Who is the main villain in 'Othello'?
A
Brabantio
B
Cassio
C
Iago
D
Emilia
উত্তরের বিবরণ
Othello
-
লেখক: William Shakespeare
-
ধরণ: Tragedy
-
অঙ্ক: পাঁচ
-
লেখা: ১৬০৩–০৪, প্রকাশ: ১৬২২
মুখ্য চরিত্রসমূহ:
-
Othello (প্রধান চরিত্র, Venice এর Moorish সেনাপতি)
-
Desdemona (Othello এর স্ত্রী)
-
Brabantio (Desdemona এর পিতা)
-
Iago (প্রতারক, খলনায়ক)
-
Cassio (Lieutenant)
-
Emilia
সংক্ষিপ্ত বিবরণ:
-
Othello গোপনে Desdemona কে বিয়ে করে, যা Brabantio মেনে নেননি।
-
সেনাবাহিনীতে Cassio কে নিয়োগ দেওয়ায় Iago ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নিতে Othello এর মনে সন্দেহের বীজ বপন করে।
-
Iago, Desdemona এর রুমাল Cassio এর কাছে রেখে প্রমাণ তৈরি করে যে Desdemona বিশ্বাসঘাতকতা করছে।
-
ঈর্ষার অন্ধ Othello Desdemona কে হত্যা করে। পরে সত্য জানতে পেরে অনুশোচনায় Othello আত্মহত্যা করে।
-
Iago ধরা পড়ে এবং শাস্তি ভোগ করে।
William Shakespeare (1564–1616)
-
জন্ম: April 26, 1564, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: April 23, 1616, Stratford-upon-Avon
-
Byname: Bard of Avon বা Swan of Avon
-
পরিচিত: English poet, dramatist, actor, English national poet
-
রচনা: 37 Plays
উৎস:
0
Updated: 1 month ago
Who accompanies Elizabeth on her visit to Pemberley?
Created: 2 months ago
A
Jane
B
Lydia and Kitty
C
The Gardiners
D
Charlotte Lucas
Elizabeth তার খালা-খালু Mr. and Mrs. Gardiner-এর সঙ্গে Pemberley ভ্রমণ করে। এখানে সে Darcy-র প্রকৃত চরিত্র দেখে। গৃহপরিচারিকা Mrs. Reynolds Darcy-র দয়ার কথা বলে, আর Elizabeth দেখে Darcy কেমন ভদ্রভাবে Gardiner-দের গ্রহণ করছে। এই ভ্রমণ Elizabeth-এর দৃষ্টিভঙ্গি বদলায়। Austen বোঝাতে চেয়েছেন—বাস্তব অভিজ্ঞতা ও প্রত্যক্ষ পর্যবেক্ষণ প্রথম ধারণার ভুল ভাঙতে সাহায্য করে।
1
Updated: 2 months ago
Who of the following is known as the Poet of Nature?
Created: 2 months ago
A
P.B. Shelley
B
John Keats
C
William Wordsworth
D
W.B. Yeats
English
A list of dramatists, poets, novelists, essayists, woman writers and critics
English Literature
William Wordsworth (1770-1850)
William Wordsworth:
-
‘Poet of Nature’ নামে পরিচিত।
-
Romantic Period এর অন্যতম প্রধান কবি।
-
প্রকৃতি কবি হিসেবে সুপরিচিত।
-
1843–1850 পর্যন্ত England এর Poet Laureate ছিলেন।
-
Wordsworth ও Coleridge এর Lyrical Ballads প্রকাশনার মাধ্যমে Romantic Period শুরু হয়।
-
Lyrical Ballads যৌথ প্রকাশনা হলেও Wordsworth এর অবদান সর্বাধিক, তাই তাকে Father of Romantic Age বলা হয়।
উপাধি:
-
Poet of Nature
-
Poet of Childhood
-
Lake Poet
Famous Poems:
-
The Solitary Reaper
-
Peter Bell
-
The Recluse
-
The World is Too Much with Us
-
Tintern Abbey
-
Rainbow
-
To the Cuckoo
-
Laodamia
-
Lucy Poems
-
The Daffodils
-
Ode on Immortality
-
The Excursion
-
Michael
Only Play: The Borderers
0
Updated: 2 months ago
"All changed, changed utterly: A terrible beauty is born." - Who quoted it?
Created: 1 month ago
A
John Keats
B
T.S. Eliot
C
W.B. Yeats
D
Robert Browning
উক্তি: **"All changed, changed utterly: A terrible beauty is born."**
**Source:** W\.B. Yeats-এর কবিতা **"Easter, 1916"**
**Easter 1916 সম্পর্কে:**
* ১৯১৬ সালের এপ্রিলে আয়ারল্যান্ডে ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান (Easter Rising) সংঘটিত হয়।
* Yeats এই কবিতায় সেই আন্দোলন এবং শহীদ নেতাদের আত্মত্যাগকে স্মরণ করেছেন।
* কবিতার লাইনটি পরিবর্তন ও ত্যাগের ব্যথা এবং নতুন আশা বা “ভয়ঙ্কর সৌন্দর্য” জন্ম নেওয়ার প্রতীক।
**William Butler Yeats:**
* Irish কবি ও নাট্যকার; Ireland-এর National Poet হিসেবে পরিচিত।
* ১৯২৩ সালে সাহিত্যে Nobel Prize লাভ করেন।
* Abbey Theatre প্রতিষ্ঠা ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
**Major Poems:**
* The Wild Swans at Coole
* The Tower
* The Winding Stair and Other Poems
* The Second Coming
* Sailing to Byzantium
* The Lake Isle of Innisfree
* Among School Children
* A Prayer for My Daughter
* When You Are Old
* Easter 1916
* September 1919
* The Wanderings of Oisin
* Leda and The Swan
**Notable Plays:**
* The Resurrection
* The Only Jealousy of Emer
* The Dreaming of the Bones
* Four Plays for Dancers
* Calvary
* Cathleen ni Houlihan
* The Countess Cathleen
**Prose:**
* A Vision
* Celtic Twilight (essay)
0
Updated: 1 month ago