নীল নদের উৎস কোনটি?
A
ইথিওপিয়ার পবর্তমালা
B
মিনেসোটার হ্রদ
C
লেক ভিক্টোরিয়া
D
আন্দিজ পর্বতমালা
উত্তরের বিবরণ
নীল নদ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ নদী এবং এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত। নদীটি দৈর্ঘ্যের দিক থেকে বিশ্বের প্রথম স্থান অধিকার করেছে এবং মানব সভ্যতার বিকাশে বিশেষ ভূমিকা রেখেছে।
-
এটি পৃথিবীর দীর্ঘতম নদী।
-
নীল নদের মোট দৈর্ঘ্য প্রায় ৬৬৫০ কি.মি.
-
এর উৎস হলো আফ্রিকার লেক ভিক্টোরিয়া।
-
নীল নদ বিভিন্ন দেশ অতিক্রম করে শেষ পর্যন্ত ভূমধ্যসাগরে পতিত হয়েছে।
-
এই নদ ১১টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।
-
নীল নদের অববাহিকা বিস্তৃত হয়েছে মিশর, সুদান, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া, ইথিওপিয়া, কেনিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা এবং তানজানিয়া জুড়ে।
-
নদীটি দুটি প্রধান উপনদী নিয়ে গঠিত: সাদা নীল ও নীল নীল।
0
Updated: 1 month ago
পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
Created: 1 month ago
A
মিসিসিপি
B
ইয়াংজি
C
নীল নদ
D
আমাজন
নীল নদ আফ্রিকা মহাদেশে অবস্থিত এবং এটি পৃথিবীর দীর্ঘতম নদী।
-
দৈর্ঘ্য: ৬,৬৫০ কিমি
-
উৎস: আফ্রিকার লেক ভিক্টোরিয়া
-
প্রবাহ: ১১টি দেশের মধ্য দিয়ে ভূ-মধ্যসাগরে পতিত হয়
-
অববাহিকা: মিশর, সুদান, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া, ইথিওপিয়া, কেনিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা এবং তানজানিয়া
-
উপনদী: সাদা নীল ও নীল নীল
অন্যান্য দীর্ঘতম নদীসমূহ:
-
আমাজন নদী: ৬,৪০০ কিমি
-
ইয়াংজি নদী: ৬,৩০০ কিমি
-
মিসিসিপি নদী: ৫,৯৭১ কিমি
-
কঙ্গো নদী: ৪,৭০০ কিমি
0
Updated: 1 month ago
আফ্রিকার দীর্ঘতম নদী কোনটি?
Created: 2 months ago
A
নীলনদ
B
মিসিসিপি
C
আমাজান
D
কঙ্গো
নীল নদ:
-
অবস্থান: আফ্রিকা
-
দৈর্ঘ্য: ৬৮০০ কিমি (৪,১৩৫ মাইল)
-
উৎস: লেক ভিক্টোরিয়া (প্রধান), দূরবর্তী উৎস কাগেরা নদী, বুরুন্ডি
-
প্রবাহ: ১১টি দেশের মধ্য দিয়ে (মিশর, সুদান, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া, ইথিওপিয়া, কেনিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা, তানজানিয়া) ভূ-মধ্যসাগরে পতিত হয়
-
প্রধান শাখা:
১. নীল নীল – ইথিওপিয়ার উচ্চভূমি থেকে
২. আতবারা – ইথিওপিয়ার উচ্চভূমি থেকে
৩. সাদা নীল – লেক ভিক্টোরিয়া ও আলবার্ট হ্রদ থেকে -
বিশেষত্ব: আফ্রিকার দীর্ঘতম নদী
অন্য উল্লেখযোগ্য নদীসমূহ:
-
বিশ্বের বৃহত্তম নদী: আমাজন নদী
-
বিশ্বের ৪র্থ বৃহত্তম নদী: মিসিসিপি নদী
-
আফ্রিকার ২য় বৃহত্তম নদী: কঙ্গো নদী
উৎস: Worldatlas
0
Updated: 2 months ago