Who is the author of the poem Easter, 1916?
A
T.S. Eliot
B
W. B. Yeats
C
G.B Shaw
D
William Shakespeare
উত্তরের বিবরণ
Easter, 1916 কবিতাটি William Butler Yeats লিখেছেন। এটি ১৯১৬ সালের এপ্রিলে আয়ারল্যান্ডে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে অনুষ্ঠিত গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রচিত। কবিতায় শহীদদের আত্মত্যাগ ও তাঁদের জীবনের পরিবর্তনের গুরুত্ব ফুটিয়ে তোলা হয়েছে। কবিতার একটি বিখ্যাত লাইন হলো: "All changed, changed utterly: A terrible beauty is born."
William Butler Yeats (1865–1939)
-
একজন আইরিশ কবি ও নাট্যকার, যাকে Ireland-এর National Poet বলা হয়।
-
তাঁর সাহিত্যকর্মগুলোতে আইরিশ ঐতিহ্য ও রাজনীতি এর প্রভাব স্পষ্টভাবে লক্ষ্য করা যায়।
-
নিজের জন্মভূমির প্রতি ভালোবাসার প্রকাশ বিভিন্ন কবিতায় প্রতিফলিত হয়।
-
১৯২৩ সালে সাহিত্যে Nobel Prize লাভ করেন।
প্রধান কবিতাসমূহ:
-
The Wild Swans at Coole
-
The Tower
-
The Winding Stair and Other Poems
-
The Second Coming
-
The Cat and the Moon
-
Sailing to Byzantium
-
The Lake Isle of Innisfree
-
Among School Children
-
A Prayer for My Daughter
-
When You Are Old
-
Easter 1916
-
September 1913
-
The Wanderings of Oisin
-
Leda and The Swan
W.B. Yeats রচিত কিছু নাটক:
-
The Resurrection
-
The Only Jealousy of Emer
-
The Dreaming of the Bones
-
Four Plays for Dancers
-
Calvary
-
Cathleen ni Houlihan
-
The Countess Cathleen
উৎস:
0
Updated: 1 month ago
Choose the best option.
They approached the old ruins with __________, unsure of what they might find.
Created: 1 month ago
A
enthusiasm
B
indifference
C
bravado
D
trepidation
Complete Sentence: They approached the old ruins with trepidation, unsure of what they might find।
-
Option Analysis:
-
ক) enthusiasm (উৎসাহ)
-
মানে: অনেক আগ্রহ ও উদ্দীপনা নিয়ে কিছু করার মনোভাব
-
উদাহরণ: "She showed great enthusiasm for the project."
-
এখানে তারা অনিশ্চয়তা ও সন্দেহ নিয়ে এগোচ্ছে, তাই উৎসাহ উপযুক্ত নয়।
-
-
খ) indifference (উদাসীনতা)
-
মানে: কোনও ব্যাপারে আগ্রহ বা উদ্বেগ না থাকা
-
উদাহরণ: "His indifference to danger was alarming."
-
তারা ভীত বা অনিশ্চিত, তাই উদাসীন হওয়ার মানসিকতা মানানসই নয়।
-
-
গ) bravado (বাহাদুরি প্রদর্শন)
-
মানে: ভয় ঢাকতে বা প্রভাব ফেলতে সাহসী ছলনা বা বড়াই
-
উদাহরণ: "He acted with bravado, hiding his fear."
-
এখানে তারা সতর্ক ও অনিশ্চিত, তাই bravado প্রযোজ্য নয়।
-
-
ঘ) trepidation (ভয়, উদ্বেগ)
-
মানে: ভীতি বা সন্দেহজনক উদ্বেগ নিয়ে এগিয়ে যাওয়া
-
উদাহরণ: "She entered the dark room with trepidation."
-
এটি পরিস্থিতির সঙ্গে পুরোপুরি মানানসই, কারণ তারা অনিশ্চিত ও ভীত ছিল।
-
-
-
সঠিক উত্তর: ঘ) trepidation
0
Updated: 1 month ago
Which of the following writers belongs to the romantic period in English literature?
Created: 3 months ago
A
A. Tennyson
B
Alexander Pope
C
John Dryden
D
S.T. Coleridge
Among the options S.T. Coleridge belongs to the romantic period in English literature.
Samuel Taylor Coleridge
- তিনি একজন English lyrical poet, critic এবং philosopher.
- তাকে Poet of Supernaturalism বলা হয়।
- His Lyrical Ballads, written with William Wordsworth, heralded the English Romantic movement, and his Biographia Literaria (1817) is the most significant work of general literary criticism produced in the English Romantic period.
• Notable Works of Samuel Taylor Coleridge:
- Biographia Literaria; (Literary criticism/autobiography)
- Christabel; ( long narrative ballad)
- Dejection: An Ode;
- Frost at Midnight;
- Kubla Khan;
- Lyrical Ballads;
- On the Constitution of the Church and State;
- The Rime of the Ancient Marine.
• অন্যদিকে,
ক) A. Tennyson - belongs to the victorian period.
খ) Alexander Pope - belongs to the Augustan age/ The Neo-classical period.
গ) John Dryden - belongs to the Restoration/ The Neo-classical period.
Source: Encyclopedia Britannica and An ABC of English Literature by Dr M Mofizar Rahman.
0
Updated: 3 months ago
"It is impossible to love and be wise" — Who said it?
Created: 1 month ago
A
Jane Austen
B
Charlotte Bronte
C
Francis Bacon
D
Thomas Hardy
“It is impossible to love and be wise” উক্তিটি বলেছেন ফ্রান্সিস বেকন, যা তাঁর প্রবন্ধ “Of Love” থেকে নেওয়া হয়েছে।
-
তাঁর পুরো নাম ছিল Francis Bacon, Viscount Saint Alban। তাঁকে অনেক সময় Sir Francis Bacon নামেও ডাকা হয়।
-
তিনি মূলত একজন essayist হিসেবে সর্বাধিক পরিচিত।
-
পাশাপাশি তিনি ছিলেন একজন lawyer, statesman, philosopher এবং master of the English tongue।
-
সাহিত্যিক হিসেবে তিনি স্মরণীয় মূলত তাঁর রচিত কয়েক ডজন প্রবন্ধের তীক্ষ্ণ পার্থিব প্রজ্ঞার জন্য।
ফ্রান্সিস বেকনের কিছু বিখ্যাত উক্তি
-
“Wives are young men’s mistresses; companions for middle age, and old men’s nurses.”
-
“Reading maketh a full man; conference a ready man, and writing an exact man.”
-
“It is impossible to love and to be wise.”
-
“Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested.”
-
“Wonder is the seed of knowledge.”
-
“A false friend is more dangerous than an open enemy.”
-
“Beauty itself is but the sensible image of the Infinite.”
-
“Silence is the sleep that nourishes wisdom.”
ফ্রান্সিস বেকনের উল্লেখযোগ্য রচনা
-
Advancement of Learning
-
Commentarius Solutus
-
De Sapientia Veterum
-
Instauratio Magna
-
Novum Organum
-
The New Atlantis
0
Updated: 1 month ago