World Economic Forum (WEF) কোন সালে প্রতিষ্ঠিত হয়?
A
১৯৬৫ সালে
B
১৯৮০ সালে
C
১৯৭১ সালে
D
১৯৯১ সালে
উত্তরের বিবরণ
বিশ্ব অর্থনৈতিক ফোরাম (WEF) হলো একটি অলাভজনক আন্তর্জাতিক সংস্থা, যা বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি, জলবায়ু ও নিরাপত্তা ইত্যাদি বিষয়ে সরকার, বেসরকারি খাত ও নাগরিক সমাজের মধ্যে সহযোগিতা ও আলোচনা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে।
-
পূর্ণ নাম: World Economic Forum (WEF)
-
প্রতিষ্ঠাকাল: ১৯৭১
-
প্রতিষ্ঠাতা: প্রফেসর ক্লাউস শওয়াব (Klaus Schwab)
-
সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
ধরন: অলাভজনক আন্তর্জাতিক সংস্থা
-
উদ্দেশ্য: বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়ন ও সরকার, বেসরকারি খাত ও নাগরিক সমাজের মধ্যে অংশীদারিত্ব ও আলোচনা বৃদ্ধি
বিশেষ আয়োজন
-
WEF-এর সবচেয়ে পরিচিত বার্ষিক আয়োজন হলো “দাভোস সম্মেলন (Davos Summit)”, যা সুইজারল্যান্ডের দাভোস শহরে অনুষ্ঠিত হয়
উৎস:

0
Updated: 20 hours ago
'আবু শায়াফ’ কোন দেশে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠী?
Created: 1 month ago
A
সোমালিয়া
B
আফগানিস্তান
C
লিবিয়া
D
ফিলিপাইন
Abu Sayyaf Group (ASG)
-
অর্থ: "তলোয়ারধারী পিতা" / Father of the Sword
-
ধরন: ইসলামপন্থী বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী সংগঠন
-
দেশ: ফিলিপাইন (মূলত দক্ষিণাঞ্চল – Mindanao ও Sulu দ্বীপপুঞ্জ)
-
প্রতিষ্ঠাকাল: ১৯৯১
-
প্রতিষ্ঠাতা: আব্দুররাজাক আবুবাকর জানজালানি
মূল উদ্দেশ্য
-
দক্ষিণ ফিলিপাইনে একটি স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা
-
মার্কিন যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন সরকারের বিরুদ্ধে ‘জিহাদ’
-
শরীয়াহ আইন প্রতিষ্ঠা
উল্লেখযোগ্য ঘটনা
-
২০০০: মালয়েশিয়ার পর্যটক অপহরণ
-
২০০৪: ফেরি বিস্ফোরণ, নিহত ১১৬ (ফিলিপাইনের ইতিহাসে সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা)
-
২০১৬: কানাডিয়ান জিম্মিদের হত্যা
আন্তর্জাতিক স্বীকৃতি
-
যুক্তরাষ্ট্র, ফিলিপাইন সরকার ও ইউরোপীয় ইউনিয়ন এদের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।
📌 Source: BBC News

0
Updated: 1 month ago
'I Have a Dream' ভাষণটি প্রদান করেন কে?
Created: 1 month ago
A
মার্টিন লুথার কিং
B
রিচার্ড নিক্সন
C
জন এফ কেনেডি
D
উড্রো উইল্সন
মার্টিন লুথার কিং জুনিয়র সম্পর্কিত তথ্য
-
ব্যক্তিত্ব ও কর্মকাণ্ড:
-
মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজকর্মী ও বর্ণবাদবিরোধী নেতা
-
আজীবন বর্ণবাদ ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম
-
-
জন্ম ও মৃত্যু:
-
জন্ম: ১৫ জানুয়ারি ১৯২৯, জর্জিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
-
মৃত্যু: ৪ এপ্রিল ১৯৬৮, মেম্ফিস, মার্কিন যুক্তরাষ্ট্র (আততায়ীর গুলিতে)
-
-
বিখ্যাত কর্মকাণ্ড:
-
১৯৬৩ সালের ২৮ আগস্ট প্রদান করেছিলেন বিখ্যাত ‘I Have a Dream’ ভাষণ
-
ভাষণে তিনি বিচ্ছিন্নতা ও বর্ণবাদমুক্ত মার্কিন যুক্তরাষ্ট্র এর স্বপ্নের কথা বলেছিলেন
-
-
-
পুরস্কার:
-
১৯৬৪ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 1 month ago
বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ-
Created: 1 month ago
A
নিউগিনি
B
গ্রিনল্যান্ড
C
মাদাগাস্কার
D
বোর্নিও
গ্রীনল্যান্ড
-
গ্রীনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ।
-
এটি উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
-
স্থানীয় ভাষায় গ্রীনল্যান্ডকে বলা হয় কালালিত নুনাত, যার অর্থ “গ্রীনল্যান্ডবাসীদের দেশ”।
-
এটি পরিচিত এর বিশাল তুন্দ্রা অঞ্চল ও হিমবাহের জন্য।
-
গ্রীনল্যান্ডের রাজধানী হলো নুক (ডেনিশ ভাষায় গোথহোব)।
বিশ্বের অন্যান্য বৃহত্তম দ্বীপ
-
২য় বৃহত্তম দ্বীপ → নিউ গিনি
-
৩য় বৃহত্তম দ্বীপ → বোর্নিও
-
৪র্থ বৃহত্তম দ্বীপ → মাদাগাস্কার
উৎস: Britannica

0
Updated: 1 month ago