World Economic Forum (WEF) কোন সালে প্রতিষ্ঠিত হয়?
A
১৯৬৫ সালে
B
১৯৮০ সালে
C
১৯৭১ সালে
D
১৯৯১ সালে
উত্তরের বিবরণ
বিশ্ব অর্থনৈতিক ফোরাম (WEF) হলো একটি অলাভজনক আন্তর্জাতিক সংস্থা, যা বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি, জলবায়ু ও নিরাপত্তা ইত্যাদি বিষয়ে সরকার, বেসরকারি খাত ও নাগরিক সমাজের মধ্যে সহযোগিতা ও আলোচনা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে।
-
পূর্ণ নাম: World Economic Forum (WEF)
-
প্রতিষ্ঠাকাল: ১৯৭১
-
প্রতিষ্ঠাতা: প্রফেসর ক্লাউস শওয়াব (Klaus Schwab)
-
সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
ধরন: অলাভজনক আন্তর্জাতিক সংস্থা
-
উদ্দেশ্য: বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়ন ও সরকার, বেসরকারি খাত ও নাগরিক সমাজের মধ্যে অংশীদারিত্ব ও আলোচনা বৃদ্ধি
বিশেষ আয়োজন
-
WEF-এর সবচেয়ে পরিচিত বার্ষিক আয়োজন হলো “দাভোস সম্মেলন (Davos Summit)”, যা সুইজারল্যান্ডের দাভোস শহরে অনুষ্ঠিত হয়
উৎস:
0
Updated: 1 month ago
কোন বিপ্লবের মধ্য দিয়ে বাস্তিল দুর্গের পতন ঘটে?
Created: 1 month ago
A
ফরাসি বিপ্লব
B
শিল্প বিপ্লব
C
রুশ বিপ্লব
D
বলশেভিক বিপ্লব
বাস্তিল দুর্গ ফরাসি স্বৈরতন্ত্র ও অত্যাচারের প্রধান প্রতীক হিসেবে পরিচিত ছিল। এখানে রাজতন্ত্রের বিরোধীদের বন্দি রাখা হতো এবং বিভিন্নভাবে নির্যাতন করা হতো। তাই সাধারণ মানুষের চোখে এটি ছিল নিপীড়ন ও রাজতান্ত্রিক স্বৈরশাসনের প্রতীক।
-
বাস্তিল দুর্গ ছিল ফরাসি স্বৈরতন্ত্র ও অত্যাচারের প্রতীক।
-
এখানে রাজতন্ত্রবিরোধী ব্যক্তিদের বন্দি করে রাখা হতো এবং অত্যাচার চালানো হতো।
-
রাজধানী প্যারিসে শ্রমিক ও সাধারণ জনগণ খাদ্যের দাবিতে বাস্তিল দুর্গ আক্রমণ করে।
-
১৭৮৯ সালের ১৪ জুলাই বিদ্রোহী জনগণ দুর্গটি দখল করে ধ্বংস করে এবং বন্দিদের মুক্তি দেয়।
-
দুর্গ পতনের মাধ্যমে ফরাসি বিপ্লবের সূচনা হয়।
-
এর ফলে রাজা ষোড়শ লুই-এর স্বৈরশাসনের অবসান ঘটে।
-
রাজা জাতীয় পরিষদকে স্বীকৃতি দেন এবং রাষ্ট্রের প্রকৃত ক্ষমতা আইনসভার হাতে চলে যায়।
-
এর মাধ্যমে ফ্রান্সে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সূচনা হয়।
-
একই সঙ্গে অভিজাততন্ত্রের পতন অনিবার্য হয়ে ওঠে।
0
Updated: 1 month ago
ফকল্যান্ড যুদ্ধে বিজয়ী হয় কোন দেশ?
Created: 1 month ago
A
যুক্তরাষ্ট্র
B
ফ্রান্স
C
যুক্তরাজ্য
D
জার্মানি
ফকল্যান্ড যুদ্ধ (Falklands War)
-
কারণ: ফকল্যান্ড দ্বীপপুঞ্জের উপর আর্জেন্টিনা ও ব্রিটেনের মধ্যে বিরোধ
-
বছর: ১৯৮২
-
পক্ষ: আর্জেন্টিনা বনাম যুক্তরাজ্য
-
যুদ্ধক্ষেত্র: ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, দক্ষিণ জর্জিয়া দ্বীপ, দক্ষিণ স্যান্ডউইচ দ্বীপ
-
ফলাফল: যুক্তরাজ্য বিজয়ী; ফকল্যান্ড ও কয়েকটি সংলগ্ন দ্বীপে যুক্তরাজ্যের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত
-
সূত্র:
0
Updated: 1 month ago
২০২৫ সালের অস্কার পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র কোনটি?
Created: 1 month ago
A
দ্য ব্রুটালিস্ট
B
ডিউন: পার্ট টু
C
অ্যানোরা
D
কনক্লেভ
অস্কার পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে, স্থানীয় সময় ২ মার্চ। এটি অস্কারের ৯৭তম আসর।
প্রধান বিজয়ী তালিকা:
-
সেরা সিনেমা: আনোরা
-
সেরা পরিচালক: শন বেকার (আনোরা)
-
সেরা অভিনেতা: অ্যড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)
-
সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসন (আনোরা)
-
সেরা পার্শ্ব অভিনেতা: কিইরিন কালকেইন (আ রিয়েল পেইন)
-
সেরা পার্শ্ব অভিনেত্রী: জোয়ি সালদানা (এমিলিয়া পেরেজ)
-
সেরা রূপান্তরিত চিত্রনাট্য: কনক্লেভ (পিটার স্ট্রন)
-
সেরা মৌলিক চিত্রনাট্য: আনোরা (শন বেকার)
-
সেরা মৌলিক গান: এল মাল (এমিলিয়া পেরেজ)
-
সেরা মৌলিক সুর: দ্য ব্রুটালিস্ট
-
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: আই এম স্টিল হিয়ার (ব্রাজিল)
-
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: ফ্লো
-
সেরা প্রামাণ্যচিত্র: নো আদার ল্যান্ড
0
Updated: 1 month ago