What type of play is George Bernard Shaw's 'Pygmalion'?
A
Tragedy
B
Horror
C
Humane Comedy
D
Historical play
উত্তরের বিবরণ
Pygmalion হলো George Bernard Shaw-এর লেখা পাঁচ অঙ্কের Humane Comedy নাটক।
-
প্রথম মঞ্চস্থ হয় ১৯১৩ সালে ভিয়েনায় জার্মান ভাষায়, এবং ১৯১৪ সালে ইংল্যান্ডে Eliza Doolittle চরিত্রে Mrs. Patrick Campbell অভিনয় করেন।
-
নাটকের মূল বিষয় হলো প্রেম এবং ইংরেজ সমাজের শ্রেণিব্যবস্থা।
George Bernard Shaw:
-
আইরিশ হাস্যরসাত্মক নাট্যকার, সাহিত্য সমালোচক এবং সমাজতান্ত্রিক চিন্তাবিদ।
-
১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
-
কমেডি নাটককে আধুনিক রূপ দেওয়ার ক্ষেত্রে তার অবদান অসামান্য।
-
Pygmalion নাটক থেকে জনপ্রিয় মিউজিক্যাল My Fair Lady তৈরি হয়েছে।
সর্বাধিক উল্লেখযোগ্য নাটকসমূহ:
-
Pygmalion
-
Man and Superman
-
Arms and the Man
-
Saint Joan
-
The Doctor’s Dilemma
-
Mrs. Warren’s Profession
-
Caesar and Cleopatra
-
Candida
-
The Devil’s Disciple
উৎস:
0
Updated: 1 month ago
Choose the correctly spelled word:
Created: 2 months ago
A
Equpment
B
Equippment
C
Equipment
D
Equepment
• Equipment:
English meaning: the set of necessary tools, clothing, etc. for a particular purpose.
Bangla meaning:
-
সজ্জা; প্রস্তুতি
-
(collective noun) যন্ত্রপাতি
Example:
-
The soldiers gave their equipment a final check before setting off.
-
Firefighters had to cut the trapped driver free using special equipment.
Source: Cambridge Dictionary.
0
Updated: 2 months ago
Who is the central character of The Taming of the Shrew?
Created: 1 month ago
A
Cordelia
B
Katharina
C
Portia
D
Rosalind
he Taming of the Shrew – Central Character
১. Central Character
-
Katharina (Kate)
-
William Shakespeare-এর The Taming of the Shrew নাটকে Katharina হলেন কেন্দ্রীয় চরিত্র।
-
তাকে প্রায়শই “shrew” বলা হয়।
-
Katharina পরিচিত দৃঢ় ব্যক্তিত্ব, তীক্ষ্ণ ভাষা, এবং বিবাহের প্রতি প্রতিরোধের কারণে।
-
২. About the Play
-
Title: The Taming of the Shrew
-
Author: William Shakespeare
-
Genre: Comedy
-
Acts: 5
-
Date: Written between 1590–1594; first printed in First Folio (1623)
-
Plot Overview:
-
নাটকটি Katharina এবং Petruchio-এর মধ্যে volatile courtship-এর গল্প বলে।
-
Petruchio দৃঢ়প্রতিজ্ঞ যে Katharina-এর রাগ নিয়ন্ত্রণ করবে এবং তাকে বশীভূত করবে।
-
নাটকটি বিবাহ, আধিপত্য, এবং সম্পর্কের জটিলতা নিয়ে হাস্যরসাত্মক প্রেক্ষাপট প্রদর্শন করে।
-
৩. Summary
-
Katharina একজন দৃঢ়চেতা নারী, সমাজের নারীদের প্রত্যাশা অনুযায়ী আচরণ করতে অস্বীকার করে।
-
Petruchio বিয়ে করে Katharina-এর ওপর নিয়ন্ত্রণ স্থাপন করার চেষ্টা করে অসাধারণ এবং ধান্ধাবাজি পদ্ধতিতে।
-
নাটকটি একাধিক পরীক্ষা, ভুল বোঝাবুঝি, এবং হাস্যকর পরিস্থিতির মধ্য দিয়ে সম্পর্ক ও আধিপত্যের সংগ্রাম তুলে ধরে।
৪. Main Characters
-
Katharina (Kate)
-
Petruchio
-
Bianca
-
Baptista Minola
-
Lucentio
-
Hortensio & Gremio
৫. Note on Other Characters
-
Cordelia → King Lear
-
Portia → The Merchant of Venice
-
Rosalind → As You Like It
0
Updated: 1 month ago
‘What’s in a name? That which we call a rose By any other name would smell as sweet’ -who said this?
Created: 3 months ago
A
Juliet
B
Romeo
C
Portia
D
Rosalind
‘Romeo and Juliet’
🔹 উক্তি:
“What’s in a name? That which we call a rose
By any other name would smell as sweet.”
— এই বিখ্যাত লাইনটি উইলিয়াম শেকসপিয়ারের ‘Romeo and Juliet’ নাটক থেকে নেওয়া হয়েছে।
— নাটকের Act II, Scene II-তে জুলিয়েট, রোমিও-কে উদ্দেশ্য করে এই কথা বলেন।
🔹 Romeo and Juliet নাটক:
— এটি শেকসপিয়ারের একটি প্রেমের নাটক।
— নাটকটির পটভূমি ইতালির ভেরোনা শহর।
— রোমিও এবং জুলিয়েট দুই ভিন্ন পরিবারের সদস্য – রোমিও Montague পরিবারের এবং জুলিয়েট Capulet পরিবারের।
— এই দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা চলছিল।
— নানা ঘটনা এবং ভুল বোঝাবুঝির কারণে শেষ পর্যন্ত রোমিও ও জুলিয়েট দুজনেই মারা যায়। এটি একটি দুঃখজনক প্রেম কাহিনি।
🔹 মূল চরিত্রসমূহ:
-
Romeo (নায়ক)
-
Juliet (নায়িকা)
-
Count Paris
-
Tybalt
-
Friar Lawrence
🔹 আরও কিছু বিখ্যাত উক্তি:
-
“If love be rough with you, be rough with love;
Prick love for pricking, and you beat love down.” -
“Parting is such sweet sorrow that I shall say goodnight till it be morrow.”
🔹 William Shakespeare সম্পর্কে:
— শেকসপিয়ারের জন্ম ২৩ এপ্রিল ১৫৬৪ সালে এবং মৃত্যু ২৩ এপ্রিল ১৬১৬ সালে।
— তিনি Stratford-upon-Avon শহরে জন্মগ্রহণ করেন।
— তিনি ছিলেন একজন ইংরেজ কবি, নাট্যকার ও অভিনেতা।
— তাকে "ইংল্যান্ডের জাতীয় কবি" বলা হয় এবং তিনি "Bard of Avon" নামেও পরিচিত।
— তিনি ৩৭টি নাটক ও ১৫৪টি সনেট রচনা করেছেন।
🔹 অন্যান্য নাটকের নায়িকারা:
-
Portia — ‘The Merchant of Venice’ নাটকের প্রধান নারী চরিত্র।
-
Rosalind — ‘As You Like It’ নাটকের প্রধান নারী চরিত্র।
1
Updated: 3 months ago