Who wrote the novel 'Oliver Twist'?
A
Charles Dickens
B
G.B. Shaw
C
Ernest Hemingway
D
William Shakespeare
উত্তরের বিবরণ
Oliver Twist
-
লেখক: Charles Dickens
-
উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ১৮৩৭ থেকে ১৮৩৯ পর্যন্ত।
-
কাহিনীটি অনাথ শিশু Oliver Twist-এর জীবনকে কেন্দ্র করে।
-
লেখক তৎকালীন লন্ডন শহরের দুরবস্থা এবং দারিদ্র্যের ফলে মানুষের অপরাধমূলক পথ বেছে নেওয়ার প্রভাব সফলভাবে তুলে ধরেছেন।
উল্লেখযোগ্য চরিত্রসমূহ:
-
Oliver Twist
-
Fagin
-
Bill Sikes
-
Nancy
-
Agnes Fleming
-
Charley Bates
Charles Dickens (1812–1870):
-
ইংরেজি ঔপন্যাসিক, ভিক্টোরিয়ান যুগের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক।
-
তার কাজ সাধারণ মানুষ থেকে রাজবংশীয় সকল শ্রেণির পাঠকের কাছে আকর্ষণীয়।
-
প্রযুক্তিগত উন্নতি এবং চিত্রায়ন দক্ষতার কারণে তার খ্যাতি দ্রুত বৃদ্ধি পেয়েছিল।
প্রধান কাজসমূহ:
-
Oliver Twist
-
A Christmas Carol
-
A Tale of Two Cities
-
David Copperfield
-
Great Expectations
-
Dombey and Son
-
Hard Times
অ-উপন্যাসধর্মী কাজ:
-
American Notes
উৎস:
0
Updated: 1 month ago
Which word is an antonym of "proliferate"?
Created: 1 month ago
A
Escalate
B
Certain
C
Diminish
D
Fallacious
Proliferate একটি verb, যা বোঝায় কোনো বিষয় বা বস্তু দ্রুত এবং প্রচুর সংখ্যায় বৃদ্ধি পাওয়া বা বিস্তৃত হওয়া। এটি সাধারণত দ্রুত বৃদ্ধি বা বিস্তার নির্দেশ করে।
-
Proliferate (verb)
English Meaning: To increase a lot and suddenly in number
Bangla Meaning: (১) কোষ, নতুন অঙ্গ ইত্যাদির দ্রুত সংখ্যাবৃদ্ধির মাধ্যমে বেড়ে ওঠা বা বংশবিস্তার করা; দ্রুত বিস্তারলাভ করা; দ্রুত বেড়ে ওঠা; দ্রুত বিস্তৃত করা
(২) (কোষ ইত্যাদি) জন্ম দেওয়া/প্রত্যুৎপন্ন করা -
Correct Answer: Diminish (অ্যান্টোনিম)
-
Synonyms: Multiply (বেড়ে যাওয়া), Escalate (দ্রুত সঞ্চালন), Increase (বৃদ্ধি পাওয়া), Accelerate (উত্তরোত্তর গতি বৃদ্ধি করা), Accumulate (সঞ্চিত করা)
-
Antonyms: Decrease (কমা), Diminish (ক্ষয়ে যাওয়া), Lessen (কমে যাওয়া), Dwindle (হ্রাস পাওয়া), Recede (ক্ষীণ হওয়া)
-
Other Forms:
-
Proliferation (noun): দ্রুতবিস্তার; দ্রুত বংশবিস্তার/বংশবৃদ্ধি
-
-
Other Options:
-
Certain (নিশ্চিত; সন্দেহাতীত)
-
Fallacious (ভ্রান্তিমূলক; বিভ্রান্তিকর)
-
-
Example Sentences:
-
Small businesses have proliferated in the last ten years.
-
This is an important element as advertiser opportunities continue to proliferate in the years ahead.
-
-
Source:
0
Updated: 1 month ago
The Renaissance period was-
Created: 4 weeks ago
A
1066 - 1500
B
1660 - 1785
C
1798 - 1832
D
1500 - 1660
The period from 1500 to 1660 in English literature is known as the Renaissance Period. This era marks the revival of classical learning, humanism, and artistic expression influenced by Greek and Roman ideals. It is often regarded as the age of literary brilliance, featuring writers like William Shakespeare, Edmund Spenser, Sir Philip Sidney, and Christopher Marlowe.
The major periods or ages of English literature are as follows:
-
450 – 1066: The Old English Period (Anglo-Saxon Age)
-
1066 – 1500: The Middle English Period
-
1500 – 1660: The Renaissance Period
-
1660 – 1785: The Neoclassical Period
-
1798 – 1832: The Romantic Period
-
1832 – 1901: The Victorian Period
-
1901 – 1939: The Modern Period
-
1939 – Till now: The Postmodern Period
0
Updated: 4 weeks ago
Rabbi Ben Ezra is a/an -
Created: 1 month ago
A
lyric poem
B
sonnet
C
dramatic monologue
D
None of these
Rabbi Ben Ezra হলো Robert Browning-এর একটি বিখ্যাত কবিতা, যা একটি dramatic monologue এবং ১৮৬৪ সালে তাঁর Dramatis Personae সংকলনের অংশ হিসেবে প্রকাশিত হয়। কবিতার মূল চরিত্র Rabbi Ben Ezra, একজন প্রাচীন ইহুদি পণ্ডিত, নিজের জীবন ও ধর্মীয় দর্শন নিয়ে আলোচনা করেন।
-
কবিতা মূলত Browning-এর ধর্মীয় দর্শনকে উপস্থাপন করে।
-
Rabbi Ben Ezra বিশ্বাস করেন জীবন শুধুমাত্র ভোগের জন্য নয়, বরং আত্ম-উন্নতি ও পবিত্রতার জন্য।
-
কবিতার final metaphor জীবনের তুলনা করেছে একটি মাটির পাত্রের সঙ্গে, যা প্রভুর হাতে গঠিত, এবং নির্দেশ করে যে একজন ব্যক্তির মূল্য তার কাজের দ্বারা নয়, বরং তার গড়ে ওঠা চরিত্র দ্বারা পরিমাপ করা উচিত।
Robert Browning:
-
একজন British poet, বিশেষভাবে dramatic monologue-এ দক্ষ।
-
তাঁর স্ত্রী Elizabeth Barrett Browningও তখনকার সময়ের একজন প্রখ্যাত কবি ছিলেন।
উল্লেখযোগ্য কাব্যকর্মসমূহ:
-
My Last Duchess
-
The Pied Piper of Hamelin
-
Fra Lippo Lippi
-
Andrea del Sarto
নাটক:
-
Browning-এর প্রথম নাটক Strafford (1837), যা মাত্র পাঁচটি প্রদর্শনের পর বন্ধ হয়।
উৎস:
0
Updated: 1 month ago