"What's in a name? That which we call a rose by any other name would smell as sweet?"- is a quote from:
A
Macbeth
B
Julius Caesar
C
Romeo and Juliet
D
Antony and Cleopatra
উত্তরের বিবরণ
Romeo and Juliet
-
লেখক: William Shakespeare
-
প্রথম প্রকাশ: 1597
-
প্রেক্ষাপট: ইতালির Verona
-
বিষয়বস্তু: দুটি শত্রু পরিবার Montague ও Capulet-এর সন্তান Romeo ও Juliet-এর করুণ প্রেমকাহিনি।
-
রোমিও Montague, জুলিয়েট Capulet পরিবারের সদস্য।
-
তারা গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, কিন্তু ভুল বোঝাবুঝি ও দুর্ভাগ্যের কারণে শেষমেষ দুই প্রেমিকের আত্মহত্যা ঘটে।
-
তাদের মৃত্যু পরিবারগুলোর মধ্যে শত্রুতা সমাপ্ত করে।
-
-
নাটকটি প্রেম, ভাগ্য, প্রতিশোধ এবং ট্র্যাজিক পরিণতির এক অনন্য উদাহরণ।
-
এটি বিশ্বসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ প্রেমের গল্প হিসেবে বিবেচিত।
প্রধান চরিত্রসমূহ:
-
Juliet
-
Romeo
-
Count Paris
-
Tybalt
-
Friar Lawrence
বিখ্যাত উক্তি:
-
"Good night, good night! Parting is such sweet sorrow. That I shall say good night till it be morrow."
-
"What's in a name? That which we call a rose by any other name would smell as sweet."
William Shakespeare (1564–1616)
-
জন্ম: Stratford-upon-Avon
-
পেশা: English poet, dramatist, actor
-
খেতাব: English national poet, Bard of Avon বা Swan of Avon
-
রচনা: ৩৭টি নাটক ও ১৫৪টি sonnet
বিখ্যাত ট্র্যাজেডিগুলি:
-
Hamlet
-
Macbeth
-
Othello
-
Romeo and Juliet
-
Julius Caesar
-
King Lear
-
Antony and Cleopatra
-
Titus Andronicus
-
Timon of Athens
উৎস:
0
Updated: 1 month ago
Who is the speaker of the soliloquy "To be or not to be, that is the question"?
Created: 1 month ago
A
Hamlet
B
Macbeth
C
Romeo
D
Julius Caesar
"To be or not to be, that is the question" এই বিখ্যাত সলিলোকুইটির বক্তা হল হ্যামলেট। এটি উইলিয়াম শেক্সপিয়ারের নাটক Hamlet থেকে নেওয়া। হ্যামলেট, ডেনমার্কের রাজপুত্র, তাঁর জীবনের অর্থ এবং মৃত্যুর প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে গভীরভাবে চিন্তা করছেন। এই সলিলোকুইটে তিনি জীবনের কষ্ট এবং মৃত্যুর অনিশ্চয়তা নিয়ে দ্বিধার মধ্যে রয়েছেন, ভাবছেন জীবনের দুঃখ ও যন্ত্রণার মুখোমুখি হওয়া উচিত নাকি মৃত্যু দ্বারা মুক্তি পাওয়া উচিত। এটি হ্যামলেটের মানসিক অবস্থা এবং গভীর দার্শনিক চিন্তার প্রতিফলন।
সঠিক উত্তর: ক) Hamlet
বিস্তারিত আলোচনা:
-
Hamlet হলো Shakespeare রচিত সবচেয়ে বিখ্যাত ট্র্যাজিডিগুলোর একটি।
-
এটি ৫ অঙ্কের ট্র্যাজিডি, যা ১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা হয় এবং ১৬০৩ সালে প্রকাশিত হয়।
-
হ্যামলেট জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে বাবার শেষকৃত্যে অংশগ্রহণ করতে এবং জানতে পারে তার চাচা Claudius, তার মা Gertrude কে বিয়ে করেছে এবং চাচাই তার বাবার খুনী।
-
এরপর প্রিন্স হ্যামলেট প্রতিশোধ নেওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেন এবং ঘটনাগুলোর মধ্য দিয়ে ট্র্যাজিডি এগিয়ে যায়।
-
নাটকের antagonist বা ভিলেন হিসেবে দেখানো হয়েছে Claudius-কে।
-
শেষাংশে হ্যামলেটের মৃত্যুর মাধ্যমে ট্র্যাজিডিটি সমাপ্ত হয়।
-
Important Characters of Hamlet:
-
Hamlet
-
Ophelia (Heroine)
-
Claudius
-
Gertrude
-
Horatio (Loyal and best friend of Hamlet)
-
Polonius (Ophelia's Father)
-
Laertes (Ophelia's Uncle)
Famous Quotations from Hamlet:
-
Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend.
-
To be or not to be, that is the question.
-
Frailty, thy name is woman.
-
Brevity is the soul of wit.
-
Listen to many, speak to a few.
-
Though this be madness, yet there is method in't.
-
Conscience doth make cowards of us all.
-
There is divinity that shapes our end.
0
Updated: 1 month ago
Which period is known as the "Golden Period of English Literature"?
Created: 2 months ago
A
The Modern period
B
The Romantic period
C
The Elizabethan period
D
The Victorian period
The Elizabethan Period (1558–1603) is known as the "Golden Period of English Literature".
-
It corresponds to the reign of Queen Elizabeth I.
-
This era saw a remarkable flourishing of English drama, poetry, and prose.
-
Famous writers of this period include William Shakespeare, Christopher Marlowe, Edmund Spenser, and Ben Jonson.
-
It is considered “golden” because of the exceptional quality and enduring influence of its literary works.
0
Updated: 2 months ago
Paradise Lost by John Milton is composed in -
Created: 2 months ago
A
Blank verse
B
Couplets
C
Epic rhyme
D
Free verse
Paradise Lost John Milton রচিত একটি মহাকাব্য, যা মূলত Blank verse (unrhymed iambic pentameter) এ লেখা। কাব্যটি আদি মানব Adam ও Eve-এর স্বর্গ থেকে পতন এবং শয়তান ও তার অনুসারীদের বিদ্রোহের গল্পের উপর কেন্দ্রীভূত। Milton-এর Blank verse ব্যবহার কবিতার প্রাঞ্জলতা ও ভাবগভীরতা বজায় রাখে এবং প্রাচীন গ্রীক ও রোমান মহাকাব্যের ধারা অনুসরণ করে।
John Milton (১৬০৮–১৬৭৪) লন্ডনে জন্মগ্রহণ করেন, তিনি ইংরেজ কবি, ইতিহাসবিদ ও প্রবন্ধকার। তাকে “Epic Poet” এবং Blank Verse-এর মহাগুরু বলা হয়।
বিখ্যাত রচনা: Paradise Lost, Paradise Regained, Of Education, Lycidas।
উত্তর: ক) Blank verse
0
Updated: 2 months ago