Who wrote the play 'Man and Superman'?
A
G.B. Shaw
B
Charles Dickens
C
Ernest Hemingway
D
William Shakespeare
উত্তরের বিবরণ
Man and Superman হলো জর্জ বার্নার্ড শ (G.B. Shaw) রচিত একটি নাটক, যা ৪ অঙ্কে বিভক্ত এবং ১৯০৩ সালে প্রকাশিত হয়। এই নাটকটি Shaw-এর “life force” ধারণা এবং লিঙ্গ সম্পর্কের ব্যঙ্গাত্মক উপস্থাপনাকে কেন্দ্র করে লেখা।
সংক্ষিপ্ত বিষয়বস্তু:
-
নাটকটি প্রেম, বিবাহ, সমাজ এবং দার্শনিক চিন্তাধারার উপর আলোকপাত করে।
-
প্রধান চরিত্র John Tanner, একজন স্বাধীনচেতা ও বুদ্ধিমান পুরুষ, যিনি বিয়ে ও সামাজিক বাধা থেকে মুক্ত থাকতে চান।
-
Ann Whitefield নামে এক চতুর মেয়ে তাকে বিয়ে করার জন্য পরিকল্পনা করে।
-
Shaw দেখান, প্রকৃতির উদ্দেশ্য হলো মানুষের উন্নতি এবং উচ্চতর মানবজাতি (Superman) গঠন করা।
-
নাটকের একটি বিখ্যাত অংশ হলো “Don Juan in Hell”, যেখানে গভীর দার্শনিক আলোচনা করা হয় জীবন ও নৈতিকতার উপর।
প্রধান চরিত্রসমূহ:
-
John Tanner
-
Hector Malone
-
Ann Whitefield
-
Mendoza
-
Roebuck Ramsden
-
Octavius Robinson
-
Violet Robinson
-
Susan Ramsden
George Bernard Shaw (1856–1950)
-
Irish comic dramatist, literary critic, and socialist propagandist
-
আধুনিক ইংরেজি নাট্যকারদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসেবে বিবেচিত
-
১৯২৫ সালে Nobel Prize in Literature পান
প্রসিদ্ধ নাটকসমূহ:
-
Pygmalion
-
Candida
-
Man and Superman
-
Mrs. Warren's Profession
-
Arms and the Man
-
Caesar and Cleopatra
-
The Doctor's Dilemma
-
Heartbreak House
-
St. Joan of Arc
উৎস:
0
Updated: 1 month ago
What is the synonym of the word 'dogmatic'?
Created: 1 month ago
A
Emulate
B
Enamor
C
Hasty
D
Adamant
• Correct Answer: ঘ) Adamant
Explanation:
-
Dogmatic
-
Bangla Meaning: মূল্যহীন বা গোঁড়া মতবাদ প্রকাশ করে এমন
-
English Meaning: characterized by or given to the expression of opinions very strongly or positively as if they were facts
-
-
Adamant
-
Bangla Meaning: অনমনীয়; অবিচলচিত্ত; দৃঢ়সংকল্প; অনড়
-
English Meaning: unshakable or insistent especially in maintaining a position or opinion; unyielding
-
Other options:
-
ক) Emulate – সমকক্ষ হতে বা ছাড়িয়ে যেতে চেষ্টা করা
-
খ) Enamor – মুগ্ধ/অনুরক্ত হওয়া; প্রেমমুগ্ধ হওয়া
-
গ) Hasty – ত্বরিত; চটজলদি
0
Updated: 1 month ago
Who is the author of the play "Pygmalion"?
Created: 1 month ago
A
T. S. Eliot
B
P. B. Shelley
C
G. B. Shaw
D
W. B. Yeats
“Pygmalion” নাটকের রচয়িতা হলেন G. B. Shaw (George Bernard Shaw)। এটি একটি রোমান্টিক কমেডি নাটক, যা ৫টি অঙ্কে (acts) বিভক্ত। প্রথম মঞ্চস্থ হয় ১৯১৩ সালে ভিয়েনায়, জার্মান ভাষায়, এবং ১৯১৪ সালে ইংল্যান্ডে। নাটকটির মূল বিষয় হলো ইংল্যান্ডের সমাজ ব্যবস্থা ও প্রেমের জটিলতা।
প্রধান চরিত্রসমূহ:
-
Alfred Doolittle
-
Mrs. Higgins
-
Ezra D. Wannafeller
-
Eliza Doolittle
-
Henry Higgins
-
Colonel Pickering
-
Clara Eynsford Hill
-
Freddy Eynsford Hill
সারসংক্ষেপ:
-
নাটকটি ইংরেজ সমাজের শ্রেণিবৈষম্য ও ভাষার প্রভাব নিয়ে লেখা।
-
Mrs. Higgins বাজি ধরেন যে তিনি Eliza Doolittle নামের একজন সাধারণ ফুল বিক্রেতার ভাষা ও আচরণ পরিবর্তন করে তাকে অভিজাত রমণীতে রূপান্তর করতে পারবেন।
-
Eliza কঠোর প্রশিক্ষণের মাধ্যমে সমাজে নিজের অবস্থান গড়তে সক্ষম হয়, কিন্তু Mrs. Higgins তাকে কেবল একটি পরীক্ষা হিসেবে দেখে।
-
নাটকটি Eliza Doolittle-এর আত্মমর্যাদার জাগরণ ও নিজের পরিচয় অনুসন্ধানের গল্প তুলে ধরে।
George Bernard Shaw (1856–1950)
-
Irish Playwright এবং Critic
-
১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ
-
উপাধি: The greatest modern English dramatist, The father of modern English Drama
উল্লেখযোগ্য নাটক:
-
Man and Superman
-
Arms and the Man
-
Candida
-
Caesar and Cleopatra
-
Mrs. Warren's Profession
-
The Apple Cart
-
Doctor's Dilemma
-
Man of Destiny
-
Pygmalion
-
Major Barbara
0
Updated: 1 month ago
Who is the author of ‘A Farewell to Arms’?
Created: 3 days ago
A
Plato
B
Ernest Hemingway
C
T. S. Eliot
D
John Milton
‘A Farewell to Arms’ একটি বিখ্যাত যুদ্ধভিত্তিক উপন্যাস যা ভালোবাসা ও মানবিক কষ্টের গভীর চিত্র তুলে ধরে। এটি রচনা করেছেন Ernest Hemingway, যিনি ২০শ শতাব্দীর অন্যতম প্রভাবশালী আমেরিকান লেখক।
-
‘A Farewell to Arms’ প্রকাশিত হয় ১৯২৯ সালে, যার পটভূমি প্রথম বিশ্বযুদ্ধ (World War I)।
-
গল্পের মূল চরিত্র Frederic Henry, একজন আমেরিকান অ্যাম্বুলেন্স ড্রাইভার, এবং তার প্রেমিকা Catherine Barkley।
-
উপন্যাসটি যুদ্ধের নিষ্ঠুরতা ও প্রেমের ট্র্যাজেডি তুলে ধরে।
-
Ernest Hemingway (১৮৯৯–১৯৬১) তাঁর সরল ও বাস্তবধর্মী লেখনীর জন্য খ্যাত।
-
তাঁর অন্যান্য উল্লেখযোগ্য রচনা হলো ‘The Old Man and the Sea’, ‘For Whom the Bell Tolls’, এবং ‘The Sun Also Rises’।
0
Updated: 3 days ago