'Macbeth' is a _________ play written by William Shakespeare.
A
tragedy
B
comedy
C
historical
D
romantic
উত্তরের বিবরণ
Macbeth হলো উইলিয়াম শেক্সপিয়রের রচিত একটি ট্র্যাজেডি নাটক, যা পাঁচ অঙ্কে বিভক্ত। এটি ১৬০৬–০৭ সালের মধ্যে রচিত এবং ১৬২৩ সালে প্রথম প্রকাশিত হয়। শেক্সপিয়রের ট্র্যাজেডিগুলোর মধ্যে এটি সবচেয়ে সংক্ষিপ্ত। নাটকটির মূল বিষয়বস্তু হলো King Duncan-এর হত্যা এবং তার ফলে ঘটে যাওয়া ঘটনাবলি।
প্রধান চরিত্রসমূহ:
-
Macbeth
-
Lady Macbeth
-
King Duncan
-
Banquo
-
Macduff
-
Malcolm
-
The Three Witches
সংক্ষিপ্ত বিষয়বস্তু:
-
স্কটল্যান্ডের বীর সেনানায়ক Macbeth তিন ডাইনীর কাছ থেকে ভবিষ্যদ্বাণী শুনে রাজা হওয়ার লোভে পড়ে।
-
Lady Macbeth-এর প্ররোচনায় সে রাজা King Duncan-কে হত্যা করে সিংহাসনে বসে।
-
একবার ক্ষমতায় ওঠার পর অপরাধ ঢাকতে একের পর এক হত্যাকাণ্ড চালায়।
-
হত্যার ভয়, সন্দেহ ও অপরাধবোধে Macbeth ও Lady Macbeth মানসিকভাবে ভেঙে পড়ে এবং Lady Macbeth পাগল হয়ে আত্মহত্যা করে।
-
শেষ পর্যন্ত Macbeth যুদ্ধের মাধ্যমে ধ্বংস হয়।
-
নাটকটি দেখায়, ক্ষমতার আকাঙ্ক্ষা এবং নৈতিক বিচ্যুতি মানুষের ধ্বংস ডেকে আনতে পারে।
কিছু প্রসিদ্ধ উক্তি:
-
"Fair is foul, and foul is fair."
-
"All the perfumes of Arabia will not sweeten this little hand."
-
"Life is but a walking shadow."
William Shakespeare
-
জন্ম: ২৬ এপ্রিল, ১৫৬৪, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: ২৩ এপ্রিল, ১৬১৬, Stratford-upon-Avon
-
উপনাম: Bard of Avon বা Swan of Avon
-
পেশা: ইংরেজি কবি, নাট্যকার ও অভিনেতা
-
লেখা: মোট ১৫৪টি Sonnet এবং ৩৭টি নাটক, এছাড়া Long narrative poems
-
ইংল্যান্ডের জাতীয় কবি হিসেবে পরিচিত এবং বহুজন তাকে সর্বকালের শ্রেষ্ঠ নাট্যকার মনে করে
বিশিষ্ট রচনা:
Tragedy
-
Hamlet, Othello, King Lear, Macbeth, Titus Andronicus, Timon of Athens, Antony and Cleopatra, Coriolanus, Romeo and Juliet
Tragi-comedy
-
The Merchant of Venice, The Winter's Tale, Cymbeline, Troilus and Cressida, Measure for Measure
Comedy
-
As You Like It, The Tempest, Twelfth Night, Love's Labour's Lost, A Comedy of Errors, The Taming of the Shrew, Much Ado About Nothing, All's Well That Ends Well, A Midsummer Night's Dream, The Merry Wives of Windsor
Historical play
-
Julius Caesar, Henry IV Part I, Henry IV Part II, Henry V, Henry VI Part I–III, Henry VIII, King John, Richard II, Richard III
উৎস:
0
Updated: 1 month ago
Which character famously says: “I could easily forgive his pride, if he had not mortified mine.”?
Created: 2 months ago
A
Elizabeth
B
Darcy
C
Jane
D
Charlotte
এই উক্তিটি Elizabeth Darcy সম্পর্কে বলে, যখন Darcy তাকে প্রথম বলেছিল যে সে “not handsome enough”। Elizabeth-এর আঘাত পাওয়া অহংকারই তার prejudice তৈরি করে। সে Darcy-এর সব ভালো দিক উপেক্ষা করে তাকে অহংকারী ভাবে। এই উক্তি পুরো কাহিনির মূল দ্বন্দ্ব বোঝায়—Elizabeth-এর prejudice Darcy-এর pride-এর প্রতিক্রিয়া। পরে Darcy চিঠির মাধ্যমে সত্য প্রকাশ করলে Elizabeth বুঝতে পারে তার বিচার ভুল।
0
Updated: 2 months ago
"A bolt from the blue" refers to:
Created: 2 months ago
A
A slow and gradual change
B
A planned and expected event
C
A sudden and shocking surprise
D
A natural disaster like lightning
Correct Answer: A sudden and shocking surprise
A bolt from the blue (idiom)
English Meaning:
-
A sudden and unexpected event or piece of news.
-
A complete surprise.
Bangla Meaning:
(১) অপ্রত্যাশিত ঘটনা বা খবর; বিনা মেঘে বজ্রপাত।
(২) সম্পূর্ণরূপে বিস্মিত হওয়া।
Other Options:
ক) A slow and gradual change → ধীরে ধীরে ঘটে এমন কিছুর বিপরীত।
খ) A planned and expected event → “Bolt from the blue” মানে অপ্রত্যাশিত কিছু, পূর্ব পরিকল্পিত নয়।
গ) A natural disaster like lightning → আক্ষরিক অর্থে নয়, রূপক অর্থে ব্যবহৃত হয়।
Example Sentences:
-
The news of his accident was like a bolt from the blue.
-
The job came like a bolt from the blue.
Source: Live MCQ lecture
0
Updated: 2 months ago
They suffered much _____ tornado had hit their village.
Created: 2 months ago
A
as if
B
since
C
until
D
let alone
→ [31st BCS Preli]
অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ:
ক) as if: যেন।
খ) since: (সময়) তারপর; তারপর থেকে; ইতিপূর্বে; ইতিমধ্যে; তখন থেকে।
গ) until: পর্যন্ত; যে পর্যন্ত না।
ঘ) let alone: দূরে থাক; চিন্তাই করা যায় না এমন।
অপশনগুলোর অর্থ বিশ্লেষণ করলে দেখা যায়, শূন্যস্থানে "since" শব্দটি বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
Complete sentence: They suffered much since the tornado had hit their village.
Source: Accessible Dictionary by Bangla Academy.
0
Updated: 2 months ago