In which year was 'A Farewell to Arms' published?
A
1926
B
1927
C
1928
D
1929
উত্তরের বিবরণ
A Farewell to Arms হলো Ernest Hemingway রচিত তৃতীয় উপন্যাস, যা ১৯২৯ সালে প্রকাশিত হয়। এটি “Lost Generation” বা হারানো প্রজন্মের অস্তিত্ববাদী হতাশাবোধের প্রতিফলন, এবং আত্মজৈবনিক উপাদানের জন্য বিশেষভাবে খ্যাত।
মূল চরিত্রসমূহ:
-
Lieutenant Frederic Henry (প্রধান চরিত্র)
-
Catherine Barkley
-
Helen Ferguson
-
Lieutenant Rinaldi ইত্যাদি
সার-সংক্ষেপ:
-
গল্পের কেন্দ্রীয় চরিত্র হলেন Frederic Henry, একজন আমেরিকান লেফটেন্যান্ট এবং Catherine Barkley, একজন ইংরেজ নার্স।
-
প্রথম বিশ্বযুদ্ধের সময় তাদের দুজনের পরিচয় ইটালিতে হয়। Catherine সদ্য বিধবা হলেও তাদের মধ্যে প্রেম ও সহানুভূতির সম্পর্ক গড়ে ওঠে।
-
Frederic গুরুতর জখম হলে Catherine তাকে সেবা দেয় এবং দুজনে আরও কাছাকাছি হয়। পরে Catherine গর্ভবতী হয়।
-
যুদ্ধের কারণে Fredericকে ফিরিয়ে যেতে হয়, এবং ফিরে এসে দেখেন Catherine অন্য শহরে বদলি হয়ে গেছে।
-
Frederic Catherine-কে খুঁজে বের করে এবং দুজনে পালিয়ে সুইজারল্যান্ডে চলে যায়। কিন্তু Catherine সন্তান প্রসবের সময় মারা যায়।
Ernest Hemingway (1899–1961)
-
পুরো নাম Ernest Miller Hemingway, আমেরিকান ঔপন্যাসিক ও ছোটগল্প লেখক।
-
সরল ও সংক্ষিপ্ত গদ্যশৈলী এবং বাস্তবধর্মী চরিত্রচিত্রণের জন্য বিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ লেখক হিসেবে পরিচিত।
-
সাহিত্যে অবদানের জন্য ১৯৫৪ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
-
The Old Man and the Sea উপন্যাসের জন্য ১৯৫৩ সালে Pulitzer Prize লাভ করেন।
Notable works:
-
The Sun Also Rises
-
The Old Man and the Sea
-
A Farewell to Arms
-
Green Hills of Africa
-
In Our Time
উৎস:

0
Updated: 20 hours ago
Choose the correct meaning of the phrase “At the outset”.
Created: 3 days ago
A
At the end
B
At the beginning
C
In the middle
D
After a while
At the outset এর অর্থ এবং ব্যবহার নিম্নরূপ:
-
English Meaning: the beginning
-
Bangla Meaning: শুরুতেই / প্রারম্ভেই
Example Sentence:
I told him at the outset I wasn't interested.
Bangla Meaning: আমি তাকে শুরুতেই বলেছিলাম যে আমি আগ্রহী নই।
Source:

0
Updated: 3 days ago
What does "the lock" refer to in the title, The Rape of the Lock?
Created: 1 month ago
A
A prison lock
B
A treasure chest
C
A lock of hair
D
A hair ornament
"The Rape of the Lock" কবিতাটির শিরোনামে "lock" শব্দটি দিয়ে বোঝানো হয়েছে বেলিন্ডার চুলের একটি কাটা অংশ, অর্থাৎ চুলের একটি lock.
• The Rape of the Lock:
- It is a narrative Poem.
- এটির প্রথম ভার্সন ১৭১২ সালে প্রকাশিত হয় consisted of two cantos.
- The final version, published in 1714, was expanded to five cantos.
- এটি একটি ৭৯৪ লাইনের একটি গুরুগম্ভীর কিন্তু হাস্যরসাত্মক কবিতা।
- Heroic couplets ব্যবহার করে এটি রচনা করা হয়েছে।
- Belinda বা Arabella Fermor নামের এক মেয়ে এখানে প্রধান চরিত্র যার চুলের বেনি বা একগুচ্ছ চুল কেটে ফেলে অপর একজন যুবক Baron বা Lord Petre.
- শেষ পর্যন্ত এই চুলের বেনী স্থান পায় নক্ষত্রলোকে ।
- দেবতা, যুদ্ধ বিগ্রহের বর্ণনাও আছে এতে।
- সামান্যকে অসামান্য, ক্ষুদ্রকে বৃহৎ, সংকীর্ণকে ব্যাপক করে তুলবার এই ক্ষমতার জন্যই পৌপ বিখ্যাত Mock- Heroic Poet হিসেবে।
• Alexander Pope:
- তিনি একজন English author.
- Alexander Pope is called Mock Heroic Poet.
- He is a poet of the Augustan Period.
- He is one of the most epigrammatic of all English authors.
• Famous works:
- An Epistle to Dr. Arbuthnot,
- An Essay on Criticism,
- An Essay on Man,
- Eloisa to Abelard,
- The Dunciad,
- The New Dunciad,
- The Rape of the Lock,
- Windsor-Forest.

0
Updated: 1 month ago
"To His Coy Mistress" was authored by-
Created: 1 week ago
A
John Donne
B
Richard Lovelace
C
Andrew Marvell
D
Sir John Suckling
“To His Coy Mistress” – By Andrew Marvell
১. কবিতার বিবরণ
-
লেখক: Andrew Marvell
-
ধরণ: Metaphysical Poem
-
লাইন সংখ্যা: ৪৬
-
প্রকাশকাল: 1681
-
বিষয়বস্তু: প্রেম ও সময়ের সংঘাতকে বুদ্ধিদীপ্ত ও ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন।
Summary:
-
কবি তার প্রেমিকাকে বলেন, যদি সময়ের অভাব না থাকত, তিনি তাঁর প্রতিটি শারীরিক বৈশিষ্ট্য প্রশংসা করতে শতাব্দী সময় ব্যয় করতেন।
-
প্রেমিকা সেই সময়কে ব্যবহার করে কবির প্রস্তাব প্রত্যাখ্যান করতেন।
-
কবিতার মূল ভাব: সময় সীমিত, তাই প্রেমিকাকে উপভোগ করতে দ্রুত এগোতে হবে।
২. Andrew Marvell সম্পর্কে
-
জন্ম: 1621
-
মৃত্যু: 1678
-
পরিচিতি: Jacobean period-এর একজন বিখ্যাত কবি
-
বিশেষত্ব: Metaphysical poet, গভীর চিন্তাশীলতা, বুদ্ধিদীপ্ত উপমা (conceit), ধর্ম ও প্রেমের মিলন
৩. উল্লেখযোগ্য কাজসমূহ
-
The Rehearsal Transpros’d
-
To His Coy Mistress
-
The Definition of Love
-
The Garden

0
Updated: 1 week ago