Who is the author of novel 'David Copperfield'?
A
W.B Yeats
B
G.B Shaw
C
Charles Dickens
D
Thomas Hardy
উত্তরের বিবরণ
David Copperfield
-
এটি Charles Dickens রচিত একটি উপন্যাস।
-
পুরো নাম: The Personal History of David Copperfield।
-
প্রকাশিত হয় ১৮৫০ সালে।
-
Dickens এটিকে তার “favorite child” বা প্রিয় উপন্যাস হিসেবে উল্লেখ করতেন।
-
এটি semi-autobiographical, অর্থাৎ লেখকের নিজের জীবন থেকে অনুপ্রাণিত।
-
কাহিনী রাণী ভিক্টোরিয়ার শাসনামলের প্রথম দিককে প্রেক্ষাপট হিসেবে ব্যবহার করেছে।
Short Summary:
-
মাঝবয়সী David Copperfield তার অতীত জীবন স্মৃতিচারণ করেন।
-
জন্মের আগে তার বাবা মারা যান। মা Mrs. Clara Copperfield পুনর্বিবাহ করেন।
-
David আট বছর বয়সে Salem House নামের বোর্ডিং স্কুলে ভর্তি হন।
-
তার নিকটতম সাপোর্ট সিস্টেম ছিল Peggotty, গৃহপরিচারিকা।
-
বোর্ডিং স্কুলে তার ঘনিষ্ঠ বন্ধু হন Tommy Traddles এবং Steerforth।
-
Peggotty এর বাড়িতে কাটানো সময় তার জীবনের উল্লেখযোগ্য সুখকর সময় হিসেবে চিহ্নিত।
Charles Dickens (1812–1870)
-
একজন ব্রিটিশ ঔপন্যাসিক, যাকে Victorian যুগের সেরা লেখক হিসেবে বিবেচনা করা হয়।
Best Works (Novels):
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
-
Hard Times
-
The Pickwick Papers
Source:
0
Updated: 1 month ago
"A Little Cloud" is a short story written by -
Created: 1 month ago
A
George Orwell
B
D. H. Lawrence
C
James Joyce
D
O' Henry
A Little Cloud হলো James Joyce–এর রচিত একটি ছোটগল্প, যা তার বিখ্যাত সংকলন Dubliners (1914)–এর অন্তর্ভুক্ত। গল্পটি ডাবলিন শহরের মধ্যবিত্ত জীবনের সীমাবদ্ধতা, হতাশা এবং আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি হিসেবে পরিচিত।
Characters
-
Little Chandler
-
Ignatius Gallaher
সারসংক্ষেপ
-
শান্ত স্বভাবের অফিসকর্মী Little Chandler তার পুরনো বন্ধু Gallaher–এর সঙ্গে দেখা করেন।
-
Gallaher-এর সফল জীবনের সঙ্গে নিজের সীমাবদ্ধ জীবন তুলনা করে Chandler হতাশ হয়ে পড়েন।
-
Chandler কবি হওয়ার স্বপ্ন দেখলেও তা বাস্তবায়িত হয়নি; সংসার ও জীবনের একঘেয়েমিতে তিনি বিষণ্নতায় ভোগেন।
-
গল্পের শেষে Chandler সন্তানের কোলে কান্নায় ভেঙে পড়েন, যা স্বপ্নভঙ্গ এবং জীবনের শূন্যতা প্রকাশ করে।
James Joyce
-
জন্ম: ১৮৮২, ডাবলিন, আয়ারল্যান্ড
-
তিনি একজন আইরিশ ঔপন্যাসিক, কবি এবং ছোটগল্পকার ছিলেন।
-
বিংশ শতাব্দীর Modern Period–এর একজন গুরুত্বপূর্ণ novelist।
-
Ulysses হলো তার বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস।
-
Stream-of-consciousness narrative technique–এর জন্য তিনি বিশেষভাবে পরিচিত।
-
Dubliners (1914)–এ ১৫টি ছোটগল্পের সংকলন রয়েছে।
Notable Works
-
Short Stories: After the Race, A Little Cloud, A Mother, An Encounter, A Painful Case, ইত্যাদি।
-
Plays: Exiles
-
Poems: Chamber Music, I Hear an Army, Penyeach
0
Updated: 1 month ago
Select the antonym of "Meticulous".
Created: 1 month ago
A
Careful
B
Methodical
C
Punctilious
D
Haphazard
The opposite of "Meticulous" is Haphazard, যা বোঝায় এলোমেলো বা পরিকল্পনাহীন কাজ, যেখানে কোনো নিয়ম বা সুপরিকল্পিত পদ্ধতি অনুসরণ করা হয় না।
• Meticulous (adjective)
-
English Meaning: showing great attention to detail; very careful and precise.
-
Bangla Meaning: অতিশয় যত্নশীল; খুঁতখুঁতে; খুব সতর্কভাবে ও নিখুঁতভাবে কাজ করা।
• Option Analysis:
-
Careful – সতর্ক; মনোযোগসহকারে কাজ করা।
-
Methodical – পদ্ধতিগত; নিয়ম মেনে কাজ করে এমন।
-
Punctilious – অতিরিক্ত নিয়ম-কানুন মেনে চলে; খুঁতখুঁতে।
-
Haphazard – এলোমেলো; পরিকল্পনাহীন; যা নিয়ম না মেনে বা কোনো পরিকল্পনা ছাড়া করা হয়।
• Example Sentence:
-
His haphazard approach to filing documents often led to lost papers.
-
দস্তাবেজ সংরক্ষণের ক্ষেত্রে তার এলোমেলো পদ্ধতি প্রায়শই নথি হারানোর কারণ হয়ে দাঁড়াত।
0
Updated: 1 month ago
Which one is the singular form?
Created: 2 months ago
A
alumni
B
media
C
radius
D
syllabi
সঠিক উত্তর: গ) radius
কিছু noun-এর অনিয়মিত plural রূপ
| Singular | Plural |
|---|---|
| alumnus | alumni |
| medium | media |
| radius | radii |
| syllabus | syllabi, syllabuses |
আরও উদাহরণ
| Singular | Plural |
|---|---|
| basis | bases |
| crisis | crises |
| memorandum | memoranda |
| vertex | vertices, vertexes |
| formula | formulae, formulas |
| oasis | oases |
| agendum | agenda |
| analysis | analyses |
উৎস:
-
A Passage to the English Language – S.M. Zakir Hussain
-
Applied English Grammar and Composition – P.C. DAS
0
Updated: 2 months ago