নিচের কোন দেশটিতে নিরক্ষীয় জলবায়ু বিদ্যমান?
A
ইন্দোনেশিয়া
B
সিঙ্গাপুর
C
মালয়েশিয়া
D
উপরের সবগুলো
উত্তরের বিবরণ
নিরক্ষীয় জলবায়ু পৃথিবীর একটি বিশেষ ধরনের জলবায়ু যা সূর্যের অবস্থান ও তাপমাত্রা প্রাপ্তির ধরণের কারণে সৃষ্টি হয়। নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে এই জলবায়ুর প্রভাব স্পষ্টভাবে দেখা যায়। এ কারণে একে নিরক্ষীয় জলবায়ু বলা হয়।
-
পৃথিবীর জলবায়ুর প্রকৃতি নির্ধারণে সূর্যের অবস্থান একটি প্রধান নিয়ামক হিসেবে কাজ করে।
-
তাপমাত্রা প্রাপ্তির ভিন্নতার কারণে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য সৃষ্টি হয়।
-
নিরক্ষরেখা ও এর কাছাকাছি অবস্থিত দেশগুলোতে এই জলবায়ু বিরাজমান থাকায় একে নিরক্ষীয় জলবায়ু বলা হয়।
অবস্থান ও বিস্তার:
-
নিরক্ষরেখার উভয় পাশে ৫° অক্ষাংশের মধ্যে নিরক্ষীয় অঞ্চল অবস্থিত।
-
সূর্যের উত্তরায়ন ও দক্ষিণায়নের ফলে বছরে দুইবার অতিরিক্ত তাপমাত্রা লক্ষ্য করা যায়।
-
কিছু ক্ষেত্রে নিরক্ষরেখার উত্তর ও দক্ষিণে ১০° অক্ষাংশ পর্যন্ত এই জলবায়ুর বিস্তার রয়েছে।
-
নিরক্ষরেখার পার্শ্ববর্তী প্রায় ৯৬৫ কিলোমিটার এলাকা জুড়ে এ জলবায়ুর প্রভাব বিস্তৃত।
প্রধান অঞ্চল ও দেশসমূহ:
-
আফ্রিকার কঙ্গো নদী অববাহিকা ও গিনি উপকূলীয় অঞ্চল।
-
মধ্য আমেরিকার পূর্ব উপকূলের পানামা, হন্ডুরাস, কোস্টারিকা ও নিকারাগুয়া।
-
দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল এবং আমাজন নদী অববাহিকা।
-
দক্ষিণ আমেরিকার পেরু, ইকুয়েডর ও কলম্বিয়ার দক্ষিণাঞ্চল।
-
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহ যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই ও ফিলিপাইন।

0
Updated: 20 hours ago