Who is the Jewish moneylender in the play 'The Merchant of Venice'?
A
Antonio
B
Bassanio
C
Shylock
D
Portia
উত্তরের বিবরণ
The Merchant of Venice হলো William Shakespeare রচিত একটি comedy, যা পাঁচটি অঙ্কে(five acts) বিভক্ত। এটি প্রায় **১৫৯৬–৯৭ সালের দিকে লেখা হয়।
সারসংক্ষেপ:
-
কাহিনীর কেন্দ্রবিন্দু একজন ইহুদি সুদখোর Shylock এবং একজন ব্যবসায়ী Antonio।
-
Antonio-এর জরুরি অর্থের প্রয়োজনে তাকে Shylock থেকে ঋণ নিতে হয়।
-
Shylock শর্ত রাখে, যদি Antonio নির্দিষ্ট সময়ে টাকা পরিশোধ করতে না পারে, তবে তার শরীর থেকে এক পাউন্ড গোশত কেটে নেওয়া হবে।
-
Antonio সময়মতো টাকা পরিশোধ করতে ব্যর্থ হন। তবে বন্ধুরা সাহায্যে এসে বিষয়টি বিচারকের কাছে পৌঁছায়।
-
শেষ পর্যন্ত Shylock-এর শাস্তি হয়; তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়।
মূল চরিত্রসমূহ:
-
Antonio (Venice-এর একজন merchant)
-
Shylock (Jewish moneylender)
-
Portia
-
Bassanio
-
Jessica
কিছু উল্লেখযোগ্য উক্তি:
-
"All that glitters is not gold."
-
"The devil can cite Scripture for his purpose."
-
"It is a wise father that knows his own child."
-
"But love is blind, and lovers cannot see."
উৎস:

0
Updated: 19 hours ago
Who is the author of the play "Riders to the Sea"?
Created: 1 month ago
A
John Millington Synge
B
Dylan Thomas
C
Rudyard Kipling
D
Joseph Conrad
• The author of the play "Riders to the Sea" is – John Millington Synge.
• Riders to the Sea
-
One-act play by John Millington Synge
-
লেখা ১৯০৩ সালে, মঞ্চস্থ ১৯০৪ সালে
-
সমালোচকদের মতে, dramatic literature এর অন্যতম শ্রেষ্ঠ one-act play
-
কেন্দ্রীয় চরিত্র: Maurya
• Summary
-
নাটকটি আরান দ্বীপের জীবনচিত্র তুলে ধরে।
-
Maurya সমুদ্রের প্রতি ভয় ও শোকের সম্মুখীন হন।
-
পরিবারের বহু সদস্য, বিশেষ করে পুত্ররা, সমুদ্রের তীব্রতা ও অনিশ্চয়তার কারণে হারিয়ে যায়।
-
মানুষের দুর্বলতা এবং প্রকৃতির অসীম শক্তির মাঝে সংঘটিত সংঘর্ষ দেখানো হয়।
-
প্রতিটি ক্ষতি ও বিচ্ছেদের মধ্যে মৃত্যুর অনিবার্যতা স্পষ্ট।
• John Millington Synge (1871 - 1909)
-
Irish dramatist
• Famous Works
-
In the Shadow of the Glen (1903)
-
Riders to the Sea (1904)
-
The Well of the Saints (1905)
-
The Playboy of the Western World (1907)
-
The Tinker’s Wedding (1907)
-
Deirdre of the Sorrows (1910)
Source: An ABC of English Literature – Dr. M Mofizar Rahman, Britannica

0
Updated: 1 month ago
Things Fall Apart is written by -
Created: 1 week ago
A
Charlotte Bronte
B
Emily Bronte
C
Rudyard Kipling
D
Chinua Achebe
Things Fall Apart হলো Chinua Achebe-এর প্রথম উপন্যাস, যা 1958 সালে প্রকাশিত হয়। এটি মূলত Igbo সম্প্রদায়ের নেতা Okonkwo-এর জীবন ও তার সংগ্রামের কাহিনী বর্ণনা করে। গল্পের সূচনা হয় যখন Okonkwo ভুলবশত একজন clansman-কে হত্যা করেন এবং এর ফলে তাকে সম্প্রদায় থেকে বিতাড়িত হতে হয়।
-
লেখক: Chinua Achebe, একজন Nigerian author।
-
তিনি বিশেষভাবে আগ্রহী ছিলেন ক্রমবর্ধমান আফ্রিকার সংকটময় মুহূর্তগুলিতে।
-
প্রধান চরিত্র: Okonkwo
-
ঘটনা: Okonkwo সম্প্রদায় থেকে বিতাড়িত হন একজন clansman হত্যা করার কারণে।
উল্লেখযোগ্য কাজসমূহ:
-
A Man of the People
-
Anthills of the Savannah
-
Arrow of God
-
Home and Exile
-
Hopes and Impediments
-
No Longer at Ease
-
The Education of a British-Protected Child
-
Things Fall Apart
উৎস:

0
Updated: 1 week ago
A metaphor is-
Created: 1 week ago
A
A comparison using “like” or “as”
B
A direct comparison without using “like” or “as”
C
Giving human qualities to non-human things
D
An exaggeration for effect
Metaphor (রূপকালংকার)
-
Definition:
A metaphor is a direct, implicit comparison between two unlike things without using “like” or “as”. It conveys similarity or symbolic meaning between two different objects, ideas, or concepts. -
Explanation:
-
যখন কোনো বাক্যে দুটি ভিন্ন বা বিজাতীয় জিনিসের মাঝে পরোক্ষভাবে বা রূপকার্থে তুলনা করা হয়, তাকে Metaphor বলা হয়।
-
সাধারণত, এই তুলনা এমন দুইটি জিনিসের মধ্যে করা হয় যা একই রকম বা সদৃশ নয়, কিন্তু তাদের মধ্যে কোনো সাধারণ মিল বা ভাব থাকে।
-
-
Examples:
-
“Life is but a walking shadow.”
-
“The world is a stage.”
-
“Revenge is a wild justice.”
-
“He has a heart of stone.”
-
“All the world's a stage, And all the men and women merely players.”
-
-
Other related figures of speech:
-
Simile: A comparison using like or as.
-
Personification: Giving human qualities to non-human things.
-
Hyperbole: A figure of speech that exaggerates for effect.
-

0
Updated: 1 week ago