Who is the Jewish moneylender in the play 'The Merchant of Venice'?
A
Antonio
B
Bassanio
C
Shylock
D
Portia
উত্তরের বিবরণ
The Merchant of Venice হলো William Shakespeare রচিত একটি comedy, যা পাঁচটি অঙ্কে(five acts) বিভক্ত। এটি প্রায় **১৫৯৬–৯৭ সালের দিকে লেখা হয়।
সারসংক্ষেপ:
-
কাহিনীর কেন্দ্রবিন্দু একজন ইহুদি সুদখোর Shylock এবং একজন ব্যবসায়ী Antonio।
-
Antonio-এর জরুরি অর্থের প্রয়োজনে তাকে Shylock থেকে ঋণ নিতে হয়।
-
Shylock শর্ত রাখে, যদি Antonio নির্দিষ্ট সময়ে টাকা পরিশোধ করতে না পারে, তবে তার শরীর থেকে এক পাউন্ড গোশত কেটে নেওয়া হবে।
-
Antonio সময়মতো টাকা পরিশোধ করতে ব্যর্থ হন। তবে বন্ধুরা সাহায্যে এসে বিষয়টি বিচারকের কাছে পৌঁছায়।
-
শেষ পর্যন্ত Shylock-এর শাস্তি হয়; তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়।
মূল চরিত্রসমূহ:
-
Antonio (Venice-এর একজন merchant)
-
Shylock (Jewish moneylender)
-
Portia
-
Bassanio
-
Jessica
কিছু উল্লেখযোগ্য উক্তি:
-
"All that glitters is not gold."
-
"The devil can cite Scripture for his purpose."
-
"It is a wise father that knows his own child."
-
"But love is blind, and lovers cannot see."
উৎস:
0
Updated: 1 month ago
'If Winter comes, can Spring be far behind?' - Who wrote this?
Created: 1 month ago
A
William Blake
B
S. T. Coleridge
C
Lord Byron
D
P. B. Shelley
"If Winter comes, can Spring be far behind?"—এই বিখ্যাত লাইনটি কবি P. B. Shelley তাঁর প্রসিদ্ধ কবিতা Ode to the West Wind-এ লিখেছিলেন। নিচে কবিতা, কবি ও তাঁর অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলো।
-
Ode to the West Wind কবিতাটি রচনা করেন P. B. Shelley।
-
এটি প্রথম প্রকাশিত হয় ১৮২০ সালে।
-
কবিতায় তিনি West Wind-কে destroyer and preserver বলে আখ্যায়িত করেছেন।
-
কবিতাটি লেখা হয় ১৮১৯ সালের ২৫ অক্টোবর, ইতালির ফ্লোরেন্স শহরের নিকটবর্তী Cascine Wood-এ, এবং বলা হয় এটি তিনি একটানা একটি বসায় সম্পূর্ণ করেছিলেন।
-
অনেকে মনে করেন, তাঁর পুত্র William-এর মৃত্যুজনিত শোকেই এই কবিতাটি লেখা হয়েছিল।
-
কবি West Wind-এর প্রলয়ংকারী ক্ষমতাকে যেমন সমাদর করেছেন, তেমনি এ শক্তির মধ্য দিয়েই তিনি বৈপ্লবিক চিন্তাধারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক—এমন আশা ব্যক্ত করেছেন।
-
এই কবিতাটি Shelley-এর আবেগপ্রবণ ভাষা এবং প্রতীকী চিত্রকল্পের অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ।
-
কবিতাটি শেষ হয় এই বিখ্যাত প্রশ্নে: "If Winter comes, can Spring be far behind?"
