যুক্তরাজ্য কখন ইউরোপীয় ইউনিয়ন (EU) ত্যাগ করে?
A
২৩ জুন, ২০১৬
B
৩১ জানুয়ারি, ২০২০
C
১ জানুয়ারি, ২০১৯
D
১ মে, ২০১৬
উত্তরের বিবরণ
ব্রেক্সিট (Brexit) হলো “Britain” এবং “Exit” শব্দের সংমিশ্রণ, যা যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (EU) থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া বোঝায়।
-
জনমত জরিপ (Referendum): ২৩ জুন, ২০১৬
-
যুক্তরাজ্য EU ত্যাগের তারিখ: ৩১ জানুয়ারি, ২০২০
ইউরোপীয় ইউনিয়ন (EU)
-
প্রতিষ্ঠাকাল: ১ নভেম্বার, ১৯৯৩ (ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে)
-
সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম
-
সদস্য দেশ সংখ্যা: ২৭টি
-
সর্বশেষ সদস্য দেশ: ক্রোয়েশিয়া
-
সর্বশেষ ত্যাগকারী দেশ: যুক্তরাজ্য (৩১ জানুয়ারি, ২০২০)
-
-
একক মুদ্রা: ইউরো
-
ইউরো মুদ্রার জনক: রবার্ট মুন্ডেল
-
ইউরোপীয় ইউনিয়নে ইউরো প্রচলন শুরু: ১ জানুয়ারি, ১৯৯৯
-
উৎস:
0
Updated: 1 month ago
ভূমিকম্পের দেশ বলা হয়-
Created: 1 month ago
A
জাপানকে
B
তাইওয়ানকে
C
ইরানকে
D
জাম্বিয়াকে
ভৌগলিক উপনাম হলো দেশের বিশেষ বৈশিষ্ট্য, প্রতীক বা প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রদত্ত নাম।
-
সোনালী প্যাগোডার দেশ: মিয়ানমার
-
লিলি ফুলের দেশ: কানাডা
-
ক্যাঙ্গারুর দেশ: অস্ট্রেলিয়া
-
সিল্ক রুটের দেশ: ইরান
-
মার্বেলের দেশ: ইতালি
-
পঞ্চম ড্রাগনের দেশ: তাইওয়ান
-
তামার দেশ: জাম্বিয়া
-
পিরামিডের দেশ: মিশর
-
প্রাচীরের দেশ: চীন
-
ভূমিকম্পের দেশ: জাপান
0
Updated: 1 month ago
MERCOSUR কোন অঞ্চলের বাণিজ্য জোট?
Created: 1 month ago
A
উত্তর আমেরিকা
B
দক্ষিণ আমেরিকা
C
দক্ষিণ-পূর্ব এশিয়া
D
উত্তর আফ্রিকা
MERCOSUR দক্ষিণ আমেরিকার একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক বাণিজ্য জোট, যা সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও মুক্ত বাণিজ্যকে উৎসাহিত করার উদ্দেশ্যে গঠিত হয়েছে।
-
প্রতিষ্ঠার তারিখ: ২৬ মার্চ, ১৯৯১
-
প্রতিষ্ঠাকালীন চুক্তি: Treaty of Asuncion
-
চুক্তি স্বাক্ষরের স্থান: আসুনসিয়ন, প্যারাগুয়ে
-
সদরদপ্তর: মন্টিভিডিও, উরুগুয়ে
-
প্রধান ভাষা: স্প্যানিশ ও পর্তুগিজ
-
বর্তমান সদস্য দেশ: ৬টি – আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, বলিভিয়া, উরুগুয়ে ও ভেনেজুয়েলা [আগস্ট ২০২৫ অনুযায়ী]
-
বিশেষ অবস্থা: ভেনেজুয়েলার সদস্যপদ ২০১৬ সালে স্থগিত করা হয়
-
সহযোগী সদস্য দেশ: পানামা, চিলি, পেরু, ইকুয়েডর, গায়ানা, সুরিনাম ও কলম্বিয়া
উৎস:
0
Updated: 1 month ago
গ্রিনপিস কোন ঘটনার বিরোধিতা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল?
Created: 1 month ago
A
পরমাণু পরীক্ষা
B
চেরনোবিল দুর্ঘটনা
C
জলবায়ু পরিবর্তন
D
ফুকুশিমা দুর্ঘটনা
গ্রিনপিস হলো একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা, যা মার্কিন পরমাণু পরীক্ষার বিরোধিতায় প্রতিষ্ঠিত হয়।
গ্রিনপিস:
-
প্রতিষ্ঠিত: ১৯৭১ সালে, ব্রিটিশ কলাম্বিয়াতে।
-
উদ্দেশ্য: আলাস্কার আমচিটকা দ্বীপে মার্কিন পরমাণু পরীক্ষার বিরোধিতা করা।
-
প্রতিষ্ঠাতারা: বব হান্টার, ডেভিড ম্যাকটেগার্ট, ডরোথি স্টোয়ি, আরভিং স্টোয়ি প্রমুখ।
-
সদর দপ্তর: নেদারল্যান্ডস, আমস্টারডাম।
0
Updated: 1 month ago