What type of play is Arms and the Man?
A
Tragedy
B
Historical Drama
C
Romantic Comedy
D
None of above
উত্তরের বিবরণ
Arms and the Man হলো জর্জ বার্নার্ড শ (George Bernard Shaw) রচিত একটি জনপ্রিয় romantic comedy নাটক। এটি প্রথম মঞ্চস্থ হয় ১৮৯৪ সালে এবং প্রকাশিত হয় ১৮৯৮ সালে। নাটকটির প্রেক্ষাপট হলো Bulgaria-এর Petkoff পরিবার। গল্পের কেন্দ্রবিন্দুতে একজন সৈনিক এবং একজন উচ্চশ্রেণীর মহিলা রয়েছে, যেখানে যুদ্ধ ও প্রেমের জটিলতা কৌতুকপূর্ণভাবে উপস্থাপন করা হয়েছে। নাটকটি যুদ্ধের গৌরব বনাম বাস্তবতার বৈপরীত্য ফুটিয়ে তোলে এবং Shaw-এর নাট্যকর্মের একটি উল্লেখযোগ্য উদাহরণ।
প্রধান চরিত্রসমূহ:
-
Captain Bluntschli
-
Raina Petkoff
-
Major Sergius Saranoff
-
Major Petkoff
-
Catherine Petkoff
George Bernard Shaw (1856–1950)
-
পূর্ণ নাম: George Bernard Shaw
-
Irish নাট্যকার ও সাহিত্য সমালোচক, Modern period-এর অন্যতম প্রধান নাট্যকার
-
১৯২৫ সালে Nobel Prize in Literature লাভ করেন
-
Fabian Society-এর সক্রিয় সদস্য
-
উপাধি: The greatest modern English dramatist, Father of modern English literature
G.B. Shaw-এর প্রসিদ্ধ নাটকসমূহ:
-
Pygmalion (Romantic play)
-
Major Barbara (Social satire)
-
Mrs. Warren's Profession
-
Arms and the Man (Romantic comedy)
-
Heartbreak House (Comedy play)
-
Caesar and Cleopatra (Play/Tragedy)
-
Man and Superman (Comedy play)
-
The Doctor's Dilemma (Satire drama/play, Epilogue)
-
St. Joan of Arc
উৎস:
0
Updated: 1 month ago
When a new song "catches on," what has happened?
Created: 1 month ago
A
It has been criticized
B
It has been banned
C
It has been forgotten
D
It has become popular
Catch on একটি idiom, যা বোঝায় কোনো কিছু জনপ্রিয় হয়ে ওঠা বা দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে পড়া। সাধারণত নতুন ধারণা, ফ্যাশন, গান, খেলা বা সংস্কৃতির ধারা বোঝাতে এটি ব্যবহৃত হয়।
-
Catch on (Idiom)
English Meaning: Become popular
Bangla Meaning: জনপ্রিয় হওয়া -
Correct Answer: It has become popular (এটি জনপ্রিয় হয়ে উঠেছে)
-
Other Options:
ক) It has been criticized → বিপরীত অর্থ প্রকাশ করে (যেমন: panned বা flopped)
খ) It has been banned → সম্পর্কহীন (যেমন: banned বা censored)
গ) It has been forgotten → বিপরীত অর্থ প্রকাশ করে (যেমন: faded) -
Example Sentences:
-
I wonder if the game will ever catch on with young people?
-
The new TikTok dance quickly caught on among teenagers.
-
-
Source:
0
Updated: 1 month ago
William Blake belonged to which literary period?
Created: 1 month ago
A
Victorian
B
Renaissance
C
Modern
D
Romantic
William Blake ছিলেন একজন বিশিষ্ট ইংরেজ কবি, চিত্রশিল্পী এবং দার্শনিক, যিনি Romantic Period–এর একজন প্রধান প্রতিনিধি। তিনি কল্পনাশক্তি, ধর্মীয় চিন্তা এবং প্রতীকী ভাষার জন্য খ্যাতি অর্জন করেছিলেন। Blake–কে ইংরেজ সাহিত্যের অন্যতম মহান দৃষ্টিভঙ্গির অধিকারী হিসেবে বিবেচনা করা হয়। জীবদ্দশায় তিনি তুলনামূলকভাবে কম জনপ্রিয় ছিলেন, কিন্তু মৃত্যুর পর তার সাহিত্যিক গুরুত্ব সর্বজন স্বীকৃত হয়।
-
Blake–এর প্রধান পেশা ছিল engraver এবং watercolor artist/painter।
-
তিনি রোমান্টিক যুগের প্রারম্ভিক সময়ের একজন প্রখ্যাত visionary poet।
Best Works of William Blake
-
Songs of Innocence
-
Songs of Experience
-
The Marriage of Heaven and Hell
-
Milton, a Poem
-
The Divine Image
-
A Vision of the Last Judgment
-
Jerusalem
-
London
-
The Tyger
-
The Lamb
-
The Everlasting Gospel
-
The First Book of Urizen
-
Visions of the Daughters of Albion
0
Updated: 1 month ago
Raina Petkoff is a character by:
Created: 1 month ago
A
James joyce
B
Samuel Beckett
C
W. B. Yeats
D
G.B. Shaw
Arms and the Man একটি বিখ্যাত কমেডি নাটক যা জর্জ বার্নার্ড শ দ্বারা রচিত। নাটকটি ১৮৮৫ সালের Surbo-Bulgarian War এর প্রেক্ষাপটে লেখা হয়েছে। নাটকের শিরোনামটি সরাসরি রোমান কবি Virgil এর Aeneid এর প্রথম লাইন থেকে নেওয়া হয়েছে, যেখানে যুদ্ধকে glorify করা হয়েছে। নাটকে পরোক্ষভাবে Serbo-Bulgarian War এর প্রভাবও প্রতিফলিত হয়েছে।
Arms and the Man এর গুরুত্বপূর্ণ চরিত্রসমূহ:
-
Raina Petkoff (female protagonist)
-
Captain Bluntschli (male protagonist)
-
Major Siergius Saranoff (antagonist)
-
Major Paul Petkoff (father)
-
Catherine Petkoff (mother)
-
Louka (maid)
-
Nicola (male servant) ইত্যাদি
G. B. Shaw (1856-1950):
-
পুরো নাম George Bernard Shaw
-
Modern period এর নাট্যকার
-
একজন Irish নাট্যকার ও সাহিত্য সমালোচক
-
১৯২৫ সালে নোবেল পুরস্কার লাভ করেন
-
‘Drama of ideas’ এর জন্য বিখ্যাত
G.B. Shaw এর বিখ্যাত নাটকসমূহ:
-
Pygmalion (Romantic play)
-
Major Barbara (Social satire)
-
Mrs. Warren's Profession (play)
-
Arms and the Man (Romantic comedy)
-
Caesar and Cleopatra (play/tragedy)
-
Man and Superman (Comedy play)
-
The Doctor's Dilemma (satire drama/play, Epilogue)
-
St. Joan of Arc ইত্যাদি
0
Updated: 1 month ago