Which is known as Shakespeare's swan-song?


A

Hamlet


B

Othello


C

The Tempest


D

A Comedy of Error


উত্তরের বিবরণ

img

The Tempest হলো উইলিয়াম শেক্সপিয়রের রচিত পাঁচ অঙ্কের নাটক। এটি প্রায় ১৬১১ সালে রচিত ও মঞ্চস্থ হয় এবং ১৬২৩ সালে ফার্স্ট ফোলিওতে প্রকাশিত হয়। নাটকটিকে শেক্সপিয়রের “swan song” বা শেষ একক রচনা হিসেবে ধরা হয়। অনেক পণ্ডিত মনে করেন, শেক্সপিয়র এটি থিয়েটারের প্রতি তার বিদায়বাণী হিসেবে রচনা করেছিলেন। নাটকের মূল থিমগুলোর মধ্যে রয়েছে ক্ষমা ও পুনর্মিলন, প্রেম, জাদু ও ন্যায়বিচার

মূল চরিত্রসমূহ:

  • Prospero (Duke)

  • Miranda (Heroine)

  • Ariel (Supernatural creature – সদাচারী)

  • Caliban (Supernatural creature – খারাপ চরিত্র)

  • Antonio (Duke-এর ভাই ও খলনায়ক)

  • Ferdinand (Hero)

  • Gonzalo ইত্যাদি

সার-সংক্ষেপ:

  • ডিউক প্রোস্পেরো ও তার কন্যা মিরান্ডা, প্রোস্পেরোর ছোট ভাই অ্যান্টোনিওর ষড়যন্ত্রের ফলে এক দূরবর্তী দ্বীপে নির্বাসিত হন।

  • প্রোস্পেরোকে অতিপ্রাকৃত শক্তিধর হিসেবে দেখানো হয়েছে, যার নিয়ন্ত্রণে রয়েছে দুটি অতিপ্রাকৃত সত্তা – ArielCaliban

  • নাটকের শুরুতেই প্রোস্পেরো তার জাদু ও জাদুমন্ত্র ব্যবহার করে সমুদ্রে একটি ভয়াবহ ঝড় (Tempest) তোলে, যার ফলে অ্যান্টোনিও এবং অন্যান্য চরিত্ররা জাহাজ দুর্ঘটনায় পড়ে এবং দ্বীপে পৌঁছায়।

কিছু বিখ্যাত উক্তি:

  • "Hell is empty and all the devils are here."

  • "We are such stuff as dreams are made on, and our little life is rounded with a sleep."

  • "This thing of darkness, I acknowledge mine."

  • "O, brave new world, that has such people in it!"

  • "Awake, dear heart, awake. Thou hast slept well. Awake."

  • "Misery acquaints a man with strange bedfellows."

William Shakespeare (1564–1616)

  • English কবি, নাট্যকার ও অভিনেতা।

  • Stratford-upon-Avon-এ জন্মগ্রহণ করেন; তাকে Bard of Avon বা Swan of Avon বলা হয়।

  • মোট ১৫৪টি sonnet এবং ৩৭টি নাটক লিখেছেন।

  • এছাড়া Long narrative poem ও রচনা করেছেন।

উৎস: 

Unfavorite

0

Updated: 20 hours ago

Related MCQ

Which of the following is an antonym of “bard”?

Created: 1 day ago

A

Stingy

B

Essayist

C

Rhymester

D

Compliment

Unfavorite

0

Updated: 1 day ago

Which of the following is a tragedy written by William Shakespeare? 

Created: 1 month ago

A

Hamlet 

B

As You Like It 

C

Twelfth Night 

D

All of above

Unfavorite

1

Updated: 1 month ago

The poem "An Elegy Written in a Country Churchyard" was penned by which poet?

Created: 1 month ago

A

Thomas Gray

B

William Wordsworth

C

Lord Byron

D

William Blake

Unfavorite

0

Updated: 1 month ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD