Who wrote play 'Caesar and Cleopatra'?
A
William Shakespeare
B
George Bernard Shaw
C
Oscar Wilde
D
Christopher Marlowe
উত্তরের বিবরণ
Caesar and Cleopatra
-
এটি George Bernard Shaw রচিত একটি 4-act tragedy play।
-
রচনা করা হয় ১৮৯৮ সালে এবং প্রথম প্রকাশিত হয় ১৯০১ সালে।
-
Shaw-এর প্রথম গুরুত্বপূর্ণ নাটক হিসেবে বিবেচিত।
G. B. Shaw (1856–1950)
-
পুরো নাম: George Bernard Shaw
-
একজন Irish নাট্যকার ও সাহিত্য সমালোচক, Modern period-এর প্রভাবশালী নাট্যকার।
-
১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
Famous Plays of G.B. Shaw:
-
Pygmalion (Romantic play)
-
Major Barbara (Social satire)
-
Mrs. Warren's Profession (play)
-
Arms and the Man (Romantic comedy)
-
Heartbreak House
-
Caesar and Cleopatra (play/tragedy)
-
Man and Superman (Comedy play)
-
The Doctor's Dilemma (satire drama/play, Epilogue)
-
St. Joan of Arc
Note: William Shakespeare-এর Antony and Cleopatra নামের একটি tragedy play ও আছে।
Source:

0
Updated: 19 hours ago
The Sun Rising is a famous poem written by
Created: 4 weeks ago
A
T. S. Eliot
B
W. B. Yeats
C
John Donne
D
Alexander Pope
• The Sun Rising:
- It is a poem by John Donne.
- এই কবিতাটি Songs and Sonnets এর অন্তর্ভুক্ত হয়ে ১৬৩৩ সালে কবির মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল।
- তাঁর অধিকাংশ কবিতাগুলোর মত এই কবিতাটিরও মূল উপজীব্য বিষয় হচ্ছে কবির প্রেমিকাকে ঘিরে তাঁর ভালোবাসার বহিঃপ্রকাশ।
- কবিতায় কবি সূর্যকে উদ্দেশ্যে করে বলেন, সূর্য যেনো তার রশ্মি দিয়ে তাদের ঘরকে আলোকিত এবং বিছানাকে উষ্ণ রাখেন।
- কারণ এতে করে তিনি এবং তার প্রেমিকা একে অপরের সাথে সারাদিন সেখানে থাকতে পারবেন এবং তাদের কাজে যেতে হবে না।
• John Donne:
- John Donne, Renaissance যুগের একজন কবি।
- Metaphysical poetry এর জনক বলা হয় John Donne কে।
- তিনি আধ্যাত্বিক কবিতার সূচনা করেছিলেন তাই তাকে Father of Metaphysical poetry বলা হয়।
- এছাড়াও তিনি Poet of Love and Religious হিসেবেও পরিচিত।
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর John Done এর কবিতা দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন।
• তাঁর বিখ্যাত কিছু কবিতা হচ্ছে:
- The Good Morrow,
- The Canonization,
- The Flea,
- The Sun Rising,
- A Valediction: Forbidding Mourning.

0
Updated: 4 weeks ago
"There's a divinity that shapes our ends"
This quotation is taken from-
Created: 1 month ago
A
As You Like It
B
Macbeth
C
Hamlet
D
Othello
Famous Quotations from Hamlet
-
“To be or not to be, that is the question.”
-
“Frailty, thy name is woman.”
-
“Brevity is the soul of wit.”
-
“Listen to many, speak to a few.”
-
“Though this be madness, yet there is method in’t.”
-
“Conscience does make cowards of us all.”
-
“One may smile, and smile, and be a villain.”
-
“There’s a divinity that shapes our ends, rough-hew them how we will.”
-
“There is nothing either good or bad, but thinking makes it so.”
-
“There are more things in heaven and earth, Horatio, than are dreamt of in your philosophy.”
William Shakespeare (1564–1616)
-
William Shakespeare ছিলেন একাধারে English poet, dramatist এবং actor।
-
তাঁকে বলা হয় English National Poet।
-
Stratford-upon-Avon-এ জন্মগ্রহণ করার কারণে তাঁকে Bard of Avon বা Swan of Avon বলা হয়।
-
তাঁকে অনেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচনা করেন।
-
Shakespeare বিশ্বসাহিত্যে এক অদ্বিতীয় স্থান অধিকার করে আছেন।
-
তিনি মূলত তাঁর drama ও sonnet-এর জন্য বিখ্যাত।
-
তাঁর রচনায় রয়েছে: ১৫৪ টি sonnet এবং ৩৭ টি play।
-
এছাড়াও তিনি long narrative poems লিখেছেন।
Notable Plays by Shakespeare
-
A Midsummer Night’s Dream
-
All’s Well That Ends Well
-
Antony and Cleopatra
-
As You Like It
-
Hamlet
-
Julius Caesar
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Measure for Measure
-
Much Ado About Nothing
-
Richard III
-
The Taming of the Shrew
-
The Tempest
Source: Britannica

0
Updated: 1 month ago
Who wrote the poem 'The Second Coming?'
Created: 19 hours ago
A
T.S. Eliot
B
Robert Frost
C
William Shakespeare
D
William Butler Yeats
The Second Coming হলো William Butler Yeats রচিত একটি বিখ্যাত কবিতা। এটি দুটি স্তরবিশিষ্ট(blank verse) কবিতা, যা ভবিষ্যদ্বাণীমূলক (prophetic) ধাঁচের। কবিতায় Yeats প্রথম বিশ্বযুদ্ধের পরের বিশৃঙ্খল পরিস্থিতি, সমাজের অস্থিরতা এবং সভ্যতার অনিশ্চিত ভবিষ্যৎ তুলে ধরেছেন।
William Butler Yeats (1865–1939)
-
একজন আইরিশ কবি, নাট্যকার ও সাহিত্যিক, আধুনিক ইংরেজি সাহিত্যের অন্যতম প্রধান ব্যক্তিত্ব।
-
তাঁর সাহিত্যকর্ম আয়ারল্যান্ডের ঐতিহ্য, রাজনীতি ও নিজ জন্মভূমির প্রতি ভালোবাসার প্রতিফলন বহন করে।
-
Yeats কে Ireland-এর National Poet বলা হয়।
-
তিনি ১৯২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন, প্রথম আইরিশ হিসেবে।
প্রধান কবিতাসমূহ:
-
No Second Troy
-
The Second Coming
-
A Prayer for My Daughter
-
The Tower
-
Easter 1916
-
September 1913
-
The Stolen Child
-
Sailing to Byzantium
-
The Lake Isle of Innisfree
-
The Man Who Dreamed of Fairyland
-
An Irish Airman Foresees His Death
উৎস:

0
Updated: 19 hours ago