Shakespeare's "Hamlet" is a prince of-
A
France
B
Denmark
C
Scotland
D
England
উত্তরের বিবরণ
Hamlet হলো উইলিয়াম শেক্সপিয়রের রচিত একটি ট্র্যাজেডি এবং ইংরেজি সাহিত্যের অন্যতম প্রতিপাদ্য ট্র্যাজেডি। এটি ৫ acts বিশিষ্ট এবং ১৫৯৯–১৬০১ সালের মধ্যে লেখা হয়, পরে ১৬০৩ সালে প্রকাশিত হয়।
সংক্ষিপ্ত বিষয়বস্তু:
-
কাহিনী আবর্তিত হয়েছে ডেনমার্কের যুবরাজ Hamlet-এর জীবন ও সংকটের চারপাশে।
-
Hamlet জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তার বাবার শেষকৃত্যে অংশগ্রহণ করতে এবং জানতে পারে তার চাচা Claudius তার মাকে বিয়ে করেছে এবং চাচাই তার বাবার খুনী।
-
সত্য উদঘাটনের পর Hamlet পিতৃহত্যার প্রতিশোধ নিতে চায় এবং নানা ঘটনার মধ্য দিয়ে ট্র্যাজেডির কাহিনী এগোয়।
-
শেষাংশে Hamlet-এর মৃত্যুর মাধ্যমে নাটকটির সমাপ্তি ঘটে।
-
নাটকটি প্রতিশোধ, বিশ্বাসঘাতকতা, প্রেম, স্বার্থপরতা, মানসিক অবস্থার পরিবর্তন, এবং জীবন ও মৃত্যুর অর্থ নিয়ে গভীর দার্শনিক প্রশ্ন উত্থাপন করে।
প্রসিদ্ধ উক্তি:
-
"To be or not to be, that is the question"
-
"Frailty, thy name is woman"
-
"Brevity is the soul of wit"
-
"Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend"
-
"There is divinity that shapes our end"
উৎস:
0
Updated: 1 month ago
Identify the correct sentence:
Created: 2 months ago
A
The teacher along with the students were planning the annual event.
B
The teacher along with the students was planning the annual event.
C
The teacher along with the student were planning the annual event.
D
The teachers along with the student was planning the annual event.
Subject-Verb Agreement with Phrases like "along with"
• Correct Sentence:
-
English: The teacher along with the students was planning the annual event.
-
Bangla: শিক্ষক ছাত্রছাত্রীদের সঙ্গে বার্ষিক অনুষ্ঠান পরিকল্পনা করছিলেন।
• Rule:
-
যদি with, together with, along with, as well as, in addition to, accompanied with/by, and not, including, excluding, but, except ইত্যাদি দ্বারা noun বা pronoun যুক্ত থাকে, তাহলে verb সর্বদা প্রথম subject অনুযায়ী হবে।
-
অর্থাৎ:
-
প্রথম noun/pronoun singular → verb singular
-
প্রথম noun/pronoun plural → verb plural
-
• Example:
-
The teacher along with the students was planning the annual event.
-
এখানে প্রথম subject: The teacher → singular
-
তাই verb: was
-
0
Updated: 2 months ago
Who is the author of 'India Wins Freedom'?
Created: 2 months ago
A
Abul Kalam Azad
B
Moulana Akram Khan
C
J. L. Nehru
D
Mahatma Gandhi
India Wins Freedom
-
রচয়িতা: Maulana Abul Kalam Azad
-
ধরণ: Autobiography
-
প্রকাশনা: মৃত্যুর পর প্রকাশিত
-
পুরস্কার: 1992 সালে ভারতরত্ন (মরণোত্তর)
-
মৃত্যু: 22 ফেব্রুয়ারি 1958, নয়াদিল্লি
Maulana Abul Kalam Azad
-
জন্ম: 11 নভেম্বর 1888, মক্কা (বর্তমান সৌদি আরব)
-
মৃত্যু: 22 ফেব্রুয়ারি 1958, নয়াদিল্লি
-
পরিচয়: ভারতীয় ইসলামি ধর্মতত্ত্ববিদ ও স্বাধীনতা আন্দোলনের নেতা
0
Updated: 2 months ago
Shakespeare is known mostly for his-
Created: 5 months ago
A
Poetry
B
Novels
C
Autobiography
D
Plays
William Shakespeare: A Literary Legend
-
উইলিয়াম শেক্সপিয়ার তাঁর নাটকের জন্য সর্বাধিক পরিচিত।
-
তিনি একজন ইংরেজ নাট্যকার ছিলেন, যিনি জন্মগ্রহণ করেন ২৩ এপ্রিল, ১৫৬৪ খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন একই দিনে, ২৩ এপ্রিল, ১৬১৬ খ্রিস্টাব্দে।
-
তাঁর জন্মস্থান ছিল স্ট্রাটফোর্ড-আপন-এভন।
-
সময়কাল ১৫৯০ থেকে ১৬১৬ খ্রিস্টাব্দ পর্যন্ত "Shakespearean Period" নামে পরিচিত।
-
শেক্সপিয়ারকে "The Bard of Avon", "National Poet of England" এবং "The Great Dramatist of All Time" হিসেবে সম্বোধন করা হয়।
-
ড. স্যামুয়েল জনসন তাঁকে Poet of Human Nature আখ্যা দিয়েছেন।
-
তাঁর সাহিত্য জীবনে তিনি ১৫৪টি সনেট এবং ৩৭টি নাটক রচনা করেন।
-
তাঁর সাহিত্যকর্মগুলোর মধ্যে নাটকসমূহ সবচেয়ে বেশি পঠিত ও পরিচিত।
-
এই নাটকগুলো প্রধানত দুই ভাগে বিভক্ত—Tragedy এবং Comedy।
গুরুত্বপূর্ণ সাহিত্যকর্মসমূহ
◼ Tragedy (বিষাদনাট্য):
-
Hamlet
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Titus Andronicus
-
Timon of Athens
-
Antony and Cleopatra
-
Coriolanus
-
Romeo and Juliet
◼ Comedy (প্রহসনধর্মী নাটক):
-
As You Like It
-
The Tempest
-
Twelfth Night
-
Love's Labour's Lost
-
The Comedy of Errors
-
The Taming of the Shrew
-
Much Ado About Nothing
-
All's Well That Ends Well
-
A Midsummer Night's Dream
-
The Merry Wives of Windsor
-
The Two Gentlemen of Verona
◼ Tragi-comedy (দ্বৈত স্বভাবের নাটক):
-
The Merchant of Venice
-
The Winter’s Tale
-
Cymbeline
-
Troilus and Cressida
-
Measure for Measure
◼ Historical Plays (ঐতিহাসিক নাটক):
-
Julius Caesar (Tragedy + Historical)
-
Henry IV Part I & II
-
Henry V
-
Henry VI Part I, II & III
-
Henry VIII
-
King John
-
Richard II
-
Richard III
উল্লেখযোগ্য কবিতা:
-
Sonnet 18: Shall I Compare Thee to a Summer’s Day?
-
The Rape of Lucrece (দীর্ঘ বর্ণনামূলক কবিতা)
-
Venus and Adonis (দীর্ঘ বর্ণনামূলক কবিতা)
-
A Lover’s Complaint
-
The Phoenix and the Turtle
সূত্র: Britannica, Live MCQ Lecture, এবং An ABC of English Literature — ড. এম মফিজার রহমান।
0
Updated: 5 months ago