The Two Cities in the novel 'A Tale of Two Cities' refer to:
A
Paris and Rome
B
New York and London
C
London and Paris
D
Paris and Berlin
উত্তরের বিবরণ
A Tale of Two Cities হলো চার্লস ডিকেন্সের (Charles Dickens) রচিত একটি উপন্যাস, যা ১৮৫৯ সালে প্রকাশিত হয়। এখানে Two Cities বলতে লন্ডন ও প্যারিসকে বোঝানো হয়েছে। উপন্যাসটি French Revolution-এর প্রেক্ষাপটে রচিত।
প্রধান চরিত্রসমূহ:
-
Sydney Carton (হতাশ ইংরেজ আইনজীবী)
-
Lucie Manette (ফরাসি অভিজাত)
-
Charles Darnay
-
Dr. Alexandre Manette
-
Madame Defarge
সংক্ষিপ্ত বিষয়বস্তু:
-
গল্পের শুরুতে দেখা যায় Lucie Manette, যিনি বিস্ময়ে ফেটে পড়েন যখন জানতে পারেন তার বাবা Doctor Alexandre Manette জীবিত।
-
অত্যাচারি জমিদারের ষড়যন্ত্রে Doctor Manette জেল খাটতে বাধ্য হন।
-
জেলে থাকা অবস্থায় তিনি মুচির কাজ শিখেন।
-
Lucie বড় হয়ে বাবার কথা জানতে পেরে তাকে প্যারিস থেকে লন্ডনে নিয়ে আসেন।
-
পথে তাদের সঙ্গে পরিচয় হয় Charles Darnay-এর সাথে, যিনি ফরাসী রাজপরিবারের সদস্য হলেও পরিবারের পাপের জন্য অনুতপ্ত এবং প্রায়শ্চিত্ত করতে চান।
-
Sydney Carton, একজন পারিবারিক বন্ধু, Lucie Manette-এর প্রেমে পড়েন।
Charles Dickens (৭ ফেব্রুয়ারি, ১৮১২ – ৯ জুন, ১৮৭০)
-
পূর্ণ নাম: Charles John Huffam Dickens
-
ব্রিটিশ novelist, Victorian Period-এর সর্বশ্রেষ্ঠ novelist হিসেবে বিবেচিত
-
ছদ্মনাম: Boz
প্রসিদ্ধ রচনা:
-
David Copperfield (Autobiography)
-
Oliver Twist
-
Great Expectations
-
A Tale of Two Cities
-
Hard Times
উৎস:
0
Updated: 1 month ago
Choose the right form of verb:
I felt relaxed as soon as I ________ the exam.
Created: 2 months ago
A
complete
B
had completed
C
had been completing
D
completed
As soon as
• Complete Sentence:
-
English: I felt relaxed as soon as I completed the exam.
-
Bangla: পরীক্ষা শেষ হওয়া মাত্রই আমি স্বস্তি বোধ করলাম।
• Grammar Rule (Past Indefinite Tense):
-
যদি As soon as এর পূর্বে Past Indefinite Tense থাকে, তাহলে এর পরেও Past Indefinite Tense ব্যবহার হয়।
-
অর্থাৎ, অতীতের দুটি কাজ As soon as দ্বারা যুক্ত থাকলে, দুটোই Past Indefinite Tense এ থাকবে।
-
উদাহরণ: শূন্যস্থানে সঠিক উত্তর হলো completed।
• Grammar Rule (Future Indefinite Tense):
-
Future Indefinite Tense + As soon as + Present Indefinite Tense
-
উদাহরণ: I shall ring you up as soon as I arrive.
0
Updated: 2 months ago
What causes the poet’s sadness in the poem?
Created: 1 month ago
A
The loss of his youthful ability to see nature with wonder
B
The death of a close friend
C
The destruction of nature
D
The hardships of adult life
কবিতার শুরুতে কবির যে বিষণ্নতা প্রকাশ পেয়েছে, তার মূল কারণ হলো শৈশবের সেই ক্ষমতা হারিয়ে ফেলা, যখন তিনি প্রকৃতিকে বিস্ময় ও স্বপ্নময় সৌন্দর্যে ভরা এক জগৎ হিসেবে দেখতে পারতেন। সেই সময় প্রকৃতি ছিল একধরনের “celestial light” বা “visionary gleam”-এ ভাসমান, যা ধীরে ধীরে প্রাপ্তবয়সে এসে ম্লান হয়ে গেছে। শৈশবে তিনি প্রকৃতিকে আত্মার স্বর্গীয় উৎসের প্রতিফলন হিসেবে দেখতেন, কিন্তু এখন সেই আধ্যাত্মিক দৃষ্টি মিলিয়ে গিয়ে কেবল “the light of common day”-তে পরিণত হয়েছে। যদিও তিনি এখনও প্রকৃতির সৌন্দর্য—রংধনু, গোলাপ কিংবা চাঁদ—উপভোগ করতে পারেন, তবুও সেগুলোর ভেতরে এককালের সেই মহিমা আর অনুভব করেন না। বয়স বাড়ার সাথে সাথে পার্থিব বিষয় ও বস্তুগত জটিলতায় জড়িয়ে পড়া মানুষকে আত্মার ঈশ্বরীয় উৎস থেকে দূরে সরিয়ে দেয়। কবির বিষণ্নতা তাই মূলত সময়ের প্রবাহ ও শৈশবের নিষ্পাপ আনন্দ হারানোর অনিবার্যতার প্রতিফলন।
-
শৈশবে প্রকৃতি ছিল আত্মার দিব্য জগতের আভাস, যা প্রাপ্তবয়সে হারিয়ে যায়।
-
“Visionary gleam” ম্লান হয়ে গিয়ে সাধারণ দিনের আলোর মতো হয়ে ওঠে।
-
কবি এখনও প্রকৃতিকে সুন্দর মনে করেন, তবে শৈশবের মতো মহিমান্বিত অনুভূতি আর পান না।
-
বয়স বাড়ার সাথে সাথে পার্থিব দায়িত্ব ও ভোগবাদী জগৎ মানুষের আধ্যাত্মিক দৃষ্টি আচ্ছন্ন করে।
-
শৈশবের নিষ্পাপতা ও অবারিত আনন্দ হারানোই কবির দুঃখের কেন্দ্রীয় বিষয়।
-
এই দুঃখ সময়ের পরিবর্তন এবং আত্মার স্বর্গীয় সংযোগ থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে পড়ার প্রতীক।
0
Updated: 1 month ago
The phrase "Put up with" means:
Created: 1 month ago
A
To prevent
B
To terminate
C
To tolerate
D
To protect
Phrase: Put up with
-
Meaning: To tolerate or endure something
-
Bangla Meaning: সহ্য করা
Examples:
-
I'm too tired to put up with any nonsense.
-
I don't know how she puts up with him.
অন্য বিকল্পসমূহ:
-
ক) To prevent – প্রতিরোধ/নিবারণ করা
-
খ) To terminate – (আনুষ্ঠানিক) ইতি টানা; সমাপ্ত করা; সমাপ্ত হওয়া
-
ঘ) To protect – নিরাপদ/সুরক্ষিত রাখা
উৎস:
0
Updated: 1 month ago