What type of play is Arms and the Man?
A
Tragedy
B
Historical Drama
C
Romantic Comedy
D
None of above
উত্তরের বিবরণ
Arms and the Man হলো জর্জ বার্নার্ড শ (George Bernard Shaw) রচিত একটি জনপ্রিয় romantic comedy নাটক। এটি প্রথম মঞ্চস্থ হয় ১৮৯৪ সালে এবং প্রকাশিত হয় ১৮৯৮ সালে। নাটকটির প্রেক্ষাপট হলো Bulgaria-এর Petkoff পরিবার। গল্পের কেন্দ্রবিন্দুতে একজন সৈনিক এবং একজন উচ্চশ্রেণীর মহিলা রয়েছে, যেখানে যুদ্ধ ও প্রেমের জটিলতা কৌতুকপূর্ণভাবে উপস্থাপন করা হয়েছে। নাটকটি যুদ্ধের গৌরব বনাম বাস্তবতার বৈপরীত্য ফুটিয়ে তোলে এবং Shaw-এর নাট্যকর্মের একটি উল্লেখযোগ্য উদাহরণ।
প্রধান চরিত্রসমূহ:
-
Captain Bluntschli
-
Raina Petkoff
-
Major Sergius Saranoff
-
Major Petkoff
-
Catherine Petkoff
George Bernard Shaw (1856–1950)
-
পূর্ণ নাম: George Bernard Shaw
-
Irish নাট্যকার ও সাহিত্য সমালোচক, Modern period-এর অন্যতম প্রধান নাট্যকার
-
১৯২৫ সালে Nobel Prize in Literature লাভ করেন
-
Fabian Society-এর সক্রিয় সদস্য
-
উপাধি: The greatest modern English dramatist, Father of modern English literature
G.B. Shaw-এর প্রসিদ্ধ নাটকসমূহ:
-
Pygmalion (Romantic play)
-
Major Barbara (Social satire)
-
Mrs. Warren's Profession
-
Arms and the Man (Romantic comedy)
-
Heartbreak House (Comedy play)
-
Caesar and Cleopatra (Play/Tragedy)
-
Man and Superman (Comedy play)
-
The Doctor's Dilemma (Satire drama/play, Epilogue)
-
St. Joan of Arc
উৎস:

0
Updated: 20 hours ago
In which year was 'A Farewell to Arms' published?
Created: 20 hours ago
A
1926
B
1927
C
1928
D
1929
A Farewell to Arms হলো Ernest Hemingway রচিত তৃতীয় উপন্যাস, যা ১৯২৯ সালে প্রকাশিত হয়। এটি “Lost Generation” বা হারানো প্রজন্মের অস্তিত্ববাদী হতাশাবোধের প্রতিফলন, এবং আত্মজৈবনিক উপাদানের জন্য বিশেষভাবে খ্যাত।
মূল চরিত্রসমূহ:
-
Lieutenant Frederic Henry (প্রধান চরিত্র)
-
Catherine Barkley
-
Helen Ferguson
-
Lieutenant Rinaldi ইত্যাদি
সার-সংক্ষেপ:
-
গল্পের কেন্দ্রীয় চরিত্র হলেন Frederic Henry, একজন আমেরিকান লেফটেন্যান্ট এবং Catherine Barkley, একজন ইংরেজ নার্স।
-
প্রথম বিশ্বযুদ্ধের সময় তাদের দুজনের পরিচয় ইটালিতে হয়। Catherine সদ্য বিধবা হলেও তাদের মধ্যে প্রেম ও সহানুভূতির সম্পর্ক গড়ে ওঠে।
-
Frederic গুরুতর জখম হলে Catherine তাকে সেবা দেয় এবং দুজনে আরও কাছাকাছি হয়। পরে Catherine গর্ভবতী হয়।
-
যুদ্ধের কারণে Fredericকে ফিরিয়ে যেতে হয়, এবং ফিরে এসে দেখেন Catherine অন্য শহরে বদলি হয়ে গেছে।
-
Frederic Catherine-কে খুঁজে বের করে এবং দুজনে পালিয়ে সুইজারল্যান্ডে চলে যায়। কিন্তু Catherine সন্তান প্রসবের সময় মারা যায়।
Ernest Hemingway (1899–1961)
-
পুরো নাম Ernest Miller Hemingway, আমেরিকান ঔপন্যাসিক ও ছোটগল্প লেখক।
-
সরল ও সংক্ষিপ্ত গদ্যশৈলী এবং বাস্তবধর্মী চরিত্রচিত্রণের জন্য বিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ লেখক হিসেবে পরিচিত।
-
সাহিত্যে অবদানের জন্য ১৯৫৪ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
-
The Old Man and the Sea উপন্যাসের জন্য ১৯৫৩ সালে Pulitzer Prize লাভ করেন।
Notable works:
-
The Sun Also Rises
-
The Old Man and the Sea
-
A Farewell to Arms
-
Green Hills of Africa
-
In Our Time
উৎস:

0
Updated: 20 hours ago
Which play tells the story of a jealous Moorish general?
Created: 2 weeks ago
A
Othello
B
Macbeth
C
Julius Caesar
D
King Lear
Othello
-
লেখক: William Shakespeare
-
ধরন: Tragedy (ট্র্যাজেডি)
-
প্রধান চরিত্র: Othello (the Moor of Venice)
-
মূল বিষয়: অহংকার, বিশ্বাসঘাতকতা, অত্যধিক ঈর্ষা
কাহিনীর সংক্ষিপ্ত বিবরণ
-
Iago, Othello কে প্রভাবিত করে, তাকে বিশ্বাস করায় যে Desdemona (Othello-এর স্ত্রী) তার প্রতি অবিশ্বাসী।
-
Othello অতিরিক্ত ঈর্ষান্বিত হয়ে Desdemona কে হত্যা করে।
-
পরবর্তীতে Othello নিজেও মৃত্যুবরণ করে।
-
গল্পে Desdemona কে দেওয়া একটি handkerchief প্রেমের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।
William Shakespeare
-
জন্মস্থান: Stratford-upon-Avon, England
-
পেশা: Poet, dramatist, actor
-
উপাধি: English national poet, Bard of Avon
-
গুরুত্ব: English literature-এর সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকারদের একজন
উল্লেখযোগ্য রচনা
Tragedy:
-
Hamlet
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Julius Caesar
Comedy:
-
As You Like It
-
The Tempest
-
Twelfth Night
-
A Midsummer Night’s Dream
Famous Poems:
-
Sonnet 18: "Shall I Compare Thee to a Summer’s Day"
-
The Rape of Lucrece
-
Venus and Adonis
সঠিক উত্তর: ক) Othello
Source: Britannica.com

0
Updated: 2 weeks ago
What is the meaning of the idiom "Carry the day"?
Created: 4 weeks ago
A
To gain victory
B
Delay the result
C
Feeling despair
D
Stop working
Idiom: “Carry the Day”
-
Meaning:
-
English: To be victorious or successful
-
Bangla: জয়লাভ করা বা সফল হওয়া
-
-
Example Sentence:
-
Truth and justice will carry the day.
-
Bangla: সত্য ও ন্যায়বিচারই জয়লাভ করবে।
-
-
Usage Context:
-
The idiom means to gain victory in any situation
-
-
Sources:
-
Cambridge Dictionary
-
Merriam-Webster Dictionary
-

0
Updated: 4 weeks ago