নিচের কোনটি স্থানীয় বায়ু?
A
অয়ন বায়ু
B
উপত্যকা বায়ু
C
মেরু বায়ু
D
পশ্চিমা বায়ু
উত্তরের বিবরণ
বায়ুপ্রবাহ হলো পৃথিবীতে বাতাসের চলাচল, যা ভৌগোলিক অবস্থান, চাপের পার্থক্য ও তাপমাত্রার প্রভাবের কারণে সৃষ্টি হয়। বায়ুপ্রবাহের ধরন বিভিন্ন প্রকারের, যা তাদের উৎস, স্থায়িত্ব ও বৈশিষ্ট্য অনুযায়ী ভাগ করা যায়।
-
বায়ুপ্রবাহ প্রধানত চার প্রকার:
-
নিয়মিত বায়ু
-
স্থানীয় বায়ু
-
সাময়িক বায়ু
-
অনিয়মিত বায়ু
-
-
নিয়মিত বায়ুপ্রবাহ তিন প্রকার:
-
অয়ন বায়ু
-
মেরু বায়ু
-
পশ্চিমা বায়ু
-
-
সাময়িক বায়ুপ্রবাহ প্রধানত দুই প্রকার:
-
স্থলবায়ু ও সমুদ্রবায়ু
-
মৌসুমি বায়ু
-
-
স্থানীয় বায়ু দুই প্রকার:
-
পার্বত্য বায়ু
-
উপত্যকা বায়ু
-
-
অনিয়মিত বায়ু দুই প্রকার:
-
ঘূর্ণিবাত বায়ু
-
প্রতীপ ঘূর্ণিবাত বায়ু
-

0
Updated: 20 hours ago