A
০°
B
১০০°
C
৪°
D
- ৪০°
উত্তরের বিবরণ
সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক নির্ধারণের জন্য আমরা নিচের সূত্রটি ব্যবহার করি:
C/5 = (F - 32)/9
এখানে, C = সেলসিয়াস তাপমাত্রা এবং F = ফারেনহাইট তাপমাত্রা।
এখন, যদি ধরা হয় উভয় স্কেলে তাপমাত্রা সমান (x), তাহলে সমীকরণ দাঁড়ায়—
x/5 = (x - 32)/9
এখন উভয় পক্ষকে গুণ করলে:
9x = 5x - 160
=> 4x = -160
=> x = -40
অতএব, সেলসিয়াস ও ফারেনহাইট উভয় স্কেলেই -৪০ ডিগ্রি তাপমাত্রা একই রকম মান নির্দেশ করে।
উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।

0
Updated: 2 weeks ago
আবাসিক বাড়ির বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়-
Created: 2 weeks ago
A
বিদ্যুৎ খরচ কমানোর উদ্দেশ্যে
B
অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের উদ্দেশ্যে
C
বৈদ্যুতিক বাল্ব থেকে বেশি আলো পাওয়ার জন্য
D
বৈদ্যুতিক যন্ত্রপাতি যাতে সুষ্ঠুভাবে কাজ করে
নিরাপত্তার জন্য সার্কিট ব্রেকার ও ফিউজের ব্যবহার:
-
যান্ত্রিক ত্রুটির কারণে কোনো বৈদ্যুতিক যন্ত্রের মধ্যে হঠাৎ অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ বৃদ্ধি পেলে সেটি অতিরিক্ত গরম হয়ে আগুনের ঝুঁকি তৈরি করতে পারে।
-
বাড়ি, হাসপাতাল, স্কুল কিংবা শিল্প কারখানাসহ বিভিন্ন স্থানে এই ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে।
-
এমন দুর্ঘটনা রোধ করতে বিদ্যুৎ সরবরাহ লাইনে সার্কিট ব্রেকার বা ফিউজ ব্যবহার করা হয়।
-
সার্কিট ব্রেকার বিশেষভাবে ডিজাইন করা হয় যাতে নির্দিষ্ট নিরাপদ মাত্রার বেশি বিদ্যুৎ প্রবাহ ঘটলে তা স্বয়ংক্রিয়ভাবে সার্কিট বন্ধ করে দেয়।
-
অন্যদিকে, ফিউজ একটি সরল পদ্ধতি, যেখানে যন্ত্রে প্রবাহিত বিদ্যুতের আগে একটি পাতলা, কম গলনাংকের তার দেওয়া থাকে।
-
যদি বিদ্যুৎ প্রবাহ নির্ধারিত মাত্রা ছাড়িয়ে যায়, তাহলে ফিউজের ওই পাতলা তার গরম হয়ে পুড়ে যায় এবং বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দিয়ে যন্ত্রকে সুরক্ষা দেয়।
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 weeks ago
মাটির পাত্রে পানি ঠাণ্ডা থাকে কেন?
Created: 2 weeks ago
A
মাটির পাত্র পানি থেকে তাপ শোষণ করে
B
মাটির পাত্র ভালো তাপ পরিবাহী
C
মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে
D
মাটির পাত্র তাপ কুপরিবাহী
গরমের দিনে মাটির কলসিতে পানি রেখে তা ঠান্ডা করা হয় বাষ্পায়নজনিত শীতলীকরণের মাধ্যমে।
মাটির তৈরি কলসির গায়ে অসংখ্য সূক্ষ্ম ছিদ্র থাকে, যার মাধ্যমে অল্প অল্প করে পানি চুঁইয়ে বাইরে বের হয়। ফলে কলসির বাইরের অংশ সবসময় ভেজা থাকে। এই ভেজা অংশের পানি বাষ্পে পরিণত হওয়ার সময় কলসির গা এবং আশেপাশের বাতাস থেকে সুপ্ত তাপ শোষণ করে।
এতে কলসির বাইরের অংশ ঠান্ডা হয়ে যায় এবং ধীরে ধীরে ভেতরের পানিও ঠান্ডা হয়। এই প্রক্রিয়ার ভিত্তিতেই রিফ্রিজারেটর বা ফ্রিজ কাজ করে।
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 weeks ago
কোনটি বেশি স্থিতিস্থাপক?
Created: 1 week ago
A
ইস্পাত
B
রাবার
C
কাচ
D
পানি
স্থিতিস্থাপকতা
কোনো বস্তুতে বল প্রয়োগ করলে যদি তার আকার, আয়তন কিংবা উভয়ই পরিবর্তিত হয় অর্থাৎ বস্তুটি বিকৃত হয়, এবং বল সরিয়ে নেয়ার পর যদি সেই বস্তু আবার আগের অবস্থায় ফিরে আসে—তাহলে এ ধর্মকে স্থিতিস্থাপকতা বলা হয়।
যেসব বস্তু বেশি বাধা দিতে পারে, অর্থাৎ বিকৃতি প্রতিরোধ করতে সক্ষম, তাদের স্থিতিস্থাপকতাও তুলনামূলকভাবে বেশি। উদাহরণস্বরূপ, লোহা রাবারের তুলনায় বেশি বাধা দেয়, তাই লোহার স্থিতিস্থাপকতা রাবারের চেয়ে বেশি।
স্থিতিস্থাপক সীমা
প্রত্যেক বস্তুই নির্দিষ্ট মাত্রার বাহ্যিক বল পর্যন্ত সম্পূর্ণভাবে স্থিতিস্থাপক আচরণ করে। এই নির্দিষ্ট মাত্রাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা।
বস্তুভেদে স্থিতিস্থাপক সীমার পরিমাণ ভিন্ন হয়। যেমন, ইস্পাতের স্থিতিস্থাপক সীমা খুব বেশি, অর্থাৎ এটি অনেক বেশি বল সহ্য করেও আগের অবস্থায় ফিরে যেতে পারে। অন্যদিকে, রাবারের স্থিতিস্থাপক সীমা তুলনামূলকভাবে কম।
তথ্যসূত্র: পদার্থবিজ্ঞান প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম (বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), পদার্থবিজ্ঞান প্রথম পত্র (একাদশ-দ্বাদশ শ্রেণি), ড. শাহজাহান তপন।

0
Updated: 1 week ago