'The Sun Also Rises' is first major novel by -
A
G.B Shaw
B
Ernest Hemingway
C
Charles Dickens
D
William Shakespeare
উত্তরের বিবরণ
The Sun Also Rises হলো Ernest Hemingway রচিত একটি গুরুত্বপূর্ণ উপন্যাস এবং তার প্রথম সার্থক উপন্যাস হিসেবে পরিচিত। এটি ১৯২৬ সালে প্রকাশিত হয়। উপন্যাসটির অপর নাম Fiesta, যা লন্ডনে প্রকাশিত হয়। এটি প্রথম বিশ্বযুদ্ধোত্তর সময়ের “Lost Generation” বা সেই সময়ের তরুণ প্রজন্মের ওপর যুদ্ধের প্রভাবকে ফুটিয়ে তোলে। কাহিনী স্পেন ও প্যারিসের বিভিন্ন স্থানকে কেন্দ্র করে গড়ে উঠেছে।
Ernest Hemingway (১৮৯৯–১৯৬১)
-
আমেরিকার ইলিনয় রাজ্যে জন্মগ্রহণ করেন।
-
মূলত ঔপন্যাসিক হিসেবে খ্যাতি লাভ করেন।
-
সংক্ষিপ্ত ও সুস্পষ্ট গদ্যশৈলী ২০শ শতাব্দীর American এবং British সাহিত্যে শক্তিশালী প্রভাব ফেলেছে।
-
The Sun Also Rises তার প্রথম উপন্যাস, যা তাকে Novelist হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রখ্যাত রচনা:
-
The Sun Also Rises
-
The Old Man and The Sea
-
A Farewell to Arms
-
Green Hills of Africa
উল্লেখযোগ্য: The Sun Rising হলো John Donne লিখিত একটি কবিতা, Hemingway-এর উপন্যাসের সঙ্গে মিলিত নয়।
উৎস:

0
Updated: 20 hours ago
The number of homeless families __________.
Created: 3 days ago
A
has grown
B
grow rapidly
C
were grew
D
have grown
• Complete Sentence: The number of homeless families has
grown.
- Bangla Meaning: গৃহহীন
পরিবারের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
- এখানে বাক্যের subject হচ্ছে "The number of
homeless families ".
- যদিও "homeless
families" plural, কিন্তু
বাক্যের প্রধান subject হলো "The number", যা singular.
Grammar rule অনুযায়ী:
- যখন subject
"The number of + plural noun" হয়,
তখন verb টি singular হয়।
- এছাড়াও, বাক্যটি present perfect
tense-এ রয়েছে, যা বোঝায় যে
গত কিছু সময়ের মধ্যে
গৃহহীন পরিবারের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

0
Updated: 3 days ago
The quote "As flies to wanton boys are we to the gods; / They kill us for their sport" reflects which of the play's major themes?
Created: 4 weeks ago
A
The corrupting nature of power
B
The injustice and cruelty of fate
C
The struggle between good and evil
D
The theme of madness
English
Corruption wins not more than honesty-William Shakespeare
English Grammar
English Literature
The upright judge condemns crimes but he does not hate the criminals-William Shakespeare
William Shakespeare (1564-1616)
Gloucester’s Pessimistic View – King Lear
-
Speaker: Gloucester, newly blinded
-
Meaning:
-
Expresses a deeply pessimistic worldview
-
Suggests the universe is not governed by divine justice but by cruel, indifferent forces
-
Humans are treated as playthings by fate
-
-
Significance: Reflects the play’s exploration of suffering and nihilism

0
Updated: 4 weeks ago
The Romantic Period began with the publication of -
Created: 1 week ago
A
Lyrical Ballads
B
Biographia Literaria
C
The Rime of the Ancient Mariners
D
Pride and Prejudice
Romantic Period ইংরেজি সাহিত্যে ১৭৯৮ সাল থেকে ১৮৩২ সাল পর্যন্ত সময়কালকে নির্দেশ করে। এই যুগের সূচনা ঘটে ১৭৯৮ সালে William Wordsworth এবং Samuel Taylor Coleridge-এর যৌথ প্রকাশনা Preface to Lyrical Ballads-এর মাধ্যমে।
Lyrical Ballads:
-
এটি একটি poetry collection।
-
প্রথম প্রকাশ: ১৭৯৮
-
Romantic period-এর সূচনা এই কাব্যগ্রন্থের প্রকাশের মাধ্যমে।
-
Romantic কবিতার সংকলন হিসেবে পরিচিত।
-
প্রকাশিত কবিতাগুলো বিষয়বস্তুর দিক দিয়ে সরল এবং শব্দ ব্যবহারে উচ্চাঙ্গ নয়।
-
অর্থাৎ, কবিতাগুলো অলংকারবিহীন এবং কৃত্রিমতা-মুক্ত।
-
সাধারণ মানুষের মুখে প্রচলিত ভাষা ব্যবহার করা হয়েছে।
-
কাব্যগ্রন্থে মোট ২৩টি কবিতা রয়েছে, যার মধ্যে ১৯টি রচনা করেছেন William Wordsworth এবং ৪টি Samuel Taylor Coleridge।
Source:

0
Updated: 1 week ago