Which is known as Shakespeare's swan-song?
A
Hamlet
B
Othello
C
The Tempest
D
A Comedy of Error
উত্তরের বিবরণ
The Tempest হলো উইলিয়াম শেক্সপিয়রের রচিত পাঁচ অঙ্কের নাটক। এটি প্রায় ১৬১১ সালে রচিত ও মঞ্চস্থ হয় এবং ১৬২৩ সালে ফার্স্ট ফোলিওতে প্রকাশিত হয়। নাটকটিকে শেক্সপিয়রের “swan song” বা শেষ একক রচনা হিসেবে ধরা হয়। অনেক পণ্ডিত মনে করেন, শেক্সপিয়র এটি থিয়েটারের প্রতি তার বিদায়বাণী হিসেবে রচনা করেছিলেন। নাটকের মূল থিমগুলোর মধ্যে রয়েছে ক্ষমা ও পুনর্মিলন, প্রেম, জাদু ও ন্যায়বিচার।
মূল চরিত্রসমূহ:
-
Prospero (Duke)
-
Miranda (Heroine)
-
Ariel (Supernatural creature – সদাচারী)
-
Caliban (Supernatural creature – খারাপ চরিত্র)
-
Antonio (Duke-এর ভাই ও খলনায়ক)
-
Ferdinand (Hero)
-
Gonzalo ইত্যাদি
সার-সংক্ষেপ:
-
ডিউক প্রোস্পেরো ও তার কন্যা মিরান্ডা, প্রোস্পেরোর ছোট ভাই অ্যান্টোনিওর ষড়যন্ত্রের ফলে এক দূরবর্তী দ্বীপে নির্বাসিত হন।
-
প্রোস্পেরোকে অতিপ্রাকৃত শক্তিধর হিসেবে দেখানো হয়েছে, যার নিয়ন্ত্রণে রয়েছে দুটি অতিপ্রাকৃত সত্তা – Ariel ও Caliban।
-
নাটকের শুরুতেই প্রোস্পেরো তার জাদু ও জাদুমন্ত্র ব্যবহার করে সমুদ্রে একটি ভয়াবহ ঝড় (Tempest) তোলে, যার ফলে অ্যান্টোনিও এবং অন্যান্য চরিত্ররা জাহাজ দুর্ঘটনায় পড়ে এবং দ্বীপে পৌঁছায়।
কিছু বিখ্যাত উক্তি:
-
"Hell is empty and all the devils are here."
-
"We are such stuff as dreams are made on, and our little life is rounded with a sleep."
-
"This thing of darkness, I acknowledge mine."
-
"O, brave new world, that has such people in it!"
-
"Awake, dear heart, awake. Thou hast slept well. Awake."
-
"Misery acquaints a man with strange bedfellows."
William Shakespeare (1564–1616)
-
English কবি, নাট্যকার ও অভিনেতা।
-
Stratford-upon-Avon-এ জন্মগ্রহণ করেন; তাকে Bard of Avon বা Swan of Avon বলা হয়।
-
মোট ১৫৪টি sonnet এবং ৩৭টি নাটক লিখেছেন।
-
এছাড়া Long narrative poem ও রচনা করেছেন।
উৎস:

0
Updated: 20 hours ago
Which of the following is an antonym of “bard”?
Created: 1 day ago
A
Stingy
B
Essayist
C
Rhymester
D
Compliment
• Bard (noun)
English Meaning: A poet, traditionally one reciting epics and associated with a
particular oral tradition.
Bangla Meaning: (১) (বিশেষত সেলটিক) চারণ। (২) (সাহিত্যিক) কবি।
• Synonyms: Poet (কবি),
Minstrel (চারণকবি), Rhymester (কবি/ছড়াকার), Troubadour (গীতিকার)।
• Antonyms: Essayist (প্রাবন্ধিক)।
Other Forms: -
- Bardic (adjective) চারণিক; চারণ।
- Bardolatry [Uncountable noun] শেক্সপিয়রের প্রতি অতিভক্তি; কবিপূজা।
Other options:
- Stingy - কৃপণ স্বভাব; ব্যয়কুণ্ঠ।
- Compliment - প্রশংসাসূচক; শ্রদ্ধাসূচক বা সৌজন্যসূচক কথা।
Example Sentence:
1. Taliesin was a renowned bard who is believed to have sung at the courts of
at least three Brythonic kings.
2. Maybe he saw himself as the persecuted Bard, the subject of one of his large
canvases.

