Which of the following is not a work by Ernest Hemingway?
A
Great Expectations
B
A Farewell to Arms
C
The Old Man and the Sea
D
For Whom the Bell Tolls
উত্তরের বিবরণ
Correction on “Great Expectations” and Ernest Hemingway
-
Great Expectations is not a work by Ernest Hemingway. It is a novel by Charles Dickens, first published in 1860.
-
প্রধান চরিত্র: Pip (Narrator)
-
এটি Dickens এর অন্যতম সেরা উপন্যাস।
-
Ernest Hemingway (1899–1961)
-
একজন আমেরিকান ঔপন্যাসিক ও ছোটগল্পকার।
-
১৯৫৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
-
লেখার ধরন: সহজ, স্পষ্ট, শক্তিশালী, যা ২০ শতকের আমেরিকান ও ব্রিটিশ সাহিত্যে গভীর প্রভাব ফেলেছে।
-
বর্ণনামূলক জীবন শৈলীও ব্যাপক জনপ্রিয়।
Notable works of Ernest Hemingway:
-
A Farewell to Arms
-
The Old Man and the Sea
-
A Moveable Feast
-
Across the River and Into the Trees
-
Death in the Afternoon
-
For Whom the Bell Tolls
-
Green Hills of Africa
-
Hills Like White Elephants
-
In Our Time
-
Islands in the Stream
-
The Fifth Column
Source:
0
Updated: 1 month ago
'If Winter comes, can Spring be far behind?' - Who wrote this?
Created: 1 month ago
A
William Blake
B
S. T. Coleridge
C
Lord Byron
D
P. B. Shelley
"If Winter comes, can Spring be far behind?"—এই বিখ্যাত লাইনটি কবি P. B. Shelley তাঁর প্রসিদ্ধ কবিতা Ode to the West Wind-এ লিখেছিলেন। নিচে কবিতা, কবি ও তাঁর অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলো।
-
Ode to the West Wind কবিতাটি রচনা করেন P. B. Shelley।
-
এটি প্রথম প্রকাশিত হয় ১৮২০ সালে।
-
কবিতায় তিনি West Wind-কে destroyer and preserver বলে আখ্যায়িত করেছেন।
-
কবিতাটি লেখা হয় ১৮১৯ সালের ২৫ অক্টোবর, ইতালির ফ্লোরেন্স শহরের নিকটবর্তী Cascine Wood-এ, এবং বলা হয় এটি তিনি একটানা একটি বসায় সম্পূর্ণ করেছিলেন।
-
অনেকে মনে করেন, তাঁর পুত্র William-এর মৃত্যুজনিত শোকেই এই কবিতাটি লেখা হয়েছিল।
-
কবি West Wind-এর প্রলয়ংকারী ক্ষমতাকে যেমন সমাদর করেছেন, তেমনি এ শক্তির মধ্য দিয়েই তিনি বৈপ্লবিক চিন্তাধারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক—এমন আশা ব্যক্ত করেছেন।
-
এই কবিতাটি Shelley-এর আবেগপ্রবণ ভাষা এবং প্রতীকী চিত্রকল্পের অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ।
-
কবিতাটি শেষ হয় এই বিখ্যাত প্রশ্নে: "If Winter comes, can Spring be far behind?"
-
উক্তিটি সাহিত্যিক পরিভাষায় Metaphor-এর উদাহরণ হিসেবেও বিবেচিত।
Shelley-এর কিছু বিখ্যাত উক্তি হলো:
-
"Our sweetest songs are those that tell of saddest thought" (Ode To A Skylark)।
-
"The more we study, the more we discover our ignorance" (Queen Mab)।
P. B. Shelley সম্পর্কে কিছু তথ্য:
-
তিনি একজন English Romantic poet।
-
তাঁকে ইংরেজি সাহিত্যের অন্যতম Revolutionary poets হিসেবে গণ্য করা হয়।
-
তাঁর ব্যক্তিগত প্রেম ও সামাজিক ন্যায়ের জন্য আবেগপ্রবণ অনুসন্ধান ধীরে ধীরে কবিতার মাধ্যমে প্রকাশ পেয়েছে, যা ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ রচনার মধ্যে স্থান পেয়েছে।
-
মাত্র ২৯ বছর বয়সে ইংরেজি সাহিত্যের এই উজ্জ্বল নক্ষত্রের মৃত্যু হয়।
তাঁর কিছু উল্লেখযোগ্য রচনা হলো:
-
Adonais
-
Mont Blanc
-
Ode to the West Wind
-
Ozymandias
-
To a Skylark
-
Peter Bell the Third
-
Prometheus Unbound (play)
-
Queen Mab
-
Rosalind and Helen
-
The Cenci (play)
-
The Cloud
-
The Masque of Anarchy
0
Updated: 1 month ago
Choose the sentence in the Past Perfect Tense.
Created: 1 month ago
A
Does she finish her homework every day?
B
Will she finish her homework tomorrow?
C
Is she finishing her homework now?
D
Had she come late to the school?
Past Perfect Tense
-
অতীতকালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে, তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তা Past Perfect Tense হয় এবং যেটি পরে হয়েছে তা Simple Past Tense হয়।
Structure:
-
Subject + had + verb-এর Past Participle Form + বাকি অংশ (যদি থাকে)
Examples:
-
She had left before I arrived.
-
They had finished the work.
-
The train had already departed.
Correct Answer: Had she come late to the school?
-
বাক্যটি Past Perfect Tense-এ ব্যবহার হয়েছে।
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
-
Does she finish her homework every day?
-
Present Indefinite Tense।
-
-
Will she finish her homework tomorrow?
-
Simple Future Tense।
-
-
Is she finishing her homework now?
-
Present Continuous Tense।
-
Source:
0
Updated: 1 month ago
In which play does the character Iago appear?
Created: 2 months ago
A
As You Like It
B
King Lear
C
The Merchant of Venice
D
Othello
সঠিক উত্তর: ঘ) Othello
বিস্তারিত ব্যাখ্যা:
Othello:
-
রচনা করেছেন William Shakespeare।
-
এটি একটি tragedy।
-
মূল চরিত্র: Othello, ভেনিসের একজন সেনাপতি।
-
Desdemona হলো নায়িকা।
-
Iago হলো নাটকের প্রধান villain, যিনি Othello-কে প্ররোচিত করে Desdemona-এর প্রতি অতিরিক্ত সন্দেহ তৈরি করতে।
-
নাটকটি মানুষের ইর্ষা, বিশ্বাসঘাতকতা, এবং সামাজিক অবস্থার প্রভাব নিয়ে লেখা।
Important characters:
-
Othello
-
Desdemona
-
Brabantio
-
Iago
-
Cassio
-
Emilia
William Shakespeare:
-
জন্ম: ২৩ এপ্রিল ১৫৬৪, Stratford-upon-Avon
-
মৃত্যু: ২৩ এপ্রিল ১৬১৬
-
English poet, dramatist এবং actor।
-
পরিচিতি: "Bard of Avon" বা "Swan of Avon"
-
লিখেছেন মোট ৩৭টি নাটক এবং ১৫৪টি sonnets।
0
Updated: 2 months ago