে, জুলিয়াস বদলে গেছে এবং ধনী ও ক্ষমতাশালীদের প্রতি অতিরিক্ত তোষামোদ করা বন্ধ করেছে।
• Given options:
-
ক) disdaining — ঘৃণা করা; অবজ্ঞা করা; তাচ্ছিল্য করা
-
খ) challenging — কঠিন বা দুরূহ; প্রশ্ন তোলা বা আপত্তি জানানো
-
গ) scorning — তিরস্কার; ঘৃণায় পরিহার করা
-
ঘ) irascible — (আনুষ্ঠানিক) কোপনস্বভাব; ক্রোধিষ্ট; খিটখিটে
-
ঙ) kowtowing — অত্যন্ত বিনয় প্রদর্শন করা; অতিরিক্ত তোষামোদ করা
• সুতরাং, শূন্যস্থানে সঠিক শব্দ হবে — ঙ) kowtowing
-
বাক্যটি ইঙ্গিত দেয় যে জুলিয়াস আগে ধনী এবং ক্ষমতাবানদের প্রতি অতিরিক্ত তোষামোদ করতেন, কিন্তু এখন তা বন্ধ করেছে।
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary
0
Updated: 1 month ago
Who is the speaker of the soliloquy "To be or not to be, that is the question"?
Created: 1 month ago
A
Hamlet
B
Macbeth
C
Romeo
D
Julius Caesar
"To be or not to be, that is the question" এই বিখ্যাত সলিলোকুইটির বক্তা হল হ্যামলেট। এটি উইলিয়াম শেক্সপিয়ারের নাটক Hamlet থেকে নেওয়া। হ্যামলেট, ডেনমার্কের রাজপুত্র, তাঁর জীবনের অর্থ এবং মৃত্যুর প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে গভীরভাবে চিন্তা করছেন। এই সলিলোকুইটে তিনি জীবনের কষ্ট এবং মৃত্যুর অনিশ্চয়তা নিয়ে দ্বিধার মধ্যে রয়েছেন, ভাবছেন জীবনের দুঃখ ও যন্ত্রণার মুখোমুখি হওয়া উচিত নাকি মৃত্যু দ্বারা মুক্তি পাওয়া উচিত। এটি হ্যামলেটের মানসিক অবস্থা এবং গভীর দার্শনিক চিন্তার প্রতিফলন।
সঠিক উত্তর: ক) Hamlet
বিস্তারিত আলোচনা:
-
Hamlet হলো Shakespeare রচিত সবচেয়ে বিখ্যাত ট্র্যাজিডিগুলোর একটি।
-
এটি ৫ অঙ্কের ট্র্যাজিডি, যা ১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা হয় এবং ১৬০৩ সালে প্রকাশিত হয়।
-
হ্যামলেট জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে বাবার শেষকৃত্যে অংশগ্রহণ করতে এবং জানতে পারে তার চাচা Claudius, তার মা Gertrude কে বিয়ে করেছে এবং চাচাই তার বাবার খুনী।
-
এরপর প্রিন্স হ্যামলেট প্রতিশোধ নেওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেন এবং ঘটনাগুলোর মধ্য দিয়ে ট্র্যাজিডি এগিয়ে যায়।
-
নাটকের antagonist বা ভিলেন হিসেবে দেখানো হয়েছে Claudius-কে।
-
শেষাংশে হ্যামলেটের মৃত্যুর মাধ্যমে ট্র্যাজিডিটি সমাপ্ত হয়।
-
Important Characters of Hamlet:
-
Hamlet
-
Ophelia (Heroine)
-
Claudius
-
Gertrude
-
Horatio (Loyal and best friend of Hamlet)
-
Polonius (Ophelia's Father)
-
Laertes (Ophelia's Uncle)
Famous Quotations from Hamlet:
-
Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend.
-
To be or not to be, that is the question.
-
Frailty, thy name is woman.
-
Brevity is the soul of wit.
-
Listen to many, speak to a few.
-
Though this be madness, yet there is method in't.
-
Conscience doth make cowards of us all.
-
There is divinity that shapes our end.
0
Updated: 1 month ago