যুক্তরাজ্য কখন ইউরোপীয় ইউনিয়ন (EU) ত্যাগ করে?
A
২৩ জুন, ২০১৬
B
৩১ জানুয়ারি, ২০২০
C
১ জানুয়ারি, ২০১৯
D
১ মে, ২০১৬
উত্তরের বিবরণ
ব্রেক্সিট (Brexit) হলো “Britain” এবং “Exit” শব্দের সংমিশ্রণ, যা যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (EU) থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া বোঝায়।
-
জনমত জরিপ (Referendum): ২৩ জুন, ২০১৬
-
যুক্তরাজ্য EU ত্যাগের তারিখ: ৩১ জানুয়ারি, ২০২০
ইউরোপীয় ইউনিয়ন (EU)
-
প্রতিষ্ঠাকাল: ১ নভেম্বার, ১৯৯৩ (ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে)
-
সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম
-
সদস্য দেশ সংখ্যা: ২৭টি
-
সর্বশেষ সদস্য দেশ: ক্রোয়েশিয়া
-
সর্বশেষ ত্যাগকারী দেশ: যুক্তরাজ্য (৩১ জানুয়ারি, ২০২০)
-
-
একক মুদ্রা: ইউরো
-
ইউরো মুদ্রার জনক: রবার্ট মুন্ডেল
-
ইউরোপীয় ইউনিয়নে ইউরো প্রচলন শুরু: ১ জানুয়ারি, ১৯৯৯
-
উৎস:

0
Updated: 20 hours ago
বিশ্বের প্রথম পরিবেশ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
Created: 1 month ago
A
রিও ডি জেনেইরো, ব্রাজিল
B
নাইরোবি, কেনিয়া
C
জেনেভা, সুইজারল্যান্ড
D
স্টকহোম, সুইডেন
সংক্ষেপে স্টকহোম সম্মেলন (1972):
-
পূর্ণ নাম: United Nations Conference on the Human Environment
-
স্থান: স্টকহোম, সুইডেন
-
সময়: ৫–১৬ জুন, ১৯৭২
-
ফলশ্রুতি:
-
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) গঠিত হয়
-
"স্টকহোম ঘোষণা" (২৬ দফা) গৃহীত হয়
-
-
গুরুত্ব:
-
এটিই ছিল বিশ্বের প্রথম বৈশ্বিক পরিবেশ বিষয়ক সম্মেলন
-
পরিবেশ সুরক্ষা ইস্যুটি প্রথমবারের মতো আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্ব পায়
-
👉 এটি সাধারণত Environment / International Conference / UN Initiatives থেকে প্রশ্ন আসে।

0
Updated: 1 month ago
‘Piecing together the poverty puzzle’ শীর্ষক প্রতিবেদনটি কোন আন্তর্জাতিক সংস্থা প্রকাশ করে?
Created: 1 week ago
A
UN
B
World Bank
C
World Energy Foundation
D
UNSD
• বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক সহায়তা সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে।
- বিশ্বব্যাংকের অনুষ্ঠানিক লক্ষ্য হল বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন।
- বিশ্বব্যাংক ১৯৪৬ সালে তার কার্যক্রম শুরু করে।
- সারা বিশ্বের ১৮৯টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা।
- সদর দপ্তর অবস্থিত - ওয়াশিংটন, ডি.সি.-তে।
- Piecing together the poverty puzzle নামক প্রতিবেদন প্রকাশ করে থাকে - বিশ্বব্যাংক ।
অন্যদিকে,
- বিশ্বব্যাংক গ্রুপ পাঁচটি সংস্থার সমন্বয়ে গঠিত।
- IBRD
- IDA
- IFC
- ICSID
- MIGA.

0
Updated: 1 week ago
কিয়োটো প্রটোকল কোন দেশে স্বাক্ষরিত হয়?
Created: 1 week ago
A
যুক্তরাষ্ট্র
B
ফ্রান্স
C
জাপান
D
জার্মানি
কিয়োটো প্রটোকল:
- জলবায়ু পরিবর্তনের ফলে জাতিসংঘের উদ্যোগে গঠিত শিল্পোন্নত দেশগুলো গ্রিনহাউস গ্যাসের নির্গমন বাধ্যতামূলকভাবে হ্রাসকরণের আন্তর্জাতিক চুক্তি হচ্ছে কিয়োটো প্রটোকল।
- স্বাক্ষরিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৯৭।
- কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫।
- স্বাক্ষরের স্থান: কিয়োটো, জাপান।
- স্বাক্ষরিত দেশ: ৮৩টি।
- অনুমোদনকারী দেশ: ১৯২টি।

0
Updated: 1 week ago