-
উক্তিটি সাহিত্যিক পরিভাষায় Metaphor-এর উদাহরণ হিসেবেও বিবেচিত।
Shelley-এর কিছু বিখ্যাত উক্তি হলো:
-
"Our sweetest songs are those that tell of saddest thought" (Ode To A Skylark)।
-
"The more we study, the more we discover our ignorance" (Queen Mab)।
P. B. Shelley সম্পর্কে কিছু তথ্য:
-
তিনি একজন English Romantic poet।
-
তাঁকে ইংরেজি সাহিত্যের অন্যতম Revolutionary poets হিসেবে গণ্য করা হয়।
-
তাঁর ব্যক্তিগত প্রেম ও সামাজিক ন্যায়ের জন্য আবেগপ্রবণ অনুসন্ধান ধীরে ধীরে কবিতার মাধ্যমে প্রকাশ পেয়েছে, যা ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ রচনার মধ্যে স্থান পেয়েছে।
-
মাত্র ২৯ বছর বয়সে ইংরেজি সাহিত্যের এই উজ্জ্বল নক্ষত্রের মৃত্যু হয়।
তাঁর কিছু উল্লেখযোগ্য রচনা হলো:
-
Adonais
-
Mont Blanc
-
Ode to the West Wind
-
Ozymandias
-
To a Skylark
-
Peter Bell the Third
-
Prometheus Unbound (play)
-
Queen Mab
-
Rosalind and Helen
-
The Cenci (play)
-
The Cloud
-
The Masque of Anarchy
0
Updated: 1 month ago
Which theme is reinforced through Darcy’s transformation?
Created: 2 months ago
A
Wealth as ultimate power
B
True love requires humility
C
Marriage is a duty
D
Women must obey men
Darcy প্রথমে অহংকারী ছিল। কিন্তু Elizabeth তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে সে নিজেকে বদলায়। Gardiner পরিবারকে ভদ্রভাবে গ্রহণ করা, Lydia–Wickham-এর বিয়ে ঠিক করা—এসব Darcy-র পরিবর্তনের প্রমাণ। Austen দেখান—প্রকৃত ভালোবাসা পাওয়া যায় যখন অহংকার ভেঙে বিনয় শেখা যায়। Darcy-র এই উন্নতিই কাহিনির মূল বার্তা।
0
Updated: 2 months ago
"Charms strike the sight, but merit wins the soul." is taken from-
Created: 4 weeks ago
A
In Memoriam
B
The Rape of the Lock
C
Queen Mab
D
Don Juan
“Charms strike the sight, but merit wins the soul.” এই লাইনটি Alexander Pope রচিত বিখ্যাত ‘The Rape of the Lock’ কবিতা থেকে নেওয়া হয়েছে।
তথ্যসমূহ নিচে দেওয়া হলো:
-
‘The Rape of the Lock’ রচনা করেছেন Alexander Pope।
-
এটি একটি mock-heroic epic।
-
কবিতাটি ৭৯৪ লাইনের একটি গুরুগম্ভীর কিন্তু হাস্যরসাত্মক রচনা।
-
এটি Heroic couplets ব্যবহার করে লেখা হয়েছে।
-
এই কবিতার অন্যতম বিখ্যাত লাইন হলো “Charms strike the sight, but merit wins the soul.”
Alexander Pope (1688–1744):
-
তিনি Neo-Classical Period-এর ‘Augustan Age’-এর একজন poet ও satirist।
-
তাঁর নাম অনুসারে এই যুগের নামকরণ করা হয়েছে ‘Age of Pope’।
-
তিনি পরিচিত ‘Mock-Heroic Poet’ নামে।
-
তিনি ইংরেজি সাহিত্যের অন্যতম বুদ্ধিদীপ্ত সাহিত্যিক।
-
তিনি গ্রিক কবি Homer-এর মহাকাব্য ‘The Iliad’ ও ‘The Odyssey’ ইংরেজিতে অনুবাদ করেন।
Some of His Famous Quotes:
-
“Fools rush in where angels fear to tread.”
-
“A little learning is a dangerous thing.”
-
“Blessed is he who expects nothing, for he shall never be disappointed.”
-
“To err is human, to forgive, divine.”
-
“An honest man is the noblest work of God.”
-
“Charms strike the sight, but merit wins the soul.”
-
“The proper study of mankind is man.”
-
“Hope springs eternal in the human breast; Man never is, but always to be blest.”
Notable Works:
-
The Rape of the Lock
-
An Essay on Criticism
-
An Essay on Man
-
The Dunciad
-
The New Dunciad
-
Windsor
-
An Epistle to Dr. Arbuthnot
-
The Imitation of Horace
অন্যদিকে,
-
In Memoriam হলো Alfred, Lord Tennyson-এর রচনা, যা তাঁর ঘনিষ্ঠ বন্ধু Arthur Henry Hallam-এর স্মৃতিতে লেখা একটি long elegy।
-
Queen Mab হলো Percy Bysshe Shelley-এর লেখা একটি long, radical philosophical poem।
-
Don Juan হলো Lord Byron-এর লেখা একটি long, satirical epic poem।
0
Updated: 4 weeks ago