The full name of W. B. Yeats is -
A
William Bill Yeats
B
William Butler Yeats
C
Winston Barrett Yeats
D
William Bernard Yeats
উত্তরের বিবরণ
William Butler Yeats (1865–1939) একজন আইরিশ কবি ও নাট্যকার, যাকে Ireland-এর National Poet বলা হয়। তিনি তার সাহিত্যকর্মে symbolism ও mysticism ব্যবহার করেছেন এবং আয়ারল্যান্ডের ঐতিহ্য ও রাজনীতি দ্বারা প্রভাবিত হয়েছেন। জন্মভূমির প্রতি তার ভালোবাসা তার কবিতায় স্পষ্টভাবে প্রতিফলিত। ১৯২৩ সালে তিনি প্রথম আইরিশ হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। এছাড়া, তিনি Abbey Theatre প্রতিষ্ঠা করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রধান কবিতা:
-
The Wild Swans at Coole
-
The Tower
-
The Winding Stair and Other Poems
-
The Second Coming
-
The Cat and the Moon
-
Sailing to Byzantium
-
The Lake Isle of Innisfree
-
Among School Children
-
A Prayer for My Daughter
-
When You Are Old
-
Easter 1916
-
September 1913
-
The Wanderings of Oisin
-
Leda and The Swan
প্রধান নাটক (Plays):
-
At the Hawk’s Well
-
The Resurrection
-
The Only Jealousy of Emer
-
The Dreaming of the Bones
-
Four Plays for Dancers
-
Calvary
-
Cathleen ni Houlihan
-
The Countess Cathleen
প্রবন্ধ ও Prose:
-
A Vision
-
Celtic Twilight (essay)
উৎস:
0
Updated: 1 month ago
What does the literary term 'Pun' mean?
Created: 1 month ago
A
The perspective from which the narrator tells his story.
B
A Self-contradictory statement that hides a rational meaning.
C
The speaker in a poem or novel.
D
A play upon words which are similar in sound but different in meaning
উত্তর হবে Pun। এটি এমন একটি সাহিত্যিক কৌশল যেখানে শব্দের ধ্বনিগত মিল থাকলেও ভিন্ন অর্থ প্রকাশ পায়, অর্থাৎ শব্দকে দুই বা ততোধিক ভিন্ন অর্থে ব্যবহার করা হয়।
Pun বা Paronomasia
-
শব্দের এক ধরনের মজার বা ছলনাময় ব্যবহার, যেখানে একটি শব্দ একাধিক অর্থে বোঝানো হয়।
-
সাহিত্যে অনেক লেখক এই কৌশল ব্যবহার করে, এমনকি তাদের লেখার শিরোনামেও।
-
উদাহরণ: Hemingway-এর Farewell to Arms শিরোনামে Arms শব্দটি দুই অর্থে ব্যবহৃত হয়েছে—যুদ্ধ/অস্ত্র এবং প্রেমিকার হাত।
অন্য বিকল্পগুলো কেন নয়
-
Point of View: গল্প বলার দৃষ্টিকোণ বা narrator-এর দৃষ্টিভঙ্গি।
-
Paradox: স্বপরস্পরের বিপরীত একটি বিবৃতি যা আভ্যন্তরীণ অর্থ বহন করে।
-
Persona: কবিতা বা উপন্যাসে বক্তা বা চরিত্র।
0
Updated: 1 month ago
Who of the following is associated with the "Metaphysical Poetry"?
Created: 1 month ago
A
Alexander Pope
B
John Donne
C
William Shakespeare
D
Jonathan Swift
John Donne সাধারণভাবে Metaphysical Poetry-এর প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচিত। তিনি Renaissance যুগের Jacobean Period-এর একজন কবি এবং আধ্যাত্মিক কবিতার সূচনাকারী, তাই তাকে Father of Metaphysical Poetry বলা হয়। তার কবিতায় প্রায়শই গভীর দার্শনিক, আধ্যাত্মিক এবং অস্তিত্ববাদী বিষয় উঠে আসে। এছাড়াও তিনি Poet of Love and Religious হিসেবেও পরিচিত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও John Donne-এর কবিতায় প্রভাবিত হয়েছিলেন।
-
Notable Works:
-
A Valediction: Forbidding Mourning
-
Anniversaries
-
Batter My Heart
-
Death, Be Not Proud
-
Devotions upon Emergent Occasions
-
Holy Sonnets
-
Paradoxes and Problems
-
Pseudo-Martyr
-
Songs and Sonnets
-
The Canonization
-
The Good Morrow
-
The Sun Rising, ইত্যাদি
-
-
Other Options:
-
Edmund Spenser → Poets of Poets
-
Alexander Pope → Mock Heroic Poet
-
William Shakespeare → Bard of Avon
-
0
Updated: 1 month ago
Select the antonym for 'Generous':
Created: 1 month ago
A
cruel
B
harsh
C
friendly
D
stingy
সঠিক উত্তর: ঘ) stingy
Generous:
-
English meaning: willing to give money, help, kindness, etc., especially more than is usual or expected
-
Bangla meaning: উদার; সহৃদয়
Options:
-
ক) cruel:
-
English meaning: extremely unkind and unpleasant and causing pain to people or animals intentionally
-
Bangla meaning: নিষ্ঠুর; নির্দয়
-
-
খ) harsh:
-
English meaning: unpleasant, unkind, cruel, or more severe than is necessary
-
Bangla meaning: রূঢ়; কর্কশ
-
-
গ) friendly:
-
English meaning: behaving in a pleasant, kind way towards someone
-
Bangla meaning: বন্ধুত্বপূর্ণ; সহৃদয়; বন্ধুসুলভ
-
-
ঘ) stingy:
-
English meaning: unwilling to spend money
-
Bangla meaning: কৃপণস্বভাব; ব্যয়কুণ্ঠ
-
ব্যাখ্যা:
-
Generous এর বিপরীত অর্থ হলো stingy, অর্থাৎ যে ব্যক্তি দানশীল নয় বা খরচ করতে অনীহা করে।
0
Updated: 1 month ago