Who wrote the poem 'The Second Coming?'
A
T.S. Eliot
B
Robert Frost
C
William Shakespeare
D
William Butler Yeats
উত্তরের বিবরণ
The Second Coming হলো William Butler Yeats রচিত একটি বিখ্যাত কবিতা। এটি দুটি স্তরবিশিষ্ট(blank verse) কবিতা, যা ভবিষ্যদ্বাণীমূলক (prophetic) ধাঁচের। কবিতায় Yeats প্রথম বিশ্বযুদ্ধের পরের বিশৃঙ্খল পরিস্থিতি, সমাজের অস্থিরতা এবং সভ্যতার অনিশ্চিত ভবিষ্যৎ তুলে ধরেছেন।
William Butler Yeats (1865–1939)
-
একজন আইরিশ কবি, নাট্যকার ও সাহিত্যিক, আধুনিক ইংরেজি সাহিত্যের অন্যতম প্রধান ব্যক্তিত্ব।
-
তাঁর সাহিত্যকর্ম আয়ারল্যান্ডের ঐতিহ্য, রাজনীতি ও নিজ জন্মভূমির প্রতি ভালোবাসার প্রতিফলন বহন করে।
-
Yeats কে Ireland-এর National Poet বলা হয়।
-
তিনি ১৯২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন, প্রথম আইরিশ হিসেবে।
প্রধান কবিতাসমূহ:
-
No Second Troy
-
The Second Coming
-
A Prayer for My Daughter
-
The Tower
-
Easter 1916
-
September 1913
-
The Stolen Child
-
Sailing to Byzantium
-
The Lake Isle of Innisfree
-
The Man Who Dreamed of Fairyland
-
An Irish Airman Foresees His Death
উৎস:

0
Updated: 20 hours ago
"It was the best of times, it was the worst of times." - This quote is taken from -
Created: 2 weeks ago
A
A Tale of Two Cities
B
Great Expectations
C
Pride and Prejudice
D
The Old Man and the Sea
A Tale of Two Cities
-
লেখক: Charles Dickens
-
ধরন: Novel
-
ভাষা: English
-
প্রকাশকাল: 1859
-
Setting: London এবং Paris
-
Theme: ফরাসী বিপ্লব এবং মানুষের সামাজিক-রাজনৈতিক সংগ্রাম
কাহিনীর সংক্ষিপ্ত বিবরণ
-
Lucie Manette তার বাবাকে Doctor Alexandre Manette জীবিত অবস্থায় খুঁজে পান।
-
Doctor Manette অতীতের অত্যাচারি জমিদারের ষড়যন্ত্রের কারণে জেলে ছিলেন। জেল থেকে মুক্তি পাওয়ার পর Lucie তাকে লন্ডনে নিয়ে আসেন।
-
পথে Lucie পরিচিত হন Charles Darnay-এর সঙ্গে, যিনি ফরাসী রাজপরিবারের সদস্য হলেও অতীতের পাপের জন্য অনুতপ্ত।
-
Sydney Carton একজন পারিবারিক বন্ধু, যিনি Lucie-কে ভালোবাসেন এবং নিজের ত্যাগের মাধ্যমে গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
উল্লেখযোগ্য চরিত্র
-
Sydney Carton
-
Lucie Manette
-
Charles Darnay
-
Dr. Alexandre Manette
-
Madame Defarge
বিখ্যাত উক্তি
-
প্রথম লাইন:
“It was the best of times, it was the worst of times, it was the age of wisdom, it was the age of foolishness, it was the epoch of belief, it was the epoch of incredulity, it was the season of light, it was the season of darkness, it was the spring of hope, it was the winter of despair.” -
শেষ লাইন:
"It is a far, far better thing that I do, than I have ever done; it is a far, far better rest I go to than I have ever known."
Charles Dickens
-
বিখ্যাত British novelist, Victorian যুগের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক।
উল্লেখযোগ্য রচনা
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
-
Hard Times
-
The Pickwick Papers
Options:
-
খ) Great Expectations — লেখক: Charles Dickens
-
গ) Pride and Prejudice — লেখক: Jane Austen
-
ঘ) The Old Man and the Sea — লেখক: Ernest Hemingway
Source: Live MCQ Lecture, Britannica.com

0
Updated: 2 weeks ago
Which of the following words is in plural number?
Created: 4 weeks ago
A
Furniture
B
Information
C
Poultry
D
Poetry
Number (সংখ্যা)
সংজ্ঞা:
-
Number হলো কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যাকে নির্দেশ করা।
প্রধান দুই প্রকার:
-
Singular Number (একবচন) – এক ব্যক্তি, এক বস্তু বা এক প্রাণী
-
Plural Number (বহুবচন) – একাধিক ব্যক্তি, বস্তু বা প্রাণী
বিশেষ নিয়মাবলী:
১. সবসময় Singular হিসেবে ব্যবহৃত কিছু শব্দ:
-
Information
-
Furniture
-
Scenery
-
Poetry
-
News
-
Athletics
২. সবসময় Plural হিসেবে ব্যবহৃত কিছু শব্দ:
-
Cattle
-
People
-
Police
-
Folk
-
Swine
-
Vermin
উদাহরণ: Poultry is Plural Number
তথ্যসূত্র: Applied English Grammar and Composition – P. C. Das

0
Updated: 4 weeks ago
Who is the last character to die in the play?
Created: 4 weeks ago
A
Claudius
B
Gertrude
C
Laertes
D
Hamlet
English
Corruption wins not more than honesty-William Shakespeare
English Grammar
English Literature
William Shakespeare (1564-1616)
The final scene of Hamlet ends with a duel that causes the deaths of the main characters in rapid succession. The order of deaths is:
-
Gertrude: She unknowingly drinks from a poisoned cup intended for Hamlet by Claudius.
-
Laertes: He is wounded by his own poisoned sword during the duel with Hamlet. Before dying, he reveals Claudius’s plot.
-
Claudius: Upon realizing the truth, Hamlet stabs Claudius with the poisoned sword and forces him to drink the rest of the poisoned wine.
-
Hamlet: Struck by Laertes's poisoned blade, Hamlet dies last, ensuring Claudius is dead and asking Horatio to tell his story.
-
Key point: Hamlet is the last to die in the final scene.

0
Updated: 4 weeks ago