প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি?
A
পিতল
B
হীরা
C
ইস্পাত
D
গ্রানাইট
উত্তরের বিবরণ
হীরকের ব্যবহার
-
কার্বন একটি অধাতু ও বিজারক প্রকৃতির মৌল।
-
কার্বনের কঠিন ও স্ফটিকাকার দানাদার রূপগুলোর মধ্যে হীরক (হীরা) ও গ্রাফাইট অন্যতম।
-
হীরক হলো প্রকৃতিতে পাওয়া সবচেয়ে কঠিন বা শক্ত পদার্থ।
-
এই কঠিনতা ও ধারযুক্ত গঠনের কারণে হীরক সাধারণত কাচ কাটার কাজে ব্যবহৃত হয়।
অতিরিক্ত তথ্য:
-
উল্লেখযোগ্যভাবে, প্রকৃতিতে পাওয়া সবচেয়ে শক্ত ধাতু হলো টাংস্টেন।
উৎস: রসায়ন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ।

0
Updated: 2 months ago
বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-
Created: 2 months ago
A
কম হয়
B
বেশি হয়
C
একই হয়
D
খুব কম হয়
যখন বৈদ্যুতিক পাখা ধীর গতিতে ঘোরানো হয়, তখন বিদ্যুতের খরচ প্রায় একই থাকে।
-
কারণ, ইলেকট্রিক্যাল রেগুলেটর ব্যবহার করলে ফ্যানের গতি যেভাবেই হোক—ফুল স্পিডে হোক বা আস্তে হোক—পাওয়ার খরচ প্রায় সমান থাকে। এর কারণ হলো, এই রেগুলেটরটি ইন্ডাক্টরের মাধ্যমে কাজ করে।
-
ফ্যানের গতি কমানোর সময় এই ইন্ডাক্টর উত্তপ্ত হয় এবং সেই উত্তাপের জন্য বিদ্যুতের অতিরিক্ত খরচ হয়।
-
অন্যদিকে, ইলেকট্রনিক রেগুলেটর ভিন্ন ধরনের, এটি একটি ভেরিয়েবল রেজিস্টর যা থাইরিস্টর নামক ইলেকট্রনিক ডিভাইস দিয়ে তৈরি।
-
এর ফলে উত্তাপের পরিমাণ খুব কম হয় এবং রেগুলেটরের লসও অতি নগণ্য হয়। তাই ফ্যানের গতি কমালে বিদ্যুতের খরচও কমে, এবং গতি বাড়ালে বিদ্যুতের খরচ বেড়ে যায়।
-
তাই, ইলেকট্রনিক রেগুলেটর ব্যবহারে ফ্যানের গতি নিয়ন্ত্রণ করলে বিদ্যুতের সাশ্রয় সম্ভব।
উৎস: সাধারন বিজ্ঞান, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 months ago
টেস্টিং সল্ট-এর রাসায়নিক নাম কি?
Created: 2 months ago
A
সোডিয়াম বাইকার্বোনেট
B
সোডিয়াম গ্লুটামেট
C
পটাশিয়াম বাইকার্বোনেট
D
সোডিয়াম মনোগ্লুটামেট
সাধারণভাবে আমরা যে খাবার লবণ ব্যবহার করি, তার রাসায়নিক নাম হলো সোডিয়াম ক্লোরাইড (NaCl)। এর পাশাপাশি আরও এক ধরনের লবণ রয়েছে,
যা "টেস্টিং সল্ট" নামে পরিচিত এবং যার রাসায়নিক নাম মনো সোডিয়াম গ্লুটামেট (MSG)। এটি খাদ্যের স্বাদ বৃদ্ধিতে ব্যবহৃত হয়, বিশেষ করে শুকনো খাবার যেমন পাউরুটি ও চানাচুরে।
এছাড়া আর্দ্র সোডিয়াম সালফেট একটি বিশেষ ধরনের লবণ, যা গ্লুবার লবণ নামে পরিচিত। অপরদিকে, সোডিয়াম থায়োসালফেট কে সাধারণভাবে হাইপো নামে ডাকা হয়।
উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি [২০১৯ সংস্করণ]।

0
Updated: 2 months ago
তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ?
Created: 2 months ago
A
তরল পদার্থ
B
বায়বীয় পদার্থ
C
কঠিন পদার্থ
D
নরম পদার্থ
তাপ প্রয়োগ করলে সকল ধরনের পদার্থই প্রসারিত হয়। তবে কোন পদার্থ কতটা প্রসারিত হবে, তা নির্ভর করে তার অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণের উপর। গ্যাসীয় পদার্থে এই আকর্ষণ সবচেয়ে কম,
তাই তাপের প্রভাবে গ্যাস পদার্থই সর্বাধিক প্রসারিত হয়। অন্যদিকে, কঠিন ও তরল পদার্থে আন্তঃআণবিক আকর্ষণ তুলনামূলক বেশি হওয়ায় এদের প্রসারণ তুলনামূলকভাবে কম হয়।
উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি

0
Updated: 2 months ago