"What's in a name? That which we call a rose by any other name would smell as sweet?"- is a quote from:
A
Macbeth
B
Julius Caesar
C
Romeo and Juliet
D
Antony and Cleopatra
উত্তরের বিবরণ
Romeo and Juliet
-
লেখক: William Shakespeare
-
প্রথম প্রকাশ: 1597
-
প্রেক্ষাপট: ইতালির Verona
-
বিষয়বস্তু: দুটি শত্রু পরিবার Montague ও Capulet-এর সন্তান Romeo ও Juliet-এর করুণ প্রেমকাহিনি।
-
রোমিও Montague, জুলিয়েট Capulet পরিবারের সদস্য।
-
তারা গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, কিন্তু ভুল বোঝাবুঝি ও দুর্ভাগ্যের কারণে শেষমেষ দুই প্রেমিকের আত্মহত্যা ঘটে।
-
তাদের মৃত্যু পরিবারগুলোর মধ্যে শত্রুতা সমাপ্ত করে।
-
-
নাটকটি প্রেম, ভাগ্য, প্রতিশোধ এবং ট্র্যাজিক পরিণতির এক অনন্য উদাহরণ।
-
এটি বিশ্বসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ প্রেমের গল্প হিসেবে বিবেচিত।
প্রধান চরিত্রসমূহ:
-
Juliet
-
Romeo
-
Count Paris
-
Tybalt
-
Friar Lawrence
বিখ্যাত উক্তি:
-
"Good night, good night! Parting is such sweet sorrow. That I shall say good night till it be morrow."
-
"What's in a name? That which we call a rose by any other name would smell as sweet."
William Shakespeare (1564–1616)
-
জন্ম: Stratford-upon-Avon
-
পেশা: English poet, dramatist, actor
-
খেতাব: English national poet, Bard of Avon বা Swan of Avon
-
রচনা: ৩৭টি নাটক ও ১৫৪টি sonnet
বিখ্যাত ট্র্যাজেডিগুলি:
-
Hamlet
-
Macbeth
-
Othello
-
Romeo and Juliet
-
Julius Caesar
-
King Lear
-
Antony and Cleopatra
-
Titus Andronicus
-
Timon of Athens
উৎস:

0
Updated: 20 hours ago
Who strongly warns Elizabeth about Wickham’s intentions?
Created: 3 weeks ago
A
Mr. Bennet
B
Mrs. Gardiner
C
Lady Catherine
D
Caroline Bingley
Elizabeth-এর খালা Mrs. Gardiner তাকে সাবধান করেন যে Wickham শুধু টাকার জন্য ধনী মেয়েদের খোঁজে। তিনি Elizabeth-কে সতর্ক করেন যেন আবেগে সিদ্ধান্ত না নেয়। Austen এখানে প্রমাণ করেন—Gardiner পরিবার Bennet পরিবারের তুলনায় অনেক বেশি বিচক্ষণ ও দায়িত্বশীল। তাদের উপস্থিতি Elizabeth-কে সঠিক পথে সাহায্য করে।

4
Updated: 3 weeks ago
"Beauty is truth, truth beauty,—that is all
Ye know on earth, and all ye need to know" — Who quoted it?
Created: 2 weeks ago
A
P.B. Shelley
B
William Wordsworth
C
John Keats
D
Lord Byron
Ode on a Grecian Urn
-
লেখক: John Keats
-
ধরন: English Romantic Lyric Poem
-
মূল বিষয়: একটি Grecian urn-এর উপর অঙ্কিত শিল্পকর্মের মাধ্যমে শিল্প, সৌন্দর্য এবং সত্যের সম্পর্ক অনুসন্ধান।
-
বিখ্যাত উদ্ধৃতি:
"Beauty is truth, truth beauty,—that is all
Ye know on earth, and all ye need to know" -
অন্য উল্লেখযোগ্য উদ্ধৃতি:
-
"Heard melodies are sweet, but those unheard
Are sweeter; therefore, ye soft pipes, play on" -
"She cannot fade, though thou hast not thy bliss,
For ever wilt thou love, and she be fair!"
-
John Keats
-
জাতীয়তা: English
-
সময়কাল: Romantic Period
-
বিশেষণ: Poet of Beauty
-
বিখ্যাত কবিতা:
-
Ode to Psyche
-
Ode on Melancholy
-
To Autumn
-
Bright Star
-
On First Looking into Chapman's Homer
-
Lamia
-
Hyperion
-
The Eve of St. Agnes
-
La Belle Dame Sans Merci
-
Source: Britannica

0
Updated: 2 weeks ago
"The greater the power, the more dangerous the abuse."
This is phrased by-
Created: 1 week ago
A
John Locke
B
William Gladstone
C
Edmund Burke
D
Dr. Samuel Johnson
“The greater the power, the more dangerous the abuse.” – Edmund Burke-এর একটি বিখ্যাত উক্তি।
-
Meaning / ব্যাখ্যা:
-
এটি একটি maxim / proverb-like statement, যা ক্ষমতার সাথে দায়িত্বের গুরুত্ব এবং ক্ষমতার অপব্যবহারের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে।
-
অর্থাৎ, যতো বেশি ক্ষমতা একজন ব্যক্তির হাতে থাকে, তার অপব্যবহার ততো বেশি ক্ষতিকর হতে পারে।
-
-
Edmund Burke (1729–1797):
-
Irish-জাতীয় ব্রিটিশ রাজনীতিবিদ, সংসদীয় বক্তা ও রাজনৈতিক চিন্তাবিদ।
-
ফ্রান্সের বিপ্লবের (1790) সময় Jacobinism-এর বিরোধী ছিলেন এবং রক্ষণশীলতার (Conservatism) প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
-
Political theory ও রাষ্ট্রবিজ্ঞানে তাঁর অবদান অসামান্য।
-
-
আরও কিছু পরিচিত উক্তি:
-
"Custom reconciles us to everything."
-
"Public calamity is a mighty leveller."
-
"Toleration is good for all, or it is good for none."
-
"Good order is the foundation of all good things."
-
-
Major Works:
-
On American Taxation (House of Commons speech)
-
Speech on Conciliation with America
-
Speech on Mr. Fox's East India Bill
-

0
Updated: 1 week ago