The Two Cities in the novel 'A Tale of Two Cities' refer to:
A
Paris and Rome
B
New York and London
C
London and Paris
D
Paris and Berlin
উত্তরের বিবরণ
A Tale of Two Cities হলো চার্লস ডিকেন্সের (Charles Dickens) রচিত একটি উপন্যাস, যা ১৮৫৯ সালে প্রকাশিত হয়। এখানে Two Cities বলতে লন্ডন ও প্যারিসকে বোঝানো হয়েছে। উপন্যাসটি French Revolution-এর প্রেক্ষাপটে রচিত।
প্রধান চরিত্রসমূহ:
-
Sydney Carton (হতাশ ইংরেজ আইনজীবী)
-
Lucie Manette (ফরাসি অভিজাত)
-
Charles Darnay
-
Dr. Alexandre Manette
-
Madame Defarge
সংক্ষিপ্ত বিষয়বস্তু:
-
গল্পের শুরুতে দেখা যায় Lucie Manette, যিনি বিস্ময়ে ফেটে পড়েন যখন জানতে পারেন তার বাবা Doctor Alexandre Manette জীবিত।
-
অত্যাচারি জমিদারের ষড়যন্ত্রে Doctor Manette জেল খাটতে বাধ্য হন।
-
জেলে থাকা অবস্থায় তিনি মুচির কাজ শিখেন।
-
Lucie বড় হয়ে বাবার কথা জানতে পেরে তাকে প্যারিস থেকে লন্ডনে নিয়ে আসেন।
-
পথে তাদের সঙ্গে পরিচয় হয় Charles Darnay-এর সাথে, যিনি ফরাসী রাজপরিবারের সদস্য হলেও পরিবারের পাপের জন্য অনুতপ্ত এবং প্রায়শ্চিত্ত করতে চান।
-
Sydney Carton, একজন পারিবারিক বন্ধু, Lucie Manette-এর প্রেমে পড়েন।
Charles Dickens (৭ ফেব্রুয়ারি, ১৮১২ – ৯ জুন, ১৮৭০)
-
পূর্ণ নাম: Charles John Huffam Dickens
-
ব্রিটিশ novelist, Victorian Period-এর সর্বশ্রেষ্ঠ novelist হিসেবে বিবেচিত
-
ছদ্মনাম: Boz
প্রসিদ্ধ রচনা:
-
David Copperfield (Autobiography)
-
Oliver Twist
-
Great Expectations
-
A Tale of Two Cities
-
Hard Times
উৎস:

0
Updated: 20 hours ago
"An exaggerated statement or an extreme overstatement" means -
Created: 1 week ago
A
Irony
B
Simile
C
Hyperbole
D
None
উত্তর হবে Hyperbole। এটি এমন একটি অলঙ্কার যেখানে ইচ্ছাকৃতভাবে অতিরঞ্জিত বা অতিশয়োক্তিমূলক বক্তব্য ব্যবহার করা হয়, যাতে আবেগ বা ভাবকে প্রবলভাবে ফুটিয়ে তোলা যায়। সাহিত্যে বিশেষ করে কমেডি ও প্রেমের কবিতাতে Hyperbole বহুল ব্যবহৃত। কখনো এটি হাসির উদ্রেক ঘটায়, আবার কখনো তীব্র সমালোচনা প্রকাশ করতেও ব্যবহৃত হয়।
Hyperbole
-
একটি exaggerated statement বা extreme overstatement।
-
বাংলা অর্থ: অতিশয়োক্তি, অত্যুক্তি, অতিরঞ্জন।
-
কমেডিতে হাস্যরস সৃষ্টির জন্য এটি ব্যবহৃত হয়।
-
প্রেমের কবিতায় প্রিয়জনকে তীব্রভাবে প্রশংসা করতে Hyperbole প্রায়শই দেখা যায়।
-
এটি কখনো comic effect তৈরি করে, আবার কখনো serious criticism প্রকাশ করে।
উদাহরণ
-
William Wordsworth-এর Daffodils কবিতায়—
“Ten thousand saw I at a glance.”
এখানে কবি মুহূর্তেই হাজার হাজার ফুল দেখেছেন বলে অতিশয়োক্তি করেছেন।
অন্য বিকল্পগুলো কেন নয়
-
Irony: এমন একটি অভিব্যক্তি যেখানে প্রকৃত অর্থ আড়ালে রাখা হয় বা উল্টোভাবে প্রকাশ করা হয়।
-
Simile: দুটি বস্তুকে তুলনা করার অলঙ্কার, যেখানে সাধারণত as বা like ব্যবহৃত হয়।

