Who is the author of novel 'David Copperfield'?
A
W.B Yeats
B
G.B Shaw
C
Charles Dickens
D
Thomas Hardy
উত্তরের বিবরণ
David Copperfield
-
এটি Charles Dickens রচিত একটি উপন্যাস।
-
পুরো নাম: The Personal History of David Copperfield।
-
প্রকাশিত হয় ১৮৫০ সালে।
-
Dickens এটিকে তার “favorite child” বা প্রিয় উপন্যাস হিসেবে উল্লেখ করতেন।
-
এটি semi-autobiographical, অর্থাৎ লেখকের নিজের জীবন থেকে অনুপ্রাণিত।
-
কাহিনী রাণী ভিক্টোরিয়ার শাসনামলের প্রথম দিককে প্রেক্ষাপট হিসেবে ব্যবহার করেছে।
Short Summary:
-
মাঝবয়সী David Copperfield তার অতীত জীবন স্মৃতিচারণ করেন।
-
জন্মের আগে তার বাবা মারা যান। মা Mrs. Clara Copperfield পুনর্বিবাহ করেন।
-
David আট বছর বয়সে Salem House নামের বোর্ডিং স্কুলে ভর্তি হন।
-
তার নিকটতম সাপোর্ট সিস্টেম ছিল Peggotty, গৃহপরিচারিকা।
-
বোর্ডিং স্কুলে তার ঘনিষ্ঠ বন্ধু হন Tommy Traddles এবং Steerforth।
-
Peggotty এর বাড়িতে কাটানো সময় তার জীবনের উল্লেখযোগ্য সুখকর সময় হিসেবে চিহ্নিত।
Charles Dickens (1812–1870)
-
একজন ব্রিটিশ ঔপন্যাসিক, যাকে Victorian যুগের সেরা লেখক হিসেবে বিবেচনা করা হয়।
Best Works (Novels):
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
-
Hard Times
-
The Pickwick Papers
Source:

0
Updated: 20 hours ago
The play 'The Alchemist' was written by-
Created: 1 week ago
A
Ben Jonson
B
Jeremy Taylor
C
George Herbert
D
Sir John Suckling
The Alchemist – Play by Ben Jonson
১. About the Play
-
Title: The Alchemist
-
Author: Ben Jonson
-
Genre: Comedy
-
Acts: 5
-
Date of Publication: 1612
-
Plot Overview:
-
নাটকটি revolves around Lovewit, যিনি তার লন্ডনের বাড়ির দায়িত্ব দেয় তার চতুর চাকর Face-এর হাতে।
-
নাটকটি হাস্যরসাত্মক উপায়ে লোভ, প্রতারণা ও মানুষের দুর্বলতা তুলে ধরে।
-
২. About Ben Jonson
-
English writer, Stuart dramatist, lyric poet, এবং literary critic।
-
তাকে বলা হয় Father of Comedy of Humours।
-
Jonson-এর নাটকগুলোতে চরিত্রগুলোর ব্যক্তিত্বের বৈশিষ্ট্য (humours) বিশেষভাবে ফুটে ওঠে।
৩. Notable Plays by Ben Jonson
-
Every Man in His Humour (1598)
-
Volpone (1605)
-
Epicoene; or, The Silent Woman (1609)
-
The Alchemist (1610)
-
Bartholomew Fair (1614)
৪. Important Note
-
এটি Ben Jonson-এর নাটক, পৌলো কোয়েলোর 1988 সালের উপন্যাস "The Alchemist" এর সঙ্গে সংযোগ নেই।

0
Updated: 1 week ago
What is Captain Bluntschli famously known for carrying in his cartridge pouch in the play "Arms and the Man"?
Created: 2 weeks ago
A
A photograph
B
Chocolates
C
Gold coins
D
Gunpowder
Arms and the Man
-
লেখক: George Bernard Shaw
-
ধরণ: Romantic comedy drama
-
প্রকাশ: 1885, Serbo-Bulgarian War প্রেক্ষাপটে
-
শিরোনাম: Roman poet Virgil এর Aeneid থেকে নেওয়া, যুদ্ধকে glorify করার জন্য
-
কাহিনী বিশেষত্ব: ক্যাপ্টেন Bluntschli যুদ্ধক্ষেত্রে গুলি রাখার বদলে চকোলেট বহন করতেন → “the chocolate-cream soldier”
-
নাটকে Serbo-Bulgarian War-এর প্রতিফলন
G. B. Shaw
-
পূর্ণ নাম: George Bernard Shaw
-
Irish playwright ও literary critic
-
Modern Period-এর নাট্যকার
-
Nobel Prize: 1925
-
বিখ্যাত ‘drama of ideas’ এর জন্য
Famous Plays:
-
Pygmalion (Romantic play)
-
Major Barbara (Social satire)
-
Mrs. Warren's Profession
-
Arms and the Man (Romantic comedy)
-
Caesar and Cleopatra (Play/tragedy)
-
Man and Superman (Comedy play)
-
The Doctor's Dilemma (Satire drama, Epilogue)
-
St. Joan of Arc

0
Updated: 2 weeks ago
She is committed to _______ her skills.
Created: 4 weeks ago
A
improving
B
be improved
C
be improving
D
improve
Use of Verb+ing after Certain Phrases with “to”
-
সাধারণত to এর পর Verb এর base form আসে, তবে কিছু বিশেষ phrase বা expression এর পরে verb+ing ব্যবহার হয়।
প্রধান phrase সমূহ:
-
With a view to
-
With an eye to
-
Accustomed to
-
Adhere to
-
Adverse to
-
Addicted to
-
Committed to
-
Confess to
-
Devoted to
-
Look forward to
-
Conducive to
-
Be used to
-
Get used to
Correct Sentence Example:
-
She is committed to improving her skills.
-
এখানে committed to phrase এর পরে improving ব্যবহার করা হয়েছে।
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain

0
Updated: 4 weeks ago