'For Whom the Bell Tolls' is a novel by-
A
John Donne
B
Mark Twain
C
Ernest Hemingway
D
Christopher Marlowe
উত্তরের বিবরণ
For Whom the Bell Tolls
-
এটি Ernest Hemingway রচিত একটি উপন্যাস।
-
প্রকাশিত হয় ১৯৪০ সালে।
-
কাহিনী স্পেনের Segovia শহরকে কেন্দ্র করে এবং Spanish Civil War-এর প্রেক্ষাপটে রচিত।
Important Characters:
-
Robert Jordan
-
Maria
-
Pablo
-
Pilar
Ernest Hemingway (1899–1961)
-
একজন আমেরিকান novelist এবং short-story writer।
-
১৯৫৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
Notable Novels:
-
For Whom the Bell Tolls
-
The Old Man and The Sea
-
A Farewell to Arms
-
The Sun Also Rises
-
Death in the Afternoon
Note: ‘For Whom the Bell Tolls’ নামের কবিতা লিখেছেন John Donne।
Source:

0
Updated: 19 hours ago
Endymion is written by -
Created: 2 weeks ago
A
P.B. Shelley
B
John Keats
C
T.S. Eliot
D
Thomas Hardy
Endymion
-
John Keats রচিত দীর্ঘ narrative poem।
-
গ্রীক পুরাণে Endymion ছিলেন এক অনিন্দ্য সুন্দর রাখাল, যার প্রেমিকা ছিল Cynthia।
-
কবিতায় সৌন্দর্য ও তার চিরস্থায়ী সত্যের অনুসন্ধান তুলে ধরা হয়েছে।
-
মূল বক্তব্য: সৌন্দর্য আমাদের অন্তরকে আলোকিত করে রাখে।
-
প্রথম লাইন: “A thing of beauty is a joy forever.”
John Keats
-
ইংরেজি রোমান্টিক যুগের কবি, পরিচিত ‘Poet of Beauty’ নামে।
-
তার কাব্যে জীবন্ত চিত্রকল্প, গভীর সংবেদনশীলতা এবং শাশ্বত সৌন্দর্যের দর্শন প্রকাশিত হয়েছে।
প্রসিদ্ধ কবিতা
-
Ode to Psyche
-
Ode on Melancholy
-
To Autumn
-
Bright Star
-
On First Looking into Chapman’s Homer
-
Lamia
-
Hyperion
-
The Eve of St. Agnes
-
La Belle Dame Sans Merci
-
Endymion

0
Updated: 2 weeks ago
The synonym of the word "Kudos" is -
Created: 4 days ago
A
Criticism
B
Neglect
C
Disgrace
D
Praise
Kudos (Noun)
-
English Meaning: The public admiration that a person receives as a result of a particular achievement or position in society.
-
Bangla Meaning: (কথ্য) সম্মান ও গৌরব; অভিনন্দন, প্রশংসা করা।
Synonyms:
-
Applause – সমর্থন বা অভিনন্দনজ্ঞাপক তুমুল হর্ষধ্বনি বা করতালি।
-
Fame – খ্যাতি।
-
Credit – কৃতিত্ব।
-
Acclaim – প্রশংসা।
-
Accolade – জয়ধ্বনি।
Antonyms:
-
Dishonor – অমর্যাদা।
-
Condemnation – নিন্দা।
-
Disrespect – অসম্মান করা।
-
Blame – দোষারোপ করা।
-
Denunciation – অভিশাপ, ভীতিপ্রদর্শন।
উল্লিখিত অপশনগুলো:
-
Criticism – খুঁতসন্ধান।
-
Neglect – অযত্ন/অবহেলা/অবজ্ঞা/অনাদর করা।
-
Disgrace – সম্মানহানি; খ্যাতিনাশ।
-
Praise – প্রশংসা/গুণকীর্তন/তারিফ/সুখ্যাতি করা।
Example Sentences:
-
Being an actor has a certain amount of kudos attached to it.
-
Kudos to everyone who helped.
Source:

0
Updated: 4 days ago
Choose the correct literary time frame of the Victorian period.
Created: 1 month ago
A
1742-1901
B
1832-1901
C
1862-1901
D
1842-1905
Victorian Period (1832–1901)
সঠিক উত্তর: খ) 1832-1901
সংক্ষিপ্ত বিবরণ:
-
নামকরণ: Queen Victoria (শাসনকাল শুরু 1837) এর নামে
-
শুরুর বছর: 1832 (সাহিত্যিক বৈশিষ্ট্যে বড় পরিবর্তনের কারণে)
-
মূল বৈশিষ্ট্য: শিল্প, সমাজ ও নৈতিকতার পরিবর্তন; সামাজিক সমস্যা ও বাস্তবধর্মী সাহিত্য
-
Fabian Society (1883) প্রতিষ্ঠিত হয় শ্রেণি-সংঘর্ষে সহিংসতা এড়ানোর জন্য; সদস্যদের একজন ছিলেন G.B. Shaw
দুইটি সময়কাল:
-
The Pre-Raphaelites (1848–1860)
-
Aestheticism & Decadence (1880–1901)
প্রধান লেখকরা:
-
Charles Dickens
-
Thomas Hardy
-
Matthew Arnold
-
Lord Alfred Tennyson
-
Robert Browning
-
George Eliot
-
Samuel Butler

0
Updated: 1 month ago