What type of play is George Bernard Shaw's 'Pygmalion'?
A
Tragedy
B
Horror
C
Humane Comedy
D
Historical play
উত্তরের বিবরণ
Pygmalion হলো George Bernard Shaw-এর লেখা পাঁচ অঙ্কের Humane Comedy নাটক।
-
প্রথম মঞ্চস্থ হয় ১৯১৩ সালে ভিয়েনায় জার্মান ভাষায়, এবং ১৯১৪ সালে ইংল্যান্ডে Eliza Doolittle চরিত্রে Mrs. Patrick Campbell অভিনয় করেন।
-
নাটকের মূল বিষয় হলো প্রেম এবং ইংরেজ সমাজের শ্রেণিব্যবস্থা।
George Bernard Shaw:
-
আইরিশ হাস্যরসাত্মক নাট্যকার, সাহিত্য সমালোচক এবং সমাজতান্ত্রিক চিন্তাবিদ।
-
১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
-
কমেডি নাটককে আধুনিক রূপ দেওয়ার ক্ষেত্রে তার অবদান অসামান্য।
-
Pygmalion নাটক থেকে জনপ্রিয় মিউজিক্যাল My Fair Lady তৈরি হয়েছে।
সর্বাধিক উল্লেখযোগ্য নাটকসমূহ:
-
Pygmalion
-
Man and Superman
-
Arms and the Man
-
Saint Joan
-
The Doctor’s Dilemma
-
Mrs. Warren’s Profession
-
Caesar and Cleopatra
-
Candida
-
The Devil’s Disciple
উৎস:

0
Updated: 19 hours ago
What kind of noun is 'Fleet'?
Created: 5 days ago
A
Proper noun
B
Common noun
C
Collective noun
D
Abstract noun
‘Fleet’ একটি Collective Noun। এটি একত্রিত কিছু ব্যক্তি বা বস্তুকে একটি সমষ্টি হিসেবে নির্দেশ করে।
Fleet:
-
English meaning: a number of warships under a single command
-
Bangla meaning: একক কর্তৃত্ব বা মালিকানাধীন জাহাজ, বিমান, বাস ইত্যাদির সমষ্টি; বহর
Collective Noun:
-
Collective Noun হলো সেই শব্দ যা একই ধরনের কিছু ব্যক্তি বা বস্তুর সমষ্টি বোঝায় এবং এককভাবে উচ্চারিত হয়।
-
অর্থাৎ, কিছু Common Noun-এর সমষ্টিকে Collective Noun বলে।
-
উদাহরণ: cattle, herd, army, public, library, jury, committee, fleet, crew, majority, minority, ইত্যাদি

0
Updated: 5 days ago
If someone says, "I'm going to hit the sack," what are they most likely doing?
Created: 3 days ago
A
Going to sleep early
B
Preparing for a fight
C
Starting a workout
D
Packing their bags
• The idiom "hit
the sack" means – Going to sleep early.
• hit the sack (idiom)
English Meaning: to go to bed in order to sleep.
Bangla Meaning: ঘুমাতে যাওয়া; শুতে যাওয়া।
Example Sentence:
- I’m really tired, so I’m going to hit the sack early tonight.

0
Updated: 3 days ago
Which literary work features the phrase "Alone, alone, all, all alone"?
Created: 1 month ago
A
The Rime of the Ancient Mariner
B
The Raven
C
Treasure Island
D
Moby Dick
• “Alone, alone, all, all alone” এই উক্তিটি সাহিত্যিক কাজগুলোর মধ্যে The Rime of the Ancient Mariner থেকে এসেছে। এটি সেমুয়েল টেলারের লেখা একটি বিখ্যাত কবিতা, যেখানে একজন সমুদ্রযাত্রীর একাকীত্ব ও মানসিক যন্ত্রণার বর্ণনা আছে। অন্য বিকল্পগুলোর কথা বললে, The Raven হল এডগার অ্যালান পো’র একটি গথিক কবিতা, যা শোক ও বিষণ্নতার বিষয়বস্তু নিয়ে গড়ে উঠেছে। Treasure Island একটি অ্যাডভেঞ্চার গল্প রবার্ট লুই স্টিভেনসনের লেখা, যেখানে দ্বীপের গুপ্তধন এবং অভিযান সম্পর্কিত গল্প। আর Moby Dick হলো হারমান মেলভিলের উপন্যাস, যেখানে একটি বিশাল সাদা তিমির শিকার ও মানসিক সংগ্রামের কাহিনী। তাই, “Alone, alone, all, all alone” উক্তিটি সবচেয়ে প্রাসঙ্গিক The Rime of the Ancient Mariner-এর সাথে।

0
Updated: 1 month ago