"Veni, Vidi, Vici (I came, I saw, I conquered)"- This line is from:
A
King Lear
B
Julius Caesar
C
As You Like It
D
Twelfth Night
উত্তরের বিবরণ
Julius Caesar
-
এটি William Shakespeare এর লেখা একটি Historical Play এবং Tragedy।
-
লেখা হয়েছে ১৫৯৯–১৬০০ সালের মধ্যে এবং ১৬২৩ সালে First Folio তে প্রকাশিত হয়।
Short Summary:
-
Julius Caesar-এর ক্ষমতার বৃদ্ধি রোমান সেনেটের কিছু সদস্যের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে।
-
Cassius ও Brutus বিশ্বাস করেন যে Caesar একনায়ক হয়ে উঠছেন, তাই তারা ষড়যন্ত্র করে তাকে হত্যা করার সিদ্ধান্ত নেন।
-
সেনেটে Caesar-কে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
-
বিখ্যাত উক্তি “Et tu, Brute?”—Caesar তার বন্ধু Brutus-কে হত্যাকারীদের মধ্যে দেখে বিস্মিত হয়ে বলেন।
-
মৃত্যুর পর, Mark Antony জনসাধারণকে উত্তেজিত করে বিদ্রোহ সৃষ্টি করেন।
-
Brutus ও Cassius পালিয়ে যুদ্ধ করেন, কিন্তু শেষ পর্যন্ত পরাজিত হয়ে আত্মহত্যা করেন।
Main Characters:
-
Julius Caesar
-
Brutus
-
Cassius
-
Mark Antony
-
Octavius
-
Cleopatra
Famous Quotes:
-
“Cowards die many times before their death; The valiant never taste of death but once.”
-
“Veni, Vidi, Vici” (I came, I saw, I conquered)
-
“Et tu, Brute?” (You too, Brutus?)
Source:
0
Updated: 1 month ago
Choose the correct sentence:
Created: 2 months ago
A
We elected him the chairman.
B
We elected him chairman.
C
We elected him as chairman.
D
We elected him to be chairman.
সঠিক উত্তর: খ) We elected him chairman
Grammar Rule: Complement-এর আগে "the" ব্যবহার না করা
-
কিছু verbs যেমন select, elect, appoint, make, nominate, crown এর পর object-এর complement-এর আগে article "the" সাধারণত বসে না।
উদাহরণ:
-
Incorrect: We elected him the chairman.
-
Correct: We elected him chairman
-
Incorrect: They selected me the captain
-
Correct: They selected me captain
তবে নির্দিষ্ট অর্থে "the" ব্যবহার করা যায়:
We made him the chairman of the meeting
অন্যান্য বিকল্পের ব্যাখ্যা
-
ক) We elected him the chairman:
-
Grammar অনুযায়ী এখানে "the" অপ্রয়োজনীয়।
-
-
গ) We elected him as chairman:
-
"Elect + object + as + complement" গঠন standard ইংরেজিতে ভুল।
-
-
ঘ) We elected him to be chairman:
-
"To be" phrase ছাড়া বাক্যের অর্থ পরিষ্কারভাবে প্রকাশ করা সম্ভব।
-
উৎস: A Passage to the English Language – S.M. Zakir Hussain
0
Updated: 2 months ago
Who authored the novel 'Kim'?
Created: 2 months ago
A
Joseph Conrad
B
Rudyard Kipling
C
Millington Synge
D
Henry James
Kim
-
লেখক: Rudyard Kipling
-
প্রকাশ: 1901
-
বিষয়: ভারতীয় সংস্কৃতির নস্টালজিক ও রঙিন চিত্র, বিশেষ করে রাস্তাঘাটের জীবনের বৈচিত্র্য
Rudyard Kipling
-
Indian-born British journalist
-
শিশু-কিশোর বিষয়ক রচনার জন্য বিখ্যাত
Famous Novels:
-
Kim
-
The Jungle Book
-
Puck of Pook's Hill
-
Captain Courageous
-
Limits & Renewals
-
Just So Stories
-
Soldiers Three
-
The Light that Failed
-
Plain Tales from the Hills
-
Seven Seas
-
The White Man's Burden
0
Updated: 2 months ago
“Why, then, 'tis none to you, for there is nothing either good or bad, but thinking makes it so”. This extract is taken from the drama-
Created: 1 month ago
A
King Lear
B
Macbeth
C
As You Like It
D
Hamlet
Why, then, 'tis none to you, for there is nothing either good or bad, but thinking makes it so”.
- উল্লেখিত লাইনটি শেক্সপিয়ারের Hamlet নাটক থেকে নেওয়া।
- লাইনটি Act 2, Scene 2-এর অন্তর্ভুক্ত। Hamlet এই কথাটি Rosencrantz-কে উদ্দেশ্য করে বলে।
• Hamlet' in Shakespeare's Hamlet is a prince of - Denmark.
- Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet is one of the most celebrated tragedies in English literature.
- তাঁর অন্যান্য tragedy গুলোর মত এটিও 5acts বিশিষ্ট।
- ১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা এই tragedy টি প্রকাশিত হয় ১৬০৩ সালে।
- এর কেন্দ্রীয় চরিত্র Hamlet ছিলেন prince of Denmark যিনি জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসেন তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ করতে এবং জানতে পারে যে তার চাচা Claudius তার মাকে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।
- সত্য উদঘাটনের পর বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে tragedy এর কাহিনি সামনে এগিয়ে যায় এবং শেষাংশে Hamlet এর মৃত্যুর মধ্যে দিয়ে এর সমাপ্তি ঘটে।
• The important characters of Hamlet:
- Ophelia,
- Hamlet,
- Claudius,
- Gertrude,
- Horatio,
- Polonius etc.
• Famous quotations of Hamlet:
- 'To be or not to be that is the question',
- 'Frailty, thy name is woman',
- Brevity is the soul of wit',
Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend',
'There is divinity that shapes our end'.
Source: Britannica.
0
Updated: 1 month ago