Who is the author of novel 'The Old Man and the Sea'?
A
Mark Twain
B
G.B Shaw
C
Ernest Hemingway
D
F. Scott Fitzgerald
উত্তরের বিবরণ
The Old Man and the Sea
-
লেখক: Ernest Hemingway
-
ধরণ: Short heroic novel
-
প্রকাশ: ১৯৫২
-
কেন্দ্রীয় চরিত্র: Santiago, একজন বৃদ্ধ কিউবান জেলে
সংক্ষিপ্ত বিবরণ:
-
সান্তিয়াগো ৮৪ দিন ধরে কোনো মাছ ধরতে পারেননি। তার শিষ্য Manolin পরিবার বাধ্য করলেও সান্তিয়াগোর পাশে থেকে সহায়তা করে।
-
সান্তিয়াগো বিশ্বাস করে ভাগ্য এবার বদলাবে এবং তার ছোট নৌকা নিয়ে গভীর সমুদ্রে যায়।
-
তিনি একটি বিশাল Marlin মাছ ধরেন এবং টানা তিন দিন ধরে তার সঙ্গে লড়াই করেন।
-
মাছটি ধরে নৌকায় বেঁধে ফেরার পথে হাঙরের আক্রমণে মাছের মাংস সব খেয়ে ফেলা হয়, শুধু কঙ্কাল বাঁচে।
-
বন্দরে ফিরে লোকজন মাছের কঙ্কাল দেখে অবাক হয়, এবং Manolin সান্তিয়াগোকে জীবিত দেখে স্বস্তি পায়। তারা পুনরায় একসাথে মাছ ধরার সিদ্ধান্ত নেয়।
চরিত্রসমূহ:
-
Santiago
-
The Marlin
-
Manolin
-
Joe DiMaggio
-
Perico
-
Martin
Ernest Hemingway (1899–1961)
-
জন্ম: July 21, 1899, Illinois, USA
-
মৃত্যু: July 2, 1961
-
তিনি একজন প্রখ্যাত ঔপন্যাসিক এবং ছোটগল্পকার।
-
লেখার ধরন: সংক্ষিপ্ত, স্পষ্ট গদ্যশৈলী, যা ২০ শতকে American ও British সাহিত্যে প্রভাব ফেলেছে।
-
The Old Man and the Sea এর জন্য ১৯৫২ সালে Pulitzer Prize পেয়েছিলেন।
বিখ্যাত উপন্যাসসমূহ:
-
The Sun Also Rises
-
A Farewell to Arms
-
For Whom the Bell Tolls
-
Green Hills of Africa
উৎস:

0
Updated: 19 hours ago
"Into the valley of Death
Rode the six hundred" -
- Who quoted it?
Created: 1 week ago
A
P.B. Shelly
B
Alfred Tennyson
C
Thomas Gray
D
W.B. Yeats
“Into the valley of Death / Rode the six hundred” লাইন দুটি আলফ্রেড টেনিসনের বিখ্যাত কবিতা “The Charge of the Light Brigade” থেকে নেওয়া হয়েছে।
-
The Charge of the Light Brigade টেনিসনের রচিত একটি কবিতা যা ১৮৫৫ সালে প্রকাশিত হয়।
-
এর প্রেক্ষাপট ১৮৫৪ সালের ক্রিমিয়ান যুদ্ধের Battle of Balaklava, যেখানে রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ব্রিটেন, ফ্রান্স এবং তুরস্ক একত্রে যুদ্ধ করেছিল।
-
এই যুদ্ধে ব্রিটিশ সেনাদের একটি অশ্বারোহী বাহিনী, Light Brigade, কে ভুলবশত রাশিয়ান আর্টিলারি ইউনিটের বিরুদ্ধে আক্রমণের নির্দেশ দেওয়া হয়।
-
কবিতাটি সেই ৬০০ সৈনিকের বীরত্বগাথা বর্ণনা করে, যারা ঘোড়ায় চড়ে “death valley” পেরিয়ে শত্রুর দিকে অগ্রসর হয়েছিল।
-
সৈনিকরা জানত তাদের কমান্ডারের আদেশ ছিল ভয়ানক ভুল, তবুও কেউ দ্বিধা করেনি। কারণ তাদের মতে সৈনিকের কাজ হলো “to do and die”, উত্তর দেওয়া নয়, কারণ খোঁজা নয়।
-
তারা বহু দিক থেকে শত্রুর আক্রমণের শিকার হয় এবং শেষ পর্যন্ত নিরস্ত্র অবস্থায় মৃত্যুবরণ করে, কিন্তু তাদের বীরত্ব অম্লান থেকে যায়।
-
টেনিসনের কবিতায় বলা হয়েছে, এই মহৎ ৬০০ জন সৈনিক চিরকাল সম্মান ও শ্রদ্ধার যোগ্য, তাদের গৌরব অমর।
-
Alfred, Lord Tennyson ছিলেন একজন ইংরেজ কবি, যাকে প্রায়শই ভিক্টোরিয়ান যুগের প্রধান প্রতিনিধি হিসেবে বিবেচনা করা হয়।
টেনিসনের উল্লেখযোগ্য কবিতা সমূহ
-
Oenone
-
Ulysses
-
The Lotus Eaters
-
Locksley Hall
-
Tears, Idle Tears
-
Tithonus
-
The Two Voices
-
The Lady of Shalott
-
Vision of Sin
-
Morte d’Arthur
-
The Charge of the Light Brigade
-
Crossing the Bar
-
Enoch Arden
-
Idylls of the King
-
The Falcon
-
In Memoriam (Elegy)
-
Queen Mary (Comedy)
-
Harold

0
Updated: 1 week ago
What is the antonym of "Pedantry"?
Created: 3 days ago
A
Pragmatism
B
Carelessness
C
Elegance
D
Inaccuracy
• The opposite of
'Pedantry' is – Pragmatism.
• Pedantry (noun)
English Meaning: excessive concern with formal rules, details, or academic
learning, often in a way that is nitpicky or overly scholarly without practical
relevance.
Bangla Meaning: বিদ্যাবাগীশতা; অতিরিক্ত শাস্ত্রচর্চা বা খুঁতখুঁতে আচরণ।
অপশন আলোচনা:
ক) Pragmatism – ব্যবহারিকতা; বাস্তবতা ভিত্তিক চিন্তাভাবনা ও কাজ।
খ) Carelessness – অসতর্কতা; অবহেলা।
গ) Elegance – অভিজাততা; সৌন্দর্য বা শৈল্পিকতা।
ঘ) Inaccuracy – ভুল বা অনির্ভুল না হওয়া।

0
Updated: 3 days ago
What lesson does Charlotte Lucas’s marriage give?
Created: 3 weeks ago
A
Love is everything
B
Marriage is only social duty
C
Security is more important than love
D
Romance always wins
Charlotte Lucas Darcy বা Bingley-এর মতো প্রেমময় পুরুষকে পায় না। বয়স বেশি হয়ে যাওয়ায় ও পরিবার দরিদ্র হওয়ায় সে Collins-এর প্রস্তাব গ্রহণ করে। এতে Austen দেখান সমাজে অনেক নারী অর্থনৈতিক নিরাপত্তার জন্য বিয়ে করতে বাধ্য হতো।
Elizabeth-এর মতো স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া সবার পক্ষে সম্ভব ছিল না। তাই Charlotte বাস্তববাদী এবং তার বিয়ে এক ধরনের সামাজিক ট্র্যাজেডি।

1
Updated: 3 weeks ago