Who is the author of the poem Easter, 1916?
A
T.S. Eliot
B
W. B. Yeats
C
G.B Shaw
D
William Shakespeare
উত্তরের বিবরণ
Easter, 1916 কবিতাটি William Butler Yeats লিখেছেন। এটি ১৯১৬ সালের এপ্রিলে আয়ারল্যান্ডে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে অনুষ্ঠিত গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রচিত। কবিতায় শহীদদের আত্মত্যাগ ও তাঁদের জীবনের পরিবর্তনের গুরুত্ব ফুটিয়ে তোলা হয়েছে। কবিতার একটি বিখ্যাত লাইন হলো: "All changed, changed utterly: A terrible beauty is born."
William Butler Yeats (1865–1939)
-
একজন আইরিশ কবি ও নাট্যকার, যাকে Ireland-এর National Poet বলা হয়।
-
তাঁর সাহিত্যকর্মগুলোতে আইরিশ ঐতিহ্য ও রাজনীতি এর প্রভাব স্পষ্টভাবে লক্ষ্য করা যায়।
-
নিজের জন্মভূমির প্রতি ভালোবাসার প্রকাশ বিভিন্ন কবিতায় প্রতিফলিত হয়।
-
১৯২৩ সালে সাহিত্যে Nobel Prize লাভ করেন।
প্রধান কবিতাসমূহ:
-
The Wild Swans at Coole
-
The Tower
-
The Winding Stair and Other Poems
-
The Second Coming
-
The Cat and the Moon
-
Sailing to Byzantium
-
The Lake Isle of Innisfree
-
Among School Children
-
A Prayer for My Daughter
-
When You Are Old
-
Easter 1916
-
September 1913
-
The Wanderings of Oisin
-
Leda and The Swan
W.B. Yeats রচিত কিছু নাটক:
-
The Resurrection
-
The Only Jealousy of Emer
-
The Dreaming of the Bones
-
Four Plays for Dancers
-
Calvary
-
Cathleen ni Houlihan
-
The Countess Cathleen
উৎস:

0
Updated: 20 hours ago
What does the poet hope to find in the aftermath of the rebellion in "Easter 1916"?
Created: 1 week ago
A
Eternal peace
B
Political freedom for Ireland
C
A stable government
D
A meaningful transformation of the Irish people
Yeats কবিতায় ইরিশ জনগণের এক গভীর এবং অর্থপূর্ণ রূপান্তর আশা করছেন। বিদ্রোহের পর, যদিও কিছু ধ্বংস হয়েছিল, তিনি চেয়েছিলেন যে, জনগণের মনে একটি নতুন চেতনা এবং শক্তি আসবে, যা তাদের স্বাধীনতার জন্য সংগ্রামে ভূমিকা রাখবে।

2
Updated: 1 week ago
The Character 'Alfred Doolittle' is taken from Shaw's play titled-
Created: 2 weeks ago
A
Pygmalion
B
Man and Superman
C
The Doctor's Dilemma
D
Mrs. Warren's Profession
Alfred Doolittle" is a famous character from G. B. Shaw's - Pygmalion.
• Pygmalion
- It is a romance comedy written by - G. B Shaw.
- It is a romance play in five acts.
- এই নাটকটি ১৯১৩ সালে প্রকাশিত হয়।
- The play is a humane comedy about love and the English class system.
- অর্থাৎ, ইংল্যান্ডের তৎকালীন সমাজ ব্যবস্থা এবং প্রেম ভালোবাসা এই নাটকের বিষয়বস্তু।
• Characters in this play are:
• Character of the play:
- Alfred Doolittle,
- Mrs. Higgins,
- Ezra D. Wannafeller,
- Eliza Doolittle,
- Henry Higgins,
- Colonel Pickering,
- Clara Eynsford Hill,
- Freddy Eynsford Hill, etc.
• G. B. Shaw (1856-1950):
- তার পুরো নাম George Bernard Shaw.
- তিনি 'Modern period' এর নাট্যকার।
- George Bernard Shaw একজন Irish নাট্যকার এবং সাহিত্য সমালোচক।
- তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার পান।
• Famous Plays of G.B. Shaw:
- Pygmalion (Romantic play),
- Major Barbara (Social satire),
- Mrs. Warren's Profession (play),
- Arms and the Man (Romantic comedy),
- Heartbreak House,
- Caesar and Cleopatra; (play/tragedy),
- Man and Superman; (Comedy play),
- The Doctor's Dilemma (satire drama/play, Epilogue),
- St. Joan of Arc etc.
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman; Encyclopedia Britannica and Live MCQ Lecture.

0
Updated: 2 weeks ago
Which one is an adjective?
Created: 5 days ago
A
Nostalgia
B
Poverty
C
Magnificently
D
Extraordinary
‘Extraordinary’ একটি adjective। এটি কোনো কিছুকে সাধারণের চেয়ে বিশিষ্ট বা অসাধারণ হিসেবে প্রকাশ করে।
Extraordinary (adjective):
-
English meaning: Exceptional to a very marked extent
-
Bangla meaning: অসাধারণ; সাধারণ নয় এমন বিশিষ্ট
-
Example: The race is an extraordinary event.
অন্যান্য শব্দ:
-
Nostalgia (noun): গৃহকাতরতা; অতীতবিধুরতা
-
Poverty (noun): দারিদ্র্য; দরিদ্রতা; দীনতা; দৈন্য
-
Magnificently (adverb): জাঁকজমকপূর্ণভাবে
Source:

0
Updated: 5 days ago