A
খনির ভেতর
B
পাহাড়ের ওপর
C
মেরু অঞ্চলে
D
বিষুব অঞ্চলে
উত্তরের বিবরণ
একটি বস্তু যত বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে আকৃষ্ট হয়, তাকেই ঐ বস্তুর ওজন বলা হয়। ওজন নির্ভর করে অভিকর্ষজ ত্বরণের ওপর।
অভিকর্ষজ ত্বরণ (g) যে স্থানে বেশি, সেখানে বস্তুর ওজনও তুলনামূলকভাবে বেশি হয়। মেরু অঞ্চলে g-এর মান নিরক্ষীয় অঞ্চলের তুলনায় বেশি হওয়ায়, ঐ স্থানে বস্তুগুলোর ওজনও বেশি হয়।
বিপরীতে, পৃথিবীর কেন্দ্রে g-এর মান শূন্য হওয়ায়, সেখানে কোনো বস্তুর ওজন থাকবে না, অর্থাৎ ওজন হবে শূন্য।
উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি

0
Updated: 2 weeks ago
ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কি হিসেবে?
Created: 2 weeks ago
A
বৈদ্যুতিক ক্ষেত্র হিসেবে
B
মেমোরী চিপ হিসেবে
C
চুম্বক ক্ষেত্র হিসেবে
D
কার্বন ক্ষেত্র হিসেবে
কম্পিউটার ও ক্যাসেট প্লেয়ারে ব্যবহৃত টেপ বা স্মৃতির ফিতায় সাধারণত সিরামিক চুম্বক ব্যবহৃত হয়। এই ফিতায় প্রয়োগ করা হয় ক্রোমিয়াম ডাই অক্সাইড (CrO₂) নামক পদার্থ,
যার বৈশিষ্ট্য হলো—একবার বাহ্যিক চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করার পর তা সরিয়ে নিলেও অধিকাংশ চৌম্বক আবিষ্টতা অটুট থাকে।
এ কারণে এই চৌম্বকত্বকে স্থায়ী ধরা হয়। চৌম্বক শক্তিকে ব্যবহার করেই মূলত শব্দ সংরক্ষণের কাজটি সম্পন্ন হয়।
১৯৩০-এর দশকে জার্মানিতে প্রথম আবিষ্কৃত হয়েছিল চৌম্বকীয় রেকর্ডিং পদ্ধতি, যা পরবর্তীতে ক্যাসেট টেপের মাধ্যমে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে।
যে ধরনের কৃত্রিম চুম্বকে বাহ্যিক চৌম্বক ক্ষেত্র অপসারিত হলেও চৌম্বকীয়তা সহজে বিলুপ্ত হয় না, তাকে বলা হয় স্থায়ী চুম্বক। স্থায়ী চুম্বক সাধারণত দুই প্রকারের হয়ে থাকে—সংকর চুম্বক এবং সিরামিক চুম্বক।
উৎস:
-
পদার্থবিজ্ঞান (নবম-দশম শ্রেণি), জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড
-
এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা

0
Updated: 2 weeks ago
অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি?
Created: 2 weeks ago
A
পেনিসিলিন
B
ইনসুলিন
C
ফোলিক এসিড
D
অ্যামিনো এসিড
ডায়াবেটিস (বহুমূত্র রোগ)
ডায়াবেটিস মেলিটাস একটি বিপাকজনিত রোগ, যা সাধারণত ইনসুলিন হরমোনের ঘাটতির কারণে দেখা দেয়। এই ইনসুলিন হরমোনটি প্যানক্রিয়াসের (অগ্ন্যাশয়) আইলেটস অব ল্যাঙ্গারহেন্স থেকে নিঃসৃত হয় এবং এটি রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে। কখনো কখনো শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না বা উৎপন্ন ইনসুলিন যথাযথভাবে কাজ করে না। ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, যা ডায়াবেটিসের লক্ষণ। এই রোগ নিয়ন্ত্রণে ইনসুলিন ইনজেকশন বা ওষুধ ব্যবহার করা হয়।
উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি

0
Updated: 2 weeks ago
মাটির পাত্রে পানি ঠাণ্ডা থাকে কেন?
Created: 2 weeks ago
A
মাটির পাত্র পানি থেকে তাপ শোষণ করে
B
মাটির পাত্র ভালো তাপ পরিবাহী
C
মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে
D
মাটির পাত্র তাপ কুপরিবাহী
গরমের দিনে মাটির কলসিতে পানি রেখে তা ঠান্ডা করা হয় বাষ্পায়নজনিত শীতলীকরণের মাধ্যমে।
মাটির তৈরি কলসির গায়ে অসংখ্য সূক্ষ্ম ছিদ্র থাকে, যার মাধ্যমে অল্প অল্প করে পানি চুঁইয়ে বাইরে বের হয়। ফলে কলসির বাইরের অংশ সবসময় ভেজা থাকে। এই ভেজা অংশের পানি বাষ্পে পরিণত হওয়ার সময় কলসির গা এবং আশেপাশের বাতাস থেকে সুপ্ত তাপ শোষণ করে।
এতে কলসির বাইরের অংশ ঠান্ডা হয়ে যায় এবং ধীরে ধীরে ভেতরের পানিও ঠান্ডা হয়। এই প্রক্রিয়ার ভিত্তিতেই রিফ্রিজারেটর বা ফ্রিজ কাজ করে।
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 weeks ago