0
Updated: 1 week ago
In which play does the phrase "To be or not to be, that is the question" appear?
Created: 1 month ago
A
Hamlet
B
Macbeth
C
Romeo and Juliet
D
King Lear
সঠিক উত্তর: ক) Hamlet
"To be or not to be, that is the question"—এই বিখ্যাত উক্তিটি এসেছে William Shakespeare রচিত নাটক Hamlet থেকে। এটি প্রধান চরিত্র Prince Hamlet-এর দার্শনিক প্রশ্ন, যেখানে জীবনের যন্ত্রণা ও মৃত্যুর অজানা পরিণতি নিয়ে তার দ্বন্দ্ব প্রকাশ পায়।
Hamlet নাটক সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা:
-
এটি Shakespeare-এর অন্যতম শ্রেষ্ঠ tragedy, লেখা হয় ১৫৯৯–১৬০১ সালের মধ্যে, প্রকাশিত হয় ১৬০৩ সালে।
-
নাটকটি ৫টি act নিয়ে গঠিত।
-
গল্পে, হ্যামলেট জার্মানি থেকে ডেনমার্কে ফিরে আসে তার বাবার মৃত্যুর পর।
-
সে জানতে পারে, তার চাচা Claudius, তার মাকে বিয়ে করেছে এবং তার বাবাকে হত্যা করেছে।
-
হ্যামলেট প্রতিশোধ নেওয়ার জন্য নানা পরিকল্পনা করে এবং একসময় Claudius-কে হত্যা করে।
-
নাটকের শেষাংশে হ্যামলেট নিজেও মারা যায়।
গুরুত্বপূর্ণ চরিত্রসমূহ:
-
Hamlet – প্রধান চরিত্র
-
Claudius – চাচা ও খলনায়ক
-
Gertrude – হ্যামলেটের মা
-
Ophelia – হ্যামলেটের প্রেমিকা
-
Polonius – Ophelia-র পিতা
-
Laertes – Ophelia-র ভাই
-
Horatio – হ্যামলেটের বিশ্বস্ত বন্ধু
Hamlet-এর বিখ্যাত উক্তিগুলো:
-
"To be or not to be, that is the question."
-
"Neither a borrower nor a lender be."
-
"Frailty, thy name is woman."
-
"Brevity is the soul of wit."
-
"Though this be madness, yet there is method in’t."
-
"Conscience doth make cowards of us all."
-
"There is divinity that shapes our ends."

0
Updated: 1 month ago
What type of literary work is A Christmas Carol?
Created: 19 hours ago
A
Epic
B
Play
C
Ballad
D
Short Novel
A Christmas Carol
-
এটি Charles Dickens রচিত একটি Novella/Short Novel।
-
প্রকাশিত হয় 1843 সালে।
-
Novella হলো ছোট গল্পের চেয়ে বড় কিন্তু পূর্ণাঙ্গ উপন্যাসের চেয়ে ছোট সাহিত্যকর্ম।
মূল বিষয়বস্তু:
-
গল্পের কেন্দ্রীয় চরিত্র Ebenezer Scrooge, একজন বৃদ্ধ ও কৃপণ মানুষ।
-
বড়দিনের আগের রাতে, তার সামনে কয়েকজন ভূতের আবির্ভাব ঘটে।
-
প্রথমে আসে মৃত ব্যবসায়িক অংশীদার Jacob Marley এর আত্মা।
-
এরপর আসে তিনটি আত্মা, যারা স্ক্রুজকে দেখায় তার কৃপণতা ও নির্মম আচরণের প্রভাব এবং মানুষের কষ্ট।
-
-
গল্পের শেষে, স্ক্রুজ নিজেকে বদলে উদার, দয়ালু ও সহানুভূতিশীল মানুষ হয়ে ওঠে।
Charles Dickens (1812–1870)
-
ইংরেজ novelist, Victorian যুগের অন্যতম শ্রেষ্ঠ লেখক।
-
তার সাহিত্য সাধারণ মানুষ থেকে অভিজাত সব ধরনের পাঠকের কাছে আকর্ষণীয়।
Best Works:
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
Source:

0
Updated: 19 hours ago