0
Updated: 1 day ago
Which of the following is a tragedy written by William Shakespeare?
Created: 1 month ago
A
Hamlet
B
As You Like It
C
Twelfth Night
D
All of above
Hamlet
-
‘Hamlet’ হলো William Shakespeare রচিত একটি বিখ্যাত ট্র্যাজেডি নাটক, যার মোট ৫টি অঙ্ক (act) আছে।
-
এটি ১৫৯৯ থেকে ১৬০১ সালের মধ্যে লেখা হয় এবং প্রথম প্রকাশিত হয় ১৬০৩ সালে।
-
এটি শেক্সপিয়ারের লেখা ট্র্যাজেডিগুলোর মধ্যে সবচেয়ে ছোট এবং সবচেয়ে বেশি আলোচিত নাটকগুলোর একটি।
-
কাহিনীটি ডেনমার্কের যুবরাজ হ্যামলেটকে কেন্দ্র করে, যিনি নিজের বাবার হত্যার প্রতিশোধ নিতে চায়।
সংক্ষিপ্ত সারাংশ (Summary):
-
যুবরাজ হ্যামলেট জার্মানি থেকে ফিরে আসে তার বাবার মৃত্যুর পর।
-
দেশে ফিরে সে জানতে পারে, তার চাচা ক্লডিয়াস তার মাকে বিয়ে করেছে এবং সেই চাচাই তার বাবাকে হত্যা করেছে।
-
হ্যামলেট প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং নাটকের কাহিনী ধাপে ধাপে সামনে এগিয়ে যায়।
-
শেষ পর্যন্ত হ্যামলেট নিজেও মারা যায় এবং নাটকের ট্র্যাজিক পরিণতি ঘটে।
মূল চরিত্রসমূহ:
-
Prince Hamlet – প্রধান চরিত্র, ডেনমার্কের যুবরাজ
-
Ophelia – হ্যামলেটের প্রেমিকা
-
Claudius – হ্যামলেটের চাচা ও নাটকের খলনায়ক
-
Gertrude – হ্যামলেটের মা
-
Horatio – হ্যামলেটের বিশ্বস্ত বন্ধু
-
Polonius – উপদেষ্টা, ওফেলিয়ার বাবা
-
Laertes – ওফেলিয়ার ভাই
William Shakespeare (1564–1616):
-
তিনি একজন বিখ্যাত ইংরেজ কবি, নাট্যকার ও অভিনেতা।
-
তার জন্ম Stratford-upon-Avon শহরে, এজন্য তাকে বলা হয় ‘Bard of Avon’।
-
Shakespeare লিখেছেন মোট ৩৭টি নাটক ও ১৫৪টি সনেট।
Shakespeare-এর উল্লেখযোগ্য রচনাবলি:
Tragedy (দুঃখান্ত নাটক):
-
Hamlet,
-
Othello,
-
Macbeth,
-
King Lear,
-
Julius Caesar
Comedy (প্রহসন):
-
As You Like It,
-
The Tempest,
-
Twelfth Night,
-
A Midsummer Night’s Dream
Famous Poems:
-
Sonnet 18 ("Shall I Compare Thee to a Summer’s Day"),
-
The Rape of Lucrece,
-
Venus and Adonis
Source: Britannica

1
Updated: 1 month ago
The poem "An Elegy Written in a Country Churchyard" was penned by which poet?
Created: 1 month ago
A
Thomas Gray
B
William Wordsworth
C
Lord Byron
D
William Blake
"An Elegy Written in a Country Churchyard" কবিতার রচয়িতা Thomas Gray। এটি ১৭৫১ সালে লেখা একটি বিখ্যাত Elegy, যা গ্রামের কবরস্থানকে কেন্দ্র করে সাধারণ মানুষের জীবন, মৃত্যু এবং তাদের গুণাবলীকে গভীরভাবে চিত্রিত করে। কবিতায় জীবনের ক্ষণস্থায়িতা ও মৃত্যুর অনিবার্যতা ফুটে উঠেছে।
Thomas Gray একজন প্রখ্যাত Graveyard Poet এবং Age of Sensibility-এর গুরুত্বপূর্ণ সাহিত্যিক।
বিখ্যাত কবিতা: An Elegy Written in a Country Churchyard, Ode on a Distant Prospect of Eton College, The Bard, The Progress of Poesy।
উত্তর: Thomas Gray

0
Updated: 1 